আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী । কিন্তু শেখার ভালো কোন মাধ্যম খুঁজে পাচ্ছেন না । ওয়েব ডিজাইন শেখার বিভিন্ন উপায় আছে । যেমন:

  • ইউটিউব
  • ওয়েবসাইট
  • লাইভ ক্লাস

ওয়েব ডিজাইন শিখা মোটেও কঠিন কিছু নয় । কিন্তু একজন দক্ষ ওয়েব ডিজাইনার হওয়াটা অনেক কষ্টসাধ্য । এর জন্য প্রয়োজন সর্বাধিক ধৈর্য এবং নিরলস পরিশ্রম । তবেই একজন দক্ষ ওয়েব ডিজাইনার হওয়া পসিবল ।


আরো পড়ুন : ফ্রিতে ওয়েব ডিজাইন শেখার জন্য সেরা কিছু ওয়েবসাইট ।



চিত্র : WEBSITE DESIGN

চিত্র : WEBSITE DESIGN

অনেকেই আগ্রহ থাকা সত্ত্বেও ওয়েব ডিজাইন শিখার ভালো কোন মাধ্যম পান না । এক্ষেত্রে অনেকেই ওয়েব ডিজাইন থেকে দূরে সরে যায় আর যারা টিকে থাকে তাদের অনেক সময় চলে যায় শিখার পেছনেই ।


একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত অনুশীলন করতে হবে । তবে শিখার ভালো কোন মাধ্যম থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।


ওয়েব ডিজাইন শিখার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে W3SCHOOL  ওয়েব ডিজাইন শিখার ক্ষেত্রে এর থেকে সহজ মাধ্যম দ্বিতীয়টি আর নেই । এখানে প্রত্যেকটি টপিক খুব সহজভাবে প্রদর্শন করা হয়েছে ।


পাশাপাশি আপনাকে বিভিন্ন ইউটিউব চ্যানেল এর সাহায্য নিতে হবে । কারণ W3SCHOOL এ আপনাকে কোড দেখে অনুশীলন করে করে শিখতে হবে । কোন কোড বুঝতে না পারলে আপনাকে অবশ্যই ইউটিউব ভিডিওর সাহায্য নিতে হবে । এই গুনটি একজন আদর্শ ওয়েব ডিজাইনার এর মধ্যে থাকা বাঞ্ছনীয় । কারণ এডভান্স হওয়ার জন্য আপনাকে অবশ্যই বেশি পরিশ্রম করতে হবে , বিভিন্ন উপায় অবলম্বন করতে হবে এটাই স্বাভাবিক ।


[ অসম্পূর্ণ - খুব শীঘ্রই ব্লগটি সম্পূর্ণ করা হবে ]

[ অসম্পূর্ণ - DEVELOPER SUGGESTION LLC এই ব্লগটি অসম্পূর্ণ হিসেবে গণ্য করছে । এবং দ্রুত এটি সম্পূর্ণ করতে কাজ করছে ]

© DEVELOPER SUGGESTION LLC