ওয়াই - ফাই হচ্ছে Wireless Fidelity এর সংক্ষিপ্ত রূপ ( আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি ) যা লোকাল এরিয়া নেটওয়ার্ক ( LAN ) এর ওয়্যারলেস ব্যবস্থা । ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেয়েস কে ওয়াই - ফাই এর জনক হিসেবে আখ্যায়িত করা হয় । তিনি ডেফট ইউনিভার্সিটি অব টেকনোলজির সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কর্মরত অবস্থায় ওয়াই - ফাই আবিষ্কার করেন ।
ওয়াই - ফাই প্রযুক্তিটি বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় উচ্চ গতিসম্পন্ন ওয়্যারলেস ইন্টারনেট প্রযুক্তি । ওয়াই - ফাই নেটওয়ার্ক ব্যবহারের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না এবং যেকোনো মানের পোর্টেবল ডিভাইস কিংবা ফিক্সড ডিভাইসের মাধ্যমে পৃথিবীর যেকোনো জায়গায় ওয়াই - ফাই ব্যবহার করা যায় এজন্য ডেইটা আদান - প্রদানের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকে । এককথায় নিরাপদ ব্যবস্থা খুবই দুর্বল । এজন্য যেকোনো সময় ডেইটা হ্যাকারদের হাতে চলে যেতে পারে । তাই পাবলিক ওয়াই - ফাই নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া উচিৎ ।
ওয়াই - ফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11 যা একটি WLAN স্ট্যান্ডার্ড । এটি সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত ( সাধারণত 50 থেকে 100 ) । Wi-Fi এর ব্যান্ডউইডথ 10 Mbps থেকে 200 Mbps হলেও প্রকৃতপক্ষে আমরা 10 Mbps থেকে 50 Mbps ব্যান্ডউইডথ সেবা পেয়ে থাকি ।
বিপুল জনপ্রিয়তা এবং সহজতর ব্যবহারের জন্য অনেক সময় একসাথে অনেক ব্যবহারকারী খুব সহজেই এই নেটওয়ার্ক সিগন্যালে জ্যাম তৈরি করে নেটওয়ার্ক ব্যবস্থা নিম্নগতির করে দেয় ।
© DEVELOPER SUGGESTION LLC
1 Comments
Nice
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .