ইন্টারনেটে রয়েছে অজস্র কোটি ওয়েবসাইট । এর মধ্যে অনেক ওয়েবসাইট রয়েছে যা আমরা নিত্য প্রতিদিনই ব্যবহার করি । মাঝে মধ্যে এর বাইরেও আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ভিজিট করে থাকি ।


জ্ঞান - বিজ্ঞানের এই রাজ্যে ( পৃথিবীতে ) প্রতিদিনই আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার প্রয়োজন হয় । এমনাবস্থায় আমরা ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকি ।


আমরা কোন বিষয় সম্পর্কে জানতে চাইলে গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে ( SEARCH ENGINE ) সার্চ করি । সার্চ ইঞ্জিন গুলো তখন আমাদের সার্চ করা বিষয়টির সাথে প্রাসঙ্গিক ফলাফল গুলো দেখিয়ে থাকে । ফলাফলে দেখানো অধিকাংশ ওয়েবসাইটই আমাদের সার্চ করা বিষয়টির সাথে প্রাসঙ্গিক হলেও অনেক সময় অপ্রাসঙ্গিক ওয়েবসাইট ও দেখানো হয় । এর মধ্যে পর্ণ বা এডল্ট বা এডাল্ট ওয়েবসাইট অন্যতম ।


এছাড়াও বর্তমানে আমরা বিভিন্ন ওয়েবসাইট প্রবেশ করলে পর্ণ বা এডল্ট সংবলিত বিজ্ঞাপন দেখানো হয় । এসব ওয়েবসাইটে প্রবেশ করলে অনেক সময় সয়ংক্রিয়ভাবে পর্ণ বা এডল্ট সাইটগুলোতে প্রবেশ করে ।


আবার অনেকেই আছেন নিজেদের সন্তানকে এডল্ট ওয়েব সাইট থেকে বাঁচিয়ে রাখতে চান । কারণ পর্ণ আসক্তি কিংবা মাদকাসক্তি দুটোই সমাজ এবং পৃথিবীর জন্য ভয়ংকর । মানুষ এসবের সংস্পর্শে আসলে  পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে ।


বাংলাদেশ , ভারত সহ অনেক দেশের সরকার পর্ণ বা  এডল্ট ওয়েব সাইট গুলোকে আঞ্চলিক ভাবে ব্লক করে রেখেছে । কিন্তু এরপরও ভিপিএন ব্যবহার করে অনেকেই এসব সাইটে ভিজিট করে ।


এমনাবস্থায় আপনাকে পর্ণ বা এডল্ট ওয়েব সাইট গুলোকে স্থায়ীভাবে ব্লক করতে হবে । যেন ভিপিএন ( VPN - VIRTUAL PRIVATE NETWORK ) ব্যবহার করেও আপনার সন্তান পর্ণ বা এডল্ট সাইটে প্রবেশ করতে না পারে ।


[ কিংবা আপনি নিজে সার্চ ইঞ্জিনের ফলাফলে দেখানো পর্ণ বা এডল্ট সাইটগুলোকে স্থায়ী ভাবে বন্ধ করতে চান । ]


নিম্নে স্মার্টফোন কিংবা ট্যাবলেট পিসিতে এডল্ট ওয়েবসাইট ব্লক করার পদ্ধতি তুলে ধরা হলো :


  • প্রথমে আপনি আপনার স্মার্টফোন কিংবা ট্যাবলেট পিসির " SETTING " - এ যান ।

  • এবার " NETWORK AND INTERNET " অথবা " NETWORK AND SHARING " - এ যান ।

  • " PRIVATE DNS " - তে ক্লিক করুন ।

  • এবার একটি WINDOW আসবে যেখানে তিনটি অপশন দেখতে পাবেন ।

    • " OFF "

    • " AUTOMATIC "

    • " PRIVATE DNS PROVIDER HOSTNAME " 

  • " PRIVATE DNS PROVIDER HOSTNAME " - তে ট্যাপ করুন ।

  • এবার " PRIVATE DNS PROVIDER HOSTNAME " - বক্সে " adult-filter-dns.cleanbrowsing.org " বসিয়ে SAVE করুন ।


আপনার কাজ শেষ । এবার আপনি চাইলেও পর্ণ বা এডল্ট ওয়েবসাইট গুলোতে প্রবেশ করতে পারবেন না । কারণ আপনার DNS PROVIDER পর্ণ বা এডল্ট ওয়েবসাইট গুলোকে স্থায়ী ভাবে বন্ধ করে দিয়েছে ।


চিত্র : BLOCK PORN


প্রবেশ করার জন্য আপনি যদি সার্চ ইঞ্জিনে কোন পর্ণ সাইটের নাম লিখেও সার্চ করেন তবে ঐ ওয়েবসাইট গুলো ফলাফলে দেখানোই হবে না । তাহলে আপনি কিভাবে পর্ণ বা এডল্ট ওয়েব সাইট গুলোতে ভিজিট করবেন ।


এমনকি আপনি যদি এমন কোন শব্দ বা বাক্য লিখে সার্চ করুন যার সাথে অশ্লীলতা সম্পর্কিত রয়েছে তাহলে আপনার ফলাফলে কোন ওয়েবসাইটই দেখানো হবে না ।


[ অসম্পূর্ণ - DEVELOPER SUGGESTION LLC এই ব্লগটি অসম্পূর্ণ হিসেবে গণ্য করছে । এবং দ্রুত এটি সম্পূর্ণ করতে কাজ করছে ]


© DEVELOPER SUGGESTION LLC