ওয়াইম্যাক্স কি ?
ওয়াইম্যাক্স এর পূর্ণ রূপ Worldwide Interoperability for Microwave Access . WiMAX FORUM নামের একটি প্রতিষ্ঠান 2001 সালে ওয়াইম্যাক্স ডেভেলপমেন্ট করে । ওয়াইম্যাক্স দ্রুতগতির একটি ইন্টারনেট প্রযুক্তি যেটি ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে ( ওয়াই - ফাই এর মতো তার থাকে না ) । ওয়াইম্যাক্স সাধারণত 2 থেকে 66 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ডেইটা ট্রান্সফার রেট 80 Mbps থেকে 1 Gbps . ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড IEEE 802.16 . এটি একটি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ( WMAN ) প্রটোকল যা ফিক্সড এবং পোর্টেবল ডিভাইসের ইন্টারনেটে ব্যবহৃত হয় ।
ওয়াইম্যাক্স এর দুটি প্রধান অংশ রয়েছে :
বেস স্টেশন বা টাওয়ার : ওয়াইম্যাক্স প্রোভাইডাররা নেটওয়ার্কের কভারেজ বৃদ্ধি এবং ব্যবহারকারীকে সেবা প্রদান করার জন ব্যবহার করে থাকে । যা অনেকটা মোবাইল ফোনের টাওয়ার এর মতোই কাজ করে । প্রতিটি বেস স্টেশনের কভারেজ এরিয়া 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে ।
ওয়াইম্যাক্স রিসিভার : ওয়াইম্যাক্স রিসিভার গ্রাহকের ডিভাইসে লাগানো থাকে । যা ওয়্যারলেস হওয়ায় সহজেই পরিবহনযোগ্য ।
ওয়াইম্যাক্স ব্যবহারে সুবিধা - অসুবিদা সমূহ :
- ওয়াইম্যাক্স ব্যবহারের ক্ষেত্রে লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় সেজন্য ডেইটা আদান-প্রদান নিরাপদ । অর্থাৎ কেউ চাইলেই ওয়াইম্যাক্স ব্যবহার করতে পারবে না , ব্যবহারের আগে অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
- অত্যন্ত দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করে । এটি চতুর্থ প্রজন্মের ওয়্যারলে ইন্টারনেট প্রযুক্তি ।
- ওয়্যারলেস হওয়ায় দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব ।
- একটি বেস স্টেশনের মাধ্যমে অধিক এলাকায় ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব ।
- ওয়্যারলেস প্রযুক্তি হওয়ায় বিরূপ আবহাওয়ায় দূরত্ব অনুযায়ী সেবা প্রদান করে । অর্থাৎ বেস স্টেশন থেকে গ্রাহকের দূরত্ব বেশি হলে ইন্টারনেট নিম্নগতির হয়ে যায় । অনেকটা মোবাইল ফোনের টাওয়ার এর মতোই ।
- একটি রিসিভার দিয়ে একাধিক গ্রাহক সেবা গ্রহণ করতে পারে না । সেক্ষেত্রে ওয়াই - ফাই এর মতো ইন্টারনেট সিগন্যালে জ্যাম সৃষ্টি হয় এবং ইন্টারনেট নিম্নগতির হয়ে যায় ।
- দ্রুত গতির ইন্টারনেট হওয়ায় VOIP কল কোন ঝামেলা ও বাফারিং ছাড়াই কারা সম্ভব ।
- তুলনামূলক খরচ অনেক বেশি ।
1 Comments
Amazing
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .