আপনারা যারা অটো লাইক , অটো রিয়াক্ট , অটো ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা অটো ফলোয়ার নিতে চান । তারা সবাই হয়তো WEBFEE এর সাথে পরিচিত । কারণ এক্ষেত্রে WEBFEE নিঃসন্দেহেে সবচেয়ে বেশি জনপ্রিয় । কারণ YOUTUBE এ এর রিভিউকারীর অভাব নেই । আর এর রিভিউকারীরা এও বলে দেই এখানে নির্ভয়ে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন । এবং লগইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করারও কোন প্রয়োজন নেই !
সত্যিই অকল্পনীয় , কত বিশ্বাসযোগ্য এই সাইটটি ! যদি এমনটা ভেবে থাকুন তবে আপনি প্রতারিত হবেন ।
আপনি হয়তো ইমেইল , ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলেন কিন্তু লগইন হলোনা যেমনটা আমি FACK ACCOUNT দিয়ে লগইন করার সময় লক্ষ করেছি । এর অন্যতম প্রধান কারণ হলো এখানে লগইন করাটা ফেসবুকে লগইন করার মতো নয় । ফলে অনেক সময় লগইন হওয়ার আগেই একাউন্টটি ডিসেবল হয়ে যায় । তারা কিন্তু আপনার পাসওয়ার্ড পেয়ে গেল । এর ফলে যেকোনো সময় খুব সহজেই তারা আপনার এক্সেস নিতে পারেবে ।
এসব সাইট মোটেও নিরাপদ নয় । এখানে বেশ কিছু ফলোয়ার দিবে কিন্তু তা খুব দ্রুত সরিয়ে ফেলা হবে । আর এখানে ফলোয়ার নিতে হলে তাদেরকে টাকা দিয়ে ফলোয়ার নিতে হবে । প্রথম কয়েক টোকেন ফ্রি দিবে কিন্তু পরবর্তীতে টোকেন কিনে ফলোয়ার নিতে হবে ।
আর অটো টুলস ব্যবহারের সবচেয়ে খারাপ ইফেক্ট হলো যেকোন সময় আপনার ফেসবুক একাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে ।
তারা আপনার কাছ থেকে টাকা নিবে , কিন্তু ফলোয়ার দিবে খুব অল্প সময়ের জন্য । আমি RECOMMEND করব এসব সাইট গুলোতে কখনো ভিজিট করবেন না । এরকম হাজার হাজার এপ্লিকেশন এবং সাইট রয়েছে এর মধ্যে বেশীরভাগ'ই ফ্যাক । আর যেগুলো অটো ( লাইক , রিয়াক্ট , ফ্রেন্ড রিকোয়েস্ট , ফলোয়ার ) দেয় তা আবার তুলেও নেয় । তাই এসব সাইট , এপ্লিকেশন এড়িয়ে করে চলুন , সেটাই ভালো হবে ।
© DEVELOPER SUGGESTION LLC
2 Comments
Fantastic
ReplyDeleteIt's Really Amazing
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .