আমাদের সবার মধ্যেই ডার্ক ওয়েব সম্পর্কে কৌতুহল বরাবরই একটু বেশি । অনেকেই ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেও আজ পর্যন্ত ডার্ক ওয়েব এ প্রবেশ করতে পারেননি , আবার অনেকে ডার্ক ওয়েব নামটি আজই প্রথম শুনছেন ।
ডার্ক ওয়েব এ অভিযানের জন্য আপনার চারটি বিষয় মাথায় রাখতে হবে । যথা :
- কম্পিউটার ডিভাইস ( কম্পিউটারের এর যেকোন ভার্সন ) ।
- ইন্টারনেট কানেকশন
- TOR BROWSER ( টর ব্রাউজার ছাড়া ডার্ক ওয়েব এ প্রবেশ করা যায় না ) ।
- বিটকয়েন ( BIT COIN হচ্ছে এক প্রকার ডিজিটাল মুদ্রা । বাংলাদেশ ব্যাংক 2014 সালে বিটকয়েনকে অবৈধ বলে ঘোষণা করেছে । মুদ্রা হলেও এর কোন অস্তিত্ব নেই । বিটকয়েন হচ্ছে বেশ কিছু ইউ.এস. ডলারের সমষ্টি । বাংলাদেশী টাকায় ১ বিটকয়েন সমান ৫০,৪৮,৩১৪.২৬ টাকা [ UPDATE : বর্তমান সময়ে ৫৩,১৩,৩১১.৯৯ টাকা ] । ডার্ক ওয়েব এ পেমেন্ট করতে হলে বিটকয়েন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন ) ।
টর ব্রাউজার সম্পর্কে কিছু কথা :
টর ব্রাউজার সম্পর্কে অনেকেরই ভূল ধারণা রয়েছে । অনেকের কাছে হয়তো শুনেছেন টর ব্রাউজার অনেক ঝূঁকিপূর্ণ । এটা সত্যিই হাস্যকর কারণ , টর নেটওয়ার্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সিকিউর নেটওয়ার্ক সিস্টেম । অনেকেই হয়তো নিজের গোপনীয়তা বজায় রাখতে ভিপিএন ব্যবহার করেন , ভিপিএন মোটেও ততটা নিরাপদ নয় । টর নেটওয়ার্ক সিস্টেম এ ভিপিএন এর মতো তিনটি ধাপ থাকে ।
এক্ষেত্রে প্রথম ধাপে আপনার কম্পিউটার ডিভাইসটি টর 1 এ কানেক্ট হবে এবং টর 1 কানেক্ট হবে টর 2 এ । ফলে টর 2 আপনার আইপি এড্রেস এবং লোকেশন সম্পর্কে জানতে পারবে না । কারণ টর 1 আপনার আইপি এড্রেস এবং লোকেশন পরিবর্তন করে নতুন আইপি এড্রেস তৈরি করে তা টর 2 এ পাঠাবে এবং টর 2 , টর 1 কে কানেক্ট করবে । এর পরে টর 2 কানেক্ট হবে টর 3 তে । যার ফলে আপনি কে আপনি কোথায় আছেন তা কখনো টর ব্রাউজার নিজেও জানতে পারবে না , যা ভিপিএন ব্যবহার করলে ভিপিএন কর্তৃপক্ষ জানতে পারে ।
অতএব , নিঃসন্দেহে টর নেটওয়ার্ক পৃথিবীর সবচেয়ে সিকিউর নেটওয়ার্ক সিস্টেম ।
ডার্ক ওয়েব সম্পর্কে কিছু কথা :
ডার্ক ওয়েব সম্পর্কে অনেকেরই ভূল ধারণা রয়েছে । অনেকেই বলে ডার্ক ওয়েব এ প্রবেশ দন্ডনীয় অপরাধ । একথা মোটেও সত্যি নয় । ডার্ক ওয়েব এ প্রবেশ করা অপরাধের কিছু নয় । টর ব্রাউজার আপনার নিরাপদ ব্রাউজিং সুনিশ্চিত করে । তবে এখানে অনেক অপরাধ মূলক কর্মকান্ড হয় । তাই এখানে অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে থাকতে হবে নতুবা আপনাকে শাস্তি পেতে হতে পারে ।
9 Comments
আমি কিছু লিংক পেতে চাই
ReplyDeleteসত্যি বলতে কি আমি ডার্ক ওয়েবের নাম শুনলেও আজ পর্যন্ত পর ব্রাউজার দিয়েও প্রবেশ করতে পারিনি । কিছু লিংক দিলে উপকৃত হতাম ।
ReplyDeleteস্যার আমাকে কিছু লিংক শেয়ার করবেন প্লিজ ।
ReplyDeleteVery interesting
ReplyDeleteमैं कुछ लिंक प्राप्त करना चाहता हूं। सर कृपया मुझे कुछ लिंक साझा करें।
ReplyDeleteGrateful for you
ReplyDeleteস্যার আপনি কি হ্যাকার ?
ReplyDeleteHey brother ... I need your help .
ReplyDeleteVery Helpful
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .