ওয়েব ডিজাইন শিখাটা মোটেও কঠিন কিছু নয় । তবে একজন দক্ষ ওয়েব ডিজাইনার হওয়াটা কষ্টসাধ্য ব্যাপার । এর জন্য প্রয়োজন সর্বাধিক ধৈর্য্য এবং নিরলস পরিশ্রম । তবেই ওয়েব ডিজাইনে দক্ষতা অর্জন করা সম্ভব । তবে শিখার ভালো মাধ্যম থাকাটাও গুরুত্বপূর্ণ ।


আরো পড়ুন : কিভাবে ওয়েব ডিজাইন শিখব ?




চিত্র : WEBSITE





অনেকেই আছেন যারা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী কিন্তু এর পিছনে অর্থ ব্যয় করতে রাজি নন । সেক্ষেত্রে BLOG পড়ে অথবা VIDEO টিউটরিয়াল দেখে ওয়েব ডিজাইন শিখতে হয় । কিন্তু ওয়েব ডিজাইন শেখার ক্ষেত্রে কোন ওয়েব সাইট ভালো হবে তা বুঝতে না পারছেন না ।


নিম্নে ফ্রিতে ওয়েব ডিজাইন শেখার জন্য সেরা কিছু ওয়েবসাইট সমূহ তুলে ধরা হলো :



ফ্রি ওয়েব ডিজাইন শেখার জন্য COURSERA সেরা একটি ওয়েবসাইট । এখানে ওয়েব ডেভেলপমেন্ট , প্রোগামিং ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর বিভিন্ন কোর্স রয়েছে । বিনামূল্যে এসব কোর্স করে ওয়েব ডিজাইনের উপর খুব সহজেই দক্ষতা অর্জন করা সম্ভব ।



আপনি যদি ওয়েব ডিজাইন শেখা শুরু করতে চান তবে এই সাইটটি আপনার জন্য । এইখানেই হতে পারে আপনার ওয়েব ডিজাইনের হাতেখড়ি । ওয়েব ডিজাইন এবং প্রোগ্রামিং শেখার জন্য W3SCHOOLS হচ্ছে ONE OF THE BEST WEBSITE . এই ওয়েবসাইটে আপনি শেখার পাশাপাশি অনুশীলন করতে পারেন । এইখানে সবকিছুই খুব সহজ এবং মার্জিত ভাষায় উপস্থাপনা করা হয়েছে । যা একজন ওয়েব ডিজাইনারকে BASIC TO ADVANCE জ্ঞান অর্জন করতে সহায়তা করবে ।



ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর BASIC বিষয়গুলোর উপর দক্ষতা অর্জন করার জন্য CODE ACADEMY বিভিন্ন TUTORIAL প্রদান করে থাকে । এই TUTORIAL গুলো সম্পন্ন করলে ওয়েব ডিজাইন এবং প্রোগ্রামিং এর উপর যথেষ্ট দক্ষতা অর্জন করা সম্ভব ।



KHAN ACADEMY ফ্রিতে ওয়েব ডিজাইন এবং প্রোগ্রামিং এর উপর ব্লগ TUTORIAL সহ অডিও , ভিডিও TUTORIAL প্রদান করে থাকে । যা একজন ওয়েব ডিজাইনার এবং প্রোগ্রামারকে প্রোগ্রামিং এবং ওয়েব ডিজাইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিবে । এসব কোর্স সম্পন্ন করলে খুব সহজেই দক্ষতা অর্জন করা সম্ভব ।



2012 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং MIT যৌথভাবে EDX প্রতিষ্ঠা করে । পরবর্তীতে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় এবং মাইক্রোসফট এই প্রকল্পের সাথে যুক্ত হয় । এখানে বিভিন্ন কোর্সের পাশাপাশি ওয়েব ডিজাইনের উপর কোর্স রয়েছে । যা ওয়েব ডিজাইনারদের দক্ষ করতে সহায়তা করবে ।



THE ODIN PROJECT হলো অনলাইন CODING বুট ক্যাম্প । এইখানে বিভিন্ন ধরনের TUTORIAL রয়েছে যা ওয়েব ডিজাইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে । এবং কোর্সের পরে এখান থেকে ফ্রিতে সার্টিফিকেট প্রদান করা হয় ।



জনপ্রিয় FIREFOX ওয়েব ব্রাউজার ডেভেলপারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে MOZILA DEVELOPER NETWORK প্রচুর RESOURCE প্রস্তুত করে রেখেছে । এখানের টিউটরিয়াল গুলো সম্পন্ন করার মাধ্যমে খুব সহজেই একজন দক্ষ ওয়েব ডেভেলপার হওয়া সম্ভব ।



MIT OPEN COURSE WARE আমেরিকার অন্যতম সেরা TECH জায়েন্ট প্রতিষ্ঠান । এই ওয়েবসাইটে প্রোগ্রামিং , ম্যাথ , ওয়েব ডেভেলপমেন্ট এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর অসংখ্য TUTORIAL রয়েছে । এখান থেকে ওয়েব ডিজাইনের উপর BASIC টু ADVANCE জ্ঞান অর্জন করা সম্ভব ।



GOOGLE LLC এর HTML5 ROCKS ওয়েবসাইটটি অভিজ্ঞ এবং অনভিজ্ঞ সবাইকেই ওয়েব ডিজাইনের উপর দক্ষতা অর্জন করতে সহায়তা করবে । ওয়েবসাইট ডিজাইনের অনেক গুরুত্বপূর্ণ অংশের উপর যখন TUTORIAL খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে তখন HTML5 ROCKS আমাদের বিশেষ ভাবে সহায়তা করে । ওয়েব ডিজাইনের উপর দক্ষতা অর্জন করার জন্য HTML5 ROCKS এর ভূমিকা অপরিসীম ।



ওয়েব ডেভেলপমেন্ট এর সবচেয়ে পেশাদার এবং UP TO DATE অনলাইন ম্যাগাজিন গুলোর মধ্যে A LIST A PART অন্যতম । এখানে কোডিং , ওয়েব ডিজাইন এবং প্রোগ্রামিং সংবলিত অসংখ্য ব্লগ রয়েছে । যা একজন ওয়েব ডিজাইনারকে দক্ষতা অর্জন করার জন্য বিশেষ ভূমিকা রাখবে ।


[ অসম্পূর্ণ - খুব শীঘ্রই ব্লগটি সম্পূর্ণ করা হবে ]

[ অসম্পূর্ণ - DEVELOPER SUGGESTION LLC এই ব্লগটি অসম্পূর্ণ হিসেবে গণ্য করছে । এবং দ্রুত এটি সম্পূর্ণ করতে কাজ করছে ]

© DEVELOPER SUGGESTION LLC