LAST UPDATE - JANUARY 2022
আমরা যখন নতুন স্মার্টফোন কেনার চিন্তা - ভাবনা করি তখন ( সবার আগে ) আমাদের মাথায় আসে কোন ব্র্যান্ডের ফোন কিনব ? কোন মডেল কিনব ? লেটেস্ট মডেলের ফোন কিনব ? নাকি অল্ড মডেলের কোন ফোন কিনব ? এসব নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যায় ।

চিত্র : SMARTPHONE | PHOTO BY MEDIAMODIFIER FROM PEXELS
অনেকেই আবার মোবাইল শপে গিয়ে বিভিন্ন মডেলের ফোন দেখে কনফিউজড হয়ে যায় । এক ফোনের ক্যামেরা ভালো তো , আরেক ফোনের ব্যাটারি ।
স্মার্টফোন কেনার ক্ষেত্রে , সাধারণত আজকাল সবাই RAM কে অধিক গুরুত্ব দিয়ে থাকে । RAM এর উপর ভিত্তি করেই অনেকে ফোন কিনে । আবার অনেকেই আছেন যারা স্মার্টফোনের BIG DISPLAY , SCREEN RESOLUTION কিংবা ROM কে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করে ।
তবে স্মার্টফোন কেনার সময় কিসের প্রতি গুরুত্বারোপ করা জরুরি তা নিম্নে উল্লেখ করা হলো :
চিত্র : SMARTPHONE | PHOTO BY MEDIAMODIFIER FROM PEXELS
অনেকেই আবার মোবাইল শপে গিয়ে বিভিন্ন মডেলের ফোন দেখে কনফিউজড হয়ে যায় । এক ফোনের ক্যামেরা ভালো তো , আরেক ফোনের ব্যাটারি ।
স্মার্টফোন কেনার ক্ষেত্রে , সাধারণত আজকাল সবাই RAM কে অধিক গুরুত্ব দিয়ে থাকে । RAM এর উপর ভিত্তি করেই অনেকে ফোন কিনে । আবার অনেকেই আছেন যারা স্মার্টফোনের BIG DISPLAY , SCREEN RESOLUTION কিংবা ROM কে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করে ।
তবে স্মার্টফোন কেনার সময় কিসের প্রতি গুরুত্বারোপ করা জরুরি তা নিম্নে উল্লেখ করা হলো :
প্রসেসর
স্মার্টফোন , ট্যাবলেট পিসি , ল্যাপটপ কিংবা ডেস্কটপ যাই কিনতে যান না কেন সবার আগে আপনাকে প্রসেসরের উপর অধিক গুরুত্বারোপ করা উচিৎ । কারণ , বর্তমান সময়ের কম্পিউটার গুলো ( ডেস্কটপ , ল্যাপটপ , ট্যাবলেট পিসি , স্মার্টফোন ) প্রসেসর নির্ভর । মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন মস্তিষ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ তেমনিভাবে কম্পিউটারের ক্ষেত্রে প্রসেসর সবচেয়ে গুরুত্বপূর্ণ । কম্পিউটারের প্রসেসর মানুষের মস্তিষ্কের নামান্তর । কম্পিউটারের সকল কাজ কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ তথা প্রসেসরই করে থাকে । অতএব স্পষ্টত এই যে , প্রসেসর কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ।
আমরা যখন কোন এপ্লিকেশন ব্যবহারের জন্য উক্ত এপ্লিকেশনের উপর ক্লিক করি তখন তা প্রসেসরের নিকট গিয়ে পৌঁছে । প্রসেসর তখন ঐ এপ্লিকেশনকে স্থায়ী মেমোরি ( FDD , HDD , SSD , ROM ) থেকে নিয়ে অস্থায়ী মেমোরিতে ( RAM ) RUN করায় ।
তবে মজার ব্যাপার হচ্ছে , যাদের প্রসেসরের উপর অধিক গুরুত্বারোপ করা জরুরি তারা প্রসেসরের পরিবর্তে RAM কে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করে । যদিও প্রত্যেকেরই প্রসেসরের উপর গুরুত্বারোপ করা জরুরি ।
আরো পড়ুন : প্রসেসর কি ? প্রসেসর কিভাবে কাজ করে ? প্রসেসরের গঠন এবং প্রকারভেদ
আমরা যখন কোন এপ্লিকেশন ব্যবহারের জন্য উক্ত এপ্লিকেশনের উপর ক্লিক করি তখন তা প্রসেসরের নিকট গিয়ে পৌঁছে । প্রসেসর তখন ঐ এপ্লিকেশনকে স্থায়ী মেমোরি ( FDD , HDD , SSD , ROM ) থেকে নিয়ে অস্থায়ী মেমোরিতে ( RAM ) RUN করায় ।
তবে মজার ব্যাপার হচ্ছে , যাদের প্রসেসরের উপর অধিক গুরুত্বারোপ করা জরুরি তারা প্রসেসরের পরিবর্তে RAM কে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করে । যদিও প্রত্যেকেরই প্রসেসরের উপর গুরুত্বারোপ করা জরুরি ।
কাদের প্রসেসরের উপর অধিক গুরুত্ব দেওয়া উচিৎ ?
মূলত যারা PUBG MOBILE বা GERENA FREE FIRE কিংবা অন্যান্য জটিল GAME'S খেলার জন্য স্মার্টফোন কিনতে চাই তাদেরকে প্রসেসরের উপর গুরুত্বারোপ করা অত্যন্ত জরুরি । কারণ উক্ত গেমস গুলো ULTRA GRAPHICS MODE এ খেলার জন্যও জিপিইউ ( GPU - GRAPHICS PROCESSING UNT ) নামের এক প্রকার প্রসেসরের প্রয়োজন । এই প্রসেসরের মান ভালো না হলে আপনি কখনোই ULTRA GRAPHICS MODE এর আনন্দ উপভোগ করতে পারবেন না ।
কেন প্রসেসরেরর উপর গুরুত্বারোপ করা জরুরি ?
আমরা সবাই চাই আমাদের স্মার্টফোনটি সবসময় SUPER FAST কাজ করুক , কখনো যেন তা SLOWLY কাজ কিংবা হ্যাং না করে । তবে তা আমাদের চাওয়ার উপর নির্ভরশীল নয় , নির্ভরশীল স্টোরেজের উপর । আমাদের কম্পিউটারের প্রসেসরের মধ্যেও দুই ধরনের স্টোরেজ ডিভাইস সংযুক্ত থাকে । কারণ প্রসেসরের কাজ গুলো সম্পন্ন করার জন্য স্টোরেজ এর প্রয়োজন পড়ে । যথা :
1. রেজিস্টার ( REGISTER MEMORY ) : স্মৃতি ধারণক্ষমতা একে বারে কম এবং অনেক ব্যায় বহুল ।
2. ক্যাশ ( CACHE MEMORY ) : স্মৃতি ধারণক্ষমতা কম এবং ব্যায় বহুল । তবে REGISTER MEMORY থেকে অধিক স্মৃতি ধারণ করতে পারে এবং কম ব্যায় বহুল । সাধারণত আজকালকার কম্পিউটার গুলোতে 2 , 4 , 6 এবং সর্বোচ্চ 8 MB এর ক্যাশ মেমোরি ব্যবহার করা হয় ।
যেহেতু প্রসেসরের কাজ করার জন্য স্টোরেজ প্রয়োজন এবং প্রসেসরে থাকা স্টোরেজ ডিভাইসের ধারণা ক্ষমতা কম ( এবং ব্যয় বহুল - মূলত ব্যয় বহুল হওয়ার কারণেই প্রসেসরে কম ধারণক্ষমতা সম্পন্ন স্টোরেজ ডিভাইস সংযুক্ত করা হয় ) এজন্য আমরা যখন আমাদের কম্পিউটার ডিভাইস দ্বারা কোন জটিল কাজ করতে চাই তখন REGISTER MEMORY এবং CACHE MEMORY দ্রুত পরিপূর্ণ হয়ে যায় এবং আমাদের কম্পিউটার ডিভাইস স্লো হয়ে যায় কিংবা হ্যাং করে ( এর দ্বিতীয় কারণ RAM এবং তৃতীয় কারণ ROM , নিম্নে তা উল্লেখ করা হয়েছে ) ।
তাই কম্পিউটার ডিভাইস কেনার সময় অবশ্যই প্রসেসরকে অধিক ( সবচেয়ে ) গুরুত্ব দেওয়া উচিৎ ।
1. রেজিস্টার ( REGISTER MEMORY ) : স্মৃতি ধারণক্ষমতা একে বারে কম এবং অনেক ব্যায় বহুল ।
2. ক্যাশ ( CACHE MEMORY ) : স্মৃতি ধারণক্ষমতা কম এবং ব্যায় বহুল । তবে REGISTER MEMORY থেকে অধিক স্মৃতি ধারণ করতে পারে এবং কম ব্যায় বহুল । সাধারণত আজকালকার কম্পিউটার গুলোতে 2 , 4 , 6 এবং সর্বোচ্চ 8 MB এর ক্যাশ মেমোরি ব্যবহার করা হয় ।
যেহেতু প্রসেসরের কাজ করার জন্য স্টোরেজ প্রয়োজন এবং প্রসেসরে থাকা স্টোরেজ ডিভাইসের ধারণা ক্ষমতা কম ( এবং ব্যয় বহুল - মূলত ব্যয় বহুল হওয়ার কারণেই প্রসেসরে কম ধারণক্ষমতা সম্পন্ন স্টোরেজ ডিভাইস সংযুক্ত করা হয় ) এজন্য আমরা যখন আমাদের কম্পিউটার ডিভাইস দ্বারা কোন জটিল কাজ করতে চাই তখন REGISTER MEMORY এবং CACHE MEMORY দ্রুত পরিপূর্ণ হয়ে যায় এবং আমাদের কম্পিউটার ডিভাইস স্লো হয়ে যায় কিংবা হ্যাং করে ( এর দ্বিতীয় কারণ RAM এবং তৃতীয় কারণ ROM , নিম্নে তা উল্লেখ করা হয়েছে ) ।
তাই কম্পিউটার ডিভাইস কেনার সময় অবশ্যই প্রসেসরকে অধিক ( সবচেয়ে ) গুরুত্ব দেওয়া উচিৎ ।
RAM
সাধারণত আমরা কম্পিউটার ডিভাইস গুলোতে যে এপ্লিকেশনগুলো ইন্সটল করি তা ইনস্টল হয় INTERNAL STORAGE - এ কিন্তু আমরা যখন ইনস্টল কৃত এপ্লিকেশনগুলো ব্যবহার করি তা রান হয় RAM - এ । অতএব স্পষ্টত এই যে , আমাদের কম্পিউটারে যে প্রোগ্রাম গুলো সক্রিয় থাকে তার সবই রান হয় RAM - এ । অপারেটিং সিস্টেম সহ বিভিন্ন প্রোগ্রাম সব সময় ব্যাকগ্রাউন্ডে রান হওয়ার কারণে অধিকাংশ সময়ই RAM এর 40 থেকে 60 ভাগ জায়গা ভর্তি থাকে ( কম্পিউটার চালু অবস্থায় ) । এরপর আমরা যখন ফোনে এক বা একাধিক এপ্লিকেশন ব্যবহার করি তখন খুব দ্রুত RAM পরিপূর্ণ হয়ে যায় । তখন ফোনগুলো একেবারে ধীরগতিতে কাজ করে । সাধারণত আমরা যেই এপ্লিকেশন গুলো ব্যবহার করি শুধুমাত্র সেই এপ্লিকেশন গুলোই RAM এর জায়গা দখল করে ( INCLUDING SYSTEM ) . তাই অব্যবহৃত এপ্লিকেশন গুলো ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দেওয়া উচিৎ ।
ROM
রম হচ্ছে এক প্রকার ইন্টার্নাল স্টোরেজ ডিভাইস । আমাদের ইন্সটল কৃত এপ্লিকেশন সহ আমাদের স্মার্টফোন কিংবা অন্যান্য কম্পিউটার ডিভাইসে সংরক্ষিত সকল ফাইল ( ইমেইজ , মিউজিক , ভিডিও , TEXT ) রমে সংরক্ষিত থাকে । এছাড়াও RAM যখন পরিপূর্ণ হয়ে যায় তখন রম RAM এর কাজ করে । তাই স্মার্টফোন কিংবা অন্যান্য কম্পিউটার ডিভাইস ক্রয় করার সময় রমের উপর গুরুত্বারোপ করাটাও জরুরি । তবে রমের ধারণক্ষমতার দিকে নয় রমের ডেইটা ট্রান্সফার রেটের উপর গুরুত্বারোপ করতে হবে ।
ব্যাটারি
বর্তমান সময়ে আমরা দিনের অধিকাংশ সময় স্মার্টফোন ব্যবহার করি । অনেকেই আছেন যারা স্মার্টফোন ছাড়া এক মূহূর্তও চলতে পারে না । স্মার্টফোন অনেকের বন্ধুর অভাব পূরণ করে থাকে । তাই স্মার্টফোন কেনার সময় ব্যাটারির উপর গুরুত্বারোপ করাটাও অত্যন্ত জরুরি ।
ডিসপ্লে
ডিসপ্লে একটি আউটপুট ডিভাইস । যার মাধ্যমে আমরা স্মার্টফোনের মাধ্যমে কি করছি তা দেখতে পাই । আমরা যেহেতু ইউটিউবে মুভি , নাটক , মিউজিক ভিডিও সহ অন্যান্য ভিডিও দেখে থাকি তাই ডিসপ্লে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি অংশ ।
আপনি তখনই বুঝতে পারবেন ডিসপ্লে কতটা গুরুত্বপূর্ণ , যখন আপনার ফোনের ডিসপ্লেটি - তে ত্রুটি থাকবে । সেই অনুভূতিটা স্মরণ করুন যখন আপনার ফোনটি ঠিক আছে কিন্তু ডিসপ্লেটিতে ত্রুটি থাকার কারণে আপনি ফোনটি ব্যবহারের অযোগ্য হিসেবে গণ্য করছেন ।
PUBG MOBILE , GERENA FREE FIRE কিংবা অন্যান্য জটিল গেম ULTRA GRAPHICS MODE এ খেলার আনন্দ পেতে চাইলে অবশ্যই আমাদের ভালো মানের ডিসপ্লে যুক্ত ফোন ক্রয় করতে হবে । তবে এক্ষেত্রে প্রসেসর ( GPU - GRAPHICS PROCESSING UNT ) কে অধিক গুরুত্ব দেওয়া উচিৎ ।
গেমার কিংবা সাধারণ ব্যবহারকারী প্রত্যেককেই ডিসপ্লের উপর গুরুত্বারোপ করা জরুরি । এক্ষেত্রে SCREEN SIZE কে নয় SCREEN RESOLUTION কে অধিক গুরুত্ব দেওয়া উচিৎ ।
ডিসপ্লে বা মনিটর কি ? স্মার্টফোন ডিসপ্লের গঠন এবং প্রকারভেদ
আপনি তখনই বুঝতে পারবেন ডিসপ্লে কতটা গুরুত্বপূর্ণ , যখন আপনার ফোনের ডিসপ্লেটি - তে ত্রুটি থাকবে । সেই অনুভূতিটা স্মরণ করুন যখন আপনার ফোনটি ঠিক আছে কিন্তু ডিসপ্লেটিতে ত্রুটি থাকার কারণে আপনি ফোনটি ব্যবহারের অযোগ্য হিসেবে গণ্য করছেন ।
PUBG MOBILE , GERENA FREE FIRE কিংবা অন্যান্য জটিল গেম ULTRA GRAPHICS MODE এ খেলার আনন্দ পেতে চাইলে অবশ্যই আমাদের ভালো মানের ডিসপ্লে যুক্ত ফোন ক্রয় করতে হবে । তবে এক্ষেত্রে প্রসেসর ( GPU - GRAPHICS PROCESSING UNT ) কে অধিক গুরুত্ব দেওয়া উচিৎ ।
গেমার কিংবা সাধারণ ব্যবহারকারী প্রত্যেককেই ডিসপ্লের উপর গুরুত্বারোপ করা জরুরি । এক্ষেত্রে SCREEN SIZE কে নয় SCREEN RESOLUTION কে অধিক গুরুত্ব দেওয়া উচিৎ ।
ক্যামেরা
আমরা প্রতিনিয়ত কারণে অকারণে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি । আর আজকাল যেহেতু মানুষ জীবনের প্রতিটি মুহূর্তকে ক্যামেরা বন্দি করতে আগ্রহী তার জন্য ভালো ( মানের ) ক্যামেরার ফোন নেওয়াটাও গুরুত্বপূর্ণ ।
ডিজাইন
স্মার্টফোন কেনার ক্ষেত্রে ডিজাইনের প্রতি গুরুত্বারোপ করাটাও জরুরি । অনেকেই স্মার্টফোন কেনার ক্ষেত্রে ডিজাইনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে ( আমি নিজেও স্মার্টফোন কেনার ক্ষেত্রে ডিজাইনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি ) । বর্তমান সময়ে ফোন ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান গুলোও স্মার্টফোনের ডিজাইনকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন । আর তাই প্রায় সব ব্র্যান্ডেরই আকর্ষণীয় ডিজাইনের ফোন পাওয়া যায় ।
ব্র্যান্ড
ফোন ক্রয় করার ক্ষেত্রে ব্র্যান্ড এবং মডেলের উপর গুরুত্বারোপ করাটা একেবারেই অযৌক্তিক । প্রায় সব ব্র্যান্ডেরই ভালো ফোন রয়েছে । তবে বাজেট অনুযায়ী IPHONE , XIAOMI , OPPO , VIVO , SAMSUNG , ONE PLUS , SONY , NOKIA , GOOGLE , MOTOROLA কেনাটাই শ্রেয় । তবে বাজেট স্বল্প হলে LAVA , SYMPHONY , XIAOMI , OPPO , VIVO , TECHNO এই ব্র্যান্ড গুলোর ফোন ক্রয় করতে পারেন । এই ব্র্যান্ড গুলো সবসময় আমাদেরকে স্বল্প মূল্যে ভালো মানের ফোন দিয়ে থাকে ।
OUR MOBILE BRAND SUGGESTION
ACCORDING TO THE BUDGET
5,000 কিংবা তার নিচে - SYMPHONY , LAVA প্রভৃতি ।
5,000 থেকে 10,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , SAMSUNG , SYMPHONY , LAVA প্রভৃতি ।
10,000 থেকে 15,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , TECHNO প্রভৃতি ।
15,000 থেকে 20,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , MOTOROLA প্রভৃতি ।
20,000 থেকে 25,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , MOTOROLA , SONY প্রভৃতি ।
25,000 থেকে 30,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , MOTOROLA , GOOGLE , SONY প্রভৃতি ।
30,000 থেকে 40,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , ONE PLUS , MOTOROLA , IPHONE , GOOGLE , SONY , REALME প্রভৃতি ।
40,000 থেকে 50,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , ONE PLUS , MOTOROLA , IPHONE , GOOGLE , SONY প্রভৃতি ।
50,000 থেকে 60,000 এর মধ্যে - IPHONE , XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , ONE PLUS , MOTOROLA , GOOGLE , SONY প্রভৃতি ।
60,000 থেকে 70,000 এর মধ্যে - IPHONE , GOOGLE , XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , ONE PLUS , MOTOROLA , SONY প্রভৃতি ।
70,000 থেকে 80,000 এর মধ্যে - IPHONE , GOOGLE , XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , MOTOROLA , ONE PLUS , SONY প্রভৃতি ।
80,000 থেকে 1,00,000 এর মধ্যে - IPHONE , GOOGLE , XIAOMI , SAMSUNG , NOKIA , MOTOROLA , SONY , ONE PLUS প্রভৃতি ।
1,00,000 - 1,50,000 এর মধ্যে - IPHONE , GOOGLE , XIAOMI , SAMSUNG , NOKIA , MOTOROLA , SONY , ONE PLUS প্রভৃতি ।
1,50,000 - 3,00,000 এর মধ্যে - IPHONE , GOOGLE , XIAOMI , SAMSUNG , NOKIA , SONY প্রভৃতি ।
3,00,000 + এর মধ্যে - IPHONE , XIAOMI , SAMSUNG প্রভৃতি ।
5,000 থেকে 10,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , SAMSUNG , SYMPHONY , LAVA প্রভৃতি ।
10,000 থেকে 15,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , TECHNO প্রভৃতি ।
15,000 থেকে 20,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , MOTOROLA প্রভৃতি ।
20,000 থেকে 25,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , MOTOROLA , SONY প্রভৃতি ।
25,000 থেকে 30,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , MOTOROLA , GOOGLE , SONY প্রভৃতি ।
30,000 থেকে 40,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , ONE PLUS , MOTOROLA , IPHONE , GOOGLE , SONY , REALME প্রভৃতি ।
40,000 থেকে 50,000 এর মধ্যে - XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , ONE PLUS , MOTOROLA , IPHONE , GOOGLE , SONY প্রভৃতি ।
50,000 থেকে 60,000 এর মধ্যে - IPHONE , XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , ONE PLUS , MOTOROLA , GOOGLE , SONY প্রভৃতি ।
60,000 থেকে 70,000 এর মধ্যে - IPHONE , GOOGLE , XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , ONE PLUS , MOTOROLA , SONY প্রভৃতি ।
70,000 থেকে 80,000 এর মধ্যে - IPHONE , GOOGLE , XIAOMI , OPPO , VIVO , NOKIA , SAMSUNG , MOTOROLA , ONE PLUS , SONY প্রভৃতি ।
80,000 থেকে 1,00,000 এর মধ্যে - IPHONE , GOOGLE , XIAOMI , SAMSUNG , NOKIA , MOTOROLA , SONY , ONE PLUS প্রভৃতি ।
1,00,000 - 1,50,000 এর মধ্যে - IPHONE , GOOGLE , XIAOMI , SAMSUNG , NOKIA , MOTOROLA , SONY , ONE PLUS প্রভৃতি ।
1,50,000 - 3,00,000 এর মধ্যে - IPHONE , GOOGLE , XIAOMI , SAMSUNG , NOKIA , SONY প্রভৃতি ।
3,00,000 + এর মধ্যে - IPHONE , XIAOMI , SAMSUNG প্রভৃতি ।
© DEVELOPER SUGGESTION LLC
19 Comments
Very Helpful Post Sir .
ReplyDeleteVery Helpful Post .
ReplyDeleteIt's really awesome
ReplyDeleteAmazing
ReplyDeleteআমার কাছে ডিজাইনের গুরুত্ব বেশী ।
ReplyDeletehelpful post
ReplyDeleteঅসাধারণ হয়েছে । তবে কিছু মডেল উল্লেখ করলে উপকৃত হতাম ।
ReplyDeleteThanks for your suggestions .
ReplyDeleteঅন্যান্য ব্র্যান্ডের ভালো ফোন নেই ?
ReplyDeleteAmazing
ReplyDeleteIt's really amazing .
ReplyDeletehelpful post
ReplyDeleteVery Helpful Post .
ReplyDeleteNice post .
ReplyDeleteঅনেক উপকারী একটি পোস্ট
ReplyDeletePlease , Suggest some model .
ReplyDeleteVery Helpful
ReplyDeleteThanks for this article .
ReplyDeleteThanks bhai .
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .