আমাদের সবার মধ্যেই ডার্ক ওয়েব সম্পর্কে কৌতুহল বরাবরই একটু বেশি । অনেকেই ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেও আজ পর্যন্ত ডার্ক ওয়েব এ প্রবেশ করতে পারেননি , আবার অনেকে ডার্ক ওয়েব নামটি আজই প্রথম শুনছেন ।


চিত্র : DARK WEB


ডার্ক ওয়েব এ অভিযানের জন্য আপনার চারটি বিষয় মাথায় রাখতে হবে । যথা :


  • কম্পিউটার ডিভাইস ( কম্পিউটারের এর যেকোন ভার্সন ) ।
চিত্র : মাইক্রো কম্পিউটার এবং মোবাইল কম্পিউটার
  • ইন্টারনেট কানেকশন
চিত্র : INTERNET CONNECTIVITY

  • TOR BROWSER ( টর ব্রাউজার ছাড়া ডার্ক ওয়েব এ প্রবেশ করা যায় না ) ।
চিত্র :‌‌ TOR BROWSER 

  • বিটকয়েন ( BIT COIN হচ্ছে এক প্রকার ডিজিটাল মুদ্রা । বাংলাদেশ ব্যাংক 2014 সালে বিটকয়েনকে অবৈধ বলে ঘোষণা করেছে । মুদ্রা হলেও এর কোন অস্তিত্ব নেই । বিটকয়েন হচ্ছে বেশ কিছু ইউ.এস. ডলারের সমষ্টি । বাংলাদেশী টাকায় ১ বিটকয়েন সমান ৫০,৪৮,৩১৪.২৬ টাকা [ UPDATE : বর্তমান সময়ে ৫৩,১৩,৩১১.৯৯ টাকা ] । ডার্ক ওয়েব এ পেমেন্ট করতে হলে বিটকয়েন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন  ) ।

চিত্র : BIT COIN
চিত্র : BIT COIN

টর ব্রাউজার সম্পর্কে কিছু কথা :


টর ব্রাউজার সম্পর্কে অনেকেরই ভূল ধারণা রয়েছে । অনেকের কাছে হয়তো শুনেছেন টর ব্রাউজার অনেক ঝূঁকিপূর্ণ । এটা সত্যিই হাস্যকর কারণ , টর নেটওয়ার্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সিকিউর নেটওয়ার্ক সিস্টেম । অনেকেই হয়তো নিজের গোপনীয়তা বজায় রাখতে ভিপিএন ব্যবহার করেন , ভিপিএন মোটেও ততটা নিরাপদ নয় । টর নেটওয়ার্ক সিস্টেম এ ভিপিএন এর মতো তিনটি ধাপ থাকে ।


চিত্র : VPN

এক্ষেত্রে প্রথম ধাপে আপনার কম্পিউটার ডিভাইসটি টর 1 এ কানেক্ট হবে এবং টর 1 কানেক্ট হবে টর 2 এ । ফলে টর 2 আপনার আইপি এড্রেস এবং লোকেশন সম্পর্কে জানতে পারবে না । কারণ টর 1 আপনার আইপি এড্রেস এবং লোকেশন পরিবর্তন করে নতুন আইপি এড্রেস তৈরি করে তা টর 2 এ পাঠাবে এবং টর 2 , টর 1 কে কানেক্ট করবে । এর পরে টর 2 কানেক্ট হবে টর 3 তে । যার ফলে আপনি কে আপনি কোথায় আছেন তা কখনো টর ব্রাউজার নিজেও জানতে পারবে না , যা ভিপিএন ব্যবহার করলে ভিপিএন কর্তৃপক্ষ জানতে পারে ।


অতএব , নিঃসন্দেহে টর নেটওয়ার্ক পৃথিবীর সবচেয়ে সিকিউর নেটওয়ার্ক সিস্টেম ।


চিত্র : CYBER SECURITY


ডার্ক ওয়েব সম্পর্কে কিছু কথা :


ডার্ক ওয়েব সম্পর্কে অনেকেরই ভূল ধারণা রয়েছে । অনেকেই বলে ডার্ক ওয়েব এ প্রবেশ দন্ডনীয় অপরাধ । একথা মোটেও সত্যি নয় । ডার্ক ওয়েব এ প্রবেশ করা অপরাধের কিছু নয় । টর ব্রাউজার আপনার নিরাপদ ব্রাউজিং সুনিশ্চিত করে । তবে এখানে অনেক অপরাধ মূলক কর্মকান্ড হয় । তাই এখানে অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে থাকতে হবে নতুবা আপনাকে শাস্তি পেতে হতে পারে ।


চিত্র : ডার্ক ওয়েবে মাদকদ্রব্য

চিত্র : ARREST
চিত্র : MONEY


বি : দ্র :


ডার্ক ওয়েবে প্রবেশের জন্য অবশ্যই আপনাকে টর ব্রাউজার ব্যবহার করতে হবে । তবে টর ব্রাউজার ইন্সটল করলেই আপনি ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারবেন না । আমরা গুগলে কোন কিছু সার্চ করলে যেমন অধিকাংশই ( .COM যেমন : DEVELOPER-SUGGESTION.COM ) ডট কমের ওয়েবসাইট দেখতে পাই , তেমনি ভাবে ডিফল্ট সার্চ ইঞ্জিনেও অধিকাংশ ( .COM ) ডট কমের ওয়েবসাইট দেখানো হয় ।

আর আমরা সবাই জানি ডার্ক ওয়েবের সাইটগুলো ( . ONION ) ডট ওনিয়নের হয় ।

ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে আপনাকে  সাইটগুলোর লিংক জানতে হবে । এসব লিংক শেয়ার করা অবৈধ । এসব আপনাকে নিজে থেকে জানতে হবে ।


ডার্ক ওয়েবে আত্না ক্রয় - বিক্রয় :


ডার্ক ওয়েবের আত্না নিয়ে কথা না বললেই নয় । অনেকে বলে থাকে DARK WEB এ নাকি আত্মা বিক্রি হয় । আমরা সবাই জানি মৃত্যুর পর আত্মা সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে থাকেন । আত্মা কখনো ঘুরা - ফেরা করতে পারে না , যেমনটা আমরা গল্পে কিংবা সিনেমাতে দেখি । এর সাথে বাস্তবতার কোন মিল নেই ।
তাহলে কি সৃষ্টিকর্তা DARK WEB এ আত্মা বিক্রি করছে ? এরকমটা কখনো হতে পারে না । এসব চিন্তা করাও পাপ ।
নাস্তিকদল সৃষ্টিকর্তার অস্তিত্বকে মিথ্যে প্রমাণিত করার জন্যই মূলত এসব গালগল্প ছড়াচ্ছে । তো এসব গালগল্প বিশ্বাস থেকে দূরে থাকুন । আপনি হয়তো অনেক মুসলিম কিংবা জ্ঞানী ব্যক্তির মুখেও একথা শুনে থাকবেন । এসব গালগল্প তারাও হয়তো কারো কাছ থেকে শুনেছে । এসবের সাথে বাস্তবতার কোন মিল নেই ।


[ তবে ডার্ক ওয়েবে অনেক কালো যাদুকর জ্বিন বিক্রি করে থাকে । এসব অবৈধ তথ্য , এসব নিয়ে লিখাটাও অবৈধ । তবে সেখানে অনেক প্রতারক রয়েছে যারা আপনাকে জ্বিনের বিকল্প হিসেবে পেত্নীও পাঠাতে পারে । অবিশ্বাসের কিছু নেই কারণ এটাই অনলাইন বিজনেস । অতএব , সতর্ক থাকুন । এখানে প্রতারকদের ধরা প্রায় অসম্ভব । ফলে এখানে কাউকে পেমেন্ট করার আগে একটু ভেবে নিবেন । ধন্যবাদ । ]


চিত্র : আত্মা
চিত্র : আত্মা
চিত্র : আত্না

[ REMOVED : REMOVE SOME INFORMATION ]


[ এই ব্লগ পোস্টটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে তৈরি । ডার্ক ওয়েবে প্রবেশ করে কোন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য DEVELOPER SUGGESTION LLC কোন ভাবেই দায়ী নয় ]


© DEVELOPER SUGGESTION LLC