কিন্তু এরপরও আপনি আপনার পোস্টে প্রত্যাশিত সারা পান না । যদিও আপনি অধিক লাইক - কমেন্টের আশায় সমস্ত পরিচিতিগুলোকে ফ্রেন্ড হিসেবে যুক্ত করেছেন কিন্তু , তাদের মধ্যে খুব কম ব্যাক্তিই আপনার পোস্টে লাইক - কমেন্টে করেন । এমনবস্থায় আপনি অপরিচিত ব্যাক্তিদের ফ্রেন্ড লিস্ট থেকে সরাতে ( আনফ্রেন্ড ) আগ্রহী হয়ে উঠেন । কিন্তু এক এক করে সমস্ত ফেসবুক ফ্রেন্ডকে আনফ্রেন্ড করা সময় সাপেক্ষ ব্যাপার , যা সবার থাকে না । যার ফলে অপরিচিত ব্যাক্তিগুলো আজীবন ( একাউন্টটির সক্রিয়কালে ) ফ্রেন্ড লিস্টে যোগ হয়ে থাকে ।
অনেকেই এই সমস্যার সমাধানের জন্য গুগলে কিংবা ইউটিউবে সার্চ করেন । তখন গুগল এবং ইউটিউব বিভিন্ন অজ্ঞ লোকের লেখা পোস্ট কিংবা ভিডিও সাজেস্ট করেন । সেখানে তারা বিভিন্ন অটো টোলস ( অটো লাইকার টোলস - একটি অটো লাইকার টোলসে এরকম অনেক টোলস থাকে যার অধিকাংশই অকার্যকর ) ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এবং সেখানে একাউন্ট ইনফরমেশন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় যা ব্যবহারের ফলে আপনার একাউন্টটি ডিসেবল হয়ে যায় । এসব অজ্ঞ লোকেদের পরিহার করুন । কারণ আজকাল প্রায় সবাই ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন যাদের এসব সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই ।
অভিজ্ঞ লোকেরা এমনবস্থায় একাউন্টটি ডিলিট করে দেওয়ার জন্য পরামর্শ দেন । আমি জনপ্রিয় সাইট Quora ( Quora ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ইংরেজি সাইটটির সহায়তা নিবেন ) - তে ভিজিট করে দেখেছি সেখানে সবাই একাউন্টটি ডিলিট করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ।
তবে আপনি চাইলে খুব সহজেই এক ক্লিকে 40 থেকে 100 জন ফ্রেন্ডকে সিলেক্ট ( নির্বাচন ) করে আনফ্রেন্ড করতে পারেন । এক্ষেত্রে একাউন্ট লগ ইন করার কোন প্রয়োজন নেই । আপনি প্রতিবার মার্ক করে এক ক্লিকে 40 থেকে 100 জন ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে পারবেন । এক্ষেত্রে আপনার খুব বেশি সময় লাগবে না । এই ফিচারটি উপভোগ করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে ( ডিফল্ট ব্রাউজারে অকার্যকর ) ।
নিয়ম :
- প্রথমে ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক একাউন্টটি লগ ইন করুন ।
- গুগল ক্রোমে Chrome Web Store ( স্মার্টফোনের ক্ষেত্রে ডেস্কটপ মোড ব্যবহার করুন ) লিখে সার্চ করুন ।
- গুগলের সাবডোমেইন সাইটটিতে প্রবেশ করুন । অথবা এখানে এখানে যান : ক্লিক করুন ।
- ক্রোম ওয়েব স্টোরে FB MULTI - TOOLS লিখে সার্চ করুন এবং গুগল ক্রোমে ওয়েব এপ্লিকেশনটি এড ( যুক্ত ) করুন ।
- গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ফেসবুকের হোমপেজে ফিরে যান ।
- গুগল ক্রোমের এক্সটেনশন অথবা এডস অনে যান ।
- FB MULTI - TOOLS তে ক্লিক করুন ।
- TOOLS মেনুবারে ক্লিক করুন ।
- FRIEND REMOVER এ ক্লিক করুন ।
- FETCHING DATA 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
- প্রতি পেজে সর্বোচ্চ 100 জন ফ্রেন্ড থেকে অপরিচিত ব্যাক্তিগুলোকে সিলেক্ট করুন ।
- BYE BYE তে ক্লিক করুন ।
- সমস্ত ( সিলেক্ট করা ) ফ্রেন্ড রিমুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
বিশেষ দ্রষ্টব্য : এই পদ্ধতিতে প্রতিদিন 200 থেকে 300 অপরিচিত ব্যাক্তিকে আনফ্রেন্ড করুন । নতুবা একাউন্টে কোন সমস্যা হবে না কিন্তু , আপনি ফেসবুক থেকে নতুন ফ্রেন্ড যুক্ত করা এবং অপরিচিত ফ্রেন্ডকে আনফ্রেন্ড করার সুবিধা থেকে 3 থেকে 5 দিনের জন্য বঞ্চিত হবেন । কারণ , একদিনে অতিরিক্ত ফ্রেন্ড যুক্ত করা , ফ্রেন্ডকে আনফ্রেন্ড করা , অতিরিক্ত লাইক - কমেন্ট করা এসবই ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কমিউনিটি স্টেন্ডার্ডের বিরুদ্ধে যায় ।
© DEVELOPER SUGGESTION LLC
4 Comments
এইভাবে করলে একাউন্ট ডিসেবল হবে না কি ?
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
Deleteকিছু কিছু একাউন্ট VPN ব্যবহার করে ব্যবহারের সময় ডিসেবল হয়ে যায় আবার অনেক একাউন্ট হঠাৎ করেই ডিসবেল হয়ে যায় তার গ্যারান্টি আমি দিতে পারব না ।
এক ক্লিকে একাধিক ফেসবুক ফ্রেন্ডকে আনফ্রেন্ড করার এটিই শতভাগ কার্যকরী এবং নিরাপদ উপায় ।
ধন্যবাদ । আমাদের সাথেই থাকবেন ।
ধন্যবাদ স্যার অনেক দিন ধরেই ট্রিকস টি খুঁজছিলাম ।
ReplyDeleteVery Helpful
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .