উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট কানেকশন নিশ্চিত করার মাধ্যমেই আপনাকে টারমাক্স অটো রিপোর্ট টুলস ব্যবহার করতে হবে । কারণ টারমাক্স , কালি লিনাক্স অথবা কালি নেট হান্টারের এককথায় লিনাক্স ডিস্ট্রিবিউশন কমান্ড গুলো রান হওয়ার জন্য ভালো মানের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন । অন্যথায় কমান্ড গুলো কাজ করবে না ।


চিত্র : CODING
চিত্র : CODING
চিত্র : CODING


অনেকেই ইউটিউব এবং ওয়েবসাইটে টারমাক্স এর ভূয়ো টিউটোরিয়াল তৈরি করে তা পাবলিশ করেছেন , আবার অনেকে পূর্নাঙ্গ টিউটোরিয়াল দেয়নি ( অনেকেই হয়তো ভূল টিউটোরিয়াল দিয়েছে , আবার অনেকে কমান্ড গুলো সম্পর্কে অবগত নয় ।  তাদের কমান্ড গুলো ব্যবহার করে কোন লাভ নেই  ) টারমাক্স অটো রিপোর্ট টুলস ব্যবহারের জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে টারমাক্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন । তারপর নিম্নের কমান্ড গুলো টাইপ করে ইন্টার প্রেস করুন ।


  • apt update
  • apt upgrade
  • apt install python2
  • apt install python
  • apt install git
  • git clone https://github.com/IlayTamvan/Report
  • cd Report
  • ls
  • unzip Report.zip
  • python2 Report.py
  • ভিক্টিম এর ফেসবুক আইডি দিন ।
  • এবার  এন্টার প্রেস করুন ।



বিশেষ দ্রষ্টব্য : ফেসবুক প্রোফাইল লিংক নয় আপনাকে ফেসবুক প্রোফাইল আইডি নম্বর দিতে হবে । এর জন্য আপনাকে ওয়েবসাইটের সাহায্য নিতে হবে । আপনি ওয়েব ব্রাউজারে গিয়ে FIND MY FACEBOOK ID লিখে সার্চ করুন । এবং ভিক্টিম ফেসবুক লিংকে আইডিতে কনভার্ট করুন । অথবা COMMENTPICKER তে যান । কোন প্রকার সাহায্যের জন্য কমেন্ট করুন ।


[ সতর্কতা : এই পোস্টটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে , কারো ক্ষতি করার জন্য নয় । আপনার দ্বারা কারো ক্ষতির জন্য DEVELOPER SUGGESTION LLC কোনভাবেই দায়ী নয় ।
 ]


© DEVELOPER SUGGESTION LLC