ভিমোস কি ?


VMOS এর পূর্ণ রূপ ভার্চুয়াল মেশিন অপারেটিং সিস্টেম । অর্থাৎ এন্ড্রয়েড ভিতরে আরেকটি ভার্চুয়াল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম । ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটারে যেমন একটি অপারেটিং সিস্টেমের মধ্যে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় , তেমনি VMOS অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার মাধ্যমে এন্ড্রয়েড ফোনেও এক বা একাধিক ভার্চুয়াল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় ।


চিত্র : OPERATING SYSTEM



ভিমোস আসল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিকল্পে অনেক আকর্ষণীয় কনফিগারেশন সেটিংস নিয়ে আসে । যেমন ডিসপ্লের কাস্টম রেজোলিউশন নির্বাচন করা , হোস্ট অপারেটিং সিস্টেম থেকে অ্যাপ্লিকেশন ক্লোনিং করার ক্ষমতা । ভিমোস অ্যাপ্লিকেশনটির মধ্যে আলাদাভাবে গুগল প্লে স্টোর যুক্ত থাকে । ফলে সহজেই আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন , টুলস গুলো ইনস্টল করে ব্যবহার করতে পারি । এককথায় হোস্ট এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের দ্বারা যে কাজগুলো করা যায় , সেই সমস্ত কাজ ভার্চুয়াল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা করতে পারবেন ( হোস্ট অপারেটিং সিস্টেম থেকে বেশিই । কারণ , হোস্ট এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রুট সাপোর্ট অ্যাপস , ফিচারগুলো ব্যবহার করা যায় না ) ।


কেন ভিমোস ব্যবহার করা হয় ?


এন্ড্রয়েড ফোনে লিনাক্স ডিস্ট্রিবিউশন কোড গুলো রান করাতে এবং ফোনকে কাস্টমাইজ করতে আমাদের এন্ড্রয়েডটি রুট করার করার প্রয়োজন পড়ে । সেক্ষেত্রে ভার্চুয়াল মেশিন অপারেটিং সিস্টেম ( ভিমোস ) বিশেষ ভূমিকা পালন করে । আমরা ফোনকে রুট না করেই ভার্চুয়াল মেশিন অপারেটিং সিস্টেম ব্যবহারের মাধ্যমে ফোনে রুট সাপোর্ট ফিচারগুলো উপভোগ করতে পারি । যেখানে থাকবে , স্বতন্ত্র ( সম্পূর্ণ আলাদা ) একটি রুটেড এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম । অনেকের মনেই ভিমোসের কার্যক্ষমতা সম্পর্কে প্রশ্ন জাগতে পারে , " ভিমোস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে কি সত্যিই রুটেড সাপোর্ট ফিচারগুলো উপভোগ করা যায় ? " কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো ভার্চুয়াল মেশিন অপারেটিং সিস্টেম ব্যবহারের মাধ্যমে আমরা শতভাগ ( অধিকাংশই ) রুট সাপোর্ট অ্যাপস , ফিচার উপভোগ করতে পারি ।


চিত্র : ANDROID ROOT



তবে ভার্চুয়াল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে । যেমন : আমরা এখন এন্ড্রয়েড এর 10 ( Q ) কিংবা 11 ( R ) সংস্করণটি ব্যবহার করছি । কিন্তু ভার্চুয়াল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আমরা এন্ড্রয়েড 4 ( KITKAT ) , 5 ( LOLLIPOP ) কিংবা 7 ( NOUGAT ) ব্যবহার করতে পারব । ভিমোস এবং ভিমোস প্রো এর বৈশিষ্ট্য নিম্নে বর্ণনা করা হলো :


চিত্র : ANDROID

ভিমোস এর বৈশিষ্ট্য


  • ডিসপ্লে এর কাস্টম রেজোলিউশন উপভোগ করা যায় ।

  • ভিমোস অ্যাপ্লিকেশনটির আকার 312 MB যা ইনস্টলের পর 1.2 GB পর্যন্ত আকার ধারণ করতে পারে ।

  • ভিমোস ব্যবহারের ক্ষেত্রে 3 GB RAM এর প্রয়োজন পড়ে ( ভালো পারফরমেন্সের জন্য ) ।

  • ভিমোস এর এন্ড্রয়েড সংস্করণ 5 ( LOLLIPOP ) .

  • ভিমোস অ্যাপ্লিকেশনটি কাস্টম রম ইন্সটলের সুবিধা দেয় না ।

  • ভিমোস অ্যাপ্লিকেশনটি রুটেড ।


  • ভিমোস অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রি । এর কোন প্রিমিয়াম ভার্সন নেই ।

  • ভিমোস এর দুটি ভার্সন রয়েছে একটি ইংরেজি এবং অন্যটি শুধুমাত্র চীনাদের জন্য ।



ভিমোস প্রো এর বৈশিষ্ট্য :



  • ডিসপ্লে এর কাস্টম রেজোলিউশন উপভোগ করা যায় ।

  • ভিমোস প্রো অ্যাপ্লিকেশনটির আকার 780 MB যা ইনস্টলের পর 1.2 GB - 1.5 GB পর্যন্ত আকার ধারণ করতে পারে ।

  • ভিমোস প্রো ব্যবহারের ক্ষেত্রে 3 GB কিংবা তার অধিক RAM এর প্রয়োজন পড়ে ( ভালো পারফরমেন্সের জন্য ) ।

  • ভিমোস প্রো এর এন্ড্রয়েড সংস্করণ 4 ( KITKAT ) এবং 5 ( LOLLIPOP ) .

  • ভিমোস প্রো অ্যাপ্লিকেশনটি রুটেড না ।

  • ভিমোস প্রো অ্যাপ্লিকেশনটি ফ্রি তবে সবগুলো ফিচার উপভোগ করতে চাইলে প্রিমিয়াম কোড দ্বারা আনলক করতে হবে । ( রুট , আনলিমিটেড কাস্টম রম ইন্সটল এবং অন্যান্য কিছু আকর্ষণীয় ফিচারের জন্য প্রিমিয়াম কোড কিনতে হবে ) ।

  • ভিমোস প্রো এর দুটি ভার্সন রয়েছে একটি ইংরেজি এবং অন্যটি শুধুমাত্র চীনাদের জন্য ।

  • ফ্রি ভার্সনে দুটি ভার্চুয়াল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় ।

  • শুধুমাত্র ভিমোস চীনা সংস্করণে এন্ড্রয়েড 7 ( NOUGAT ) ব্যবহার করা যায় । তবে ইংরেজি সংস্করণে কাস্টম রম ইন্সটলের মাধ্যমে এন্ড্রয়েড এর আপগ্রেড সংস্করণ ব্যবহার করা যায় ।

  • কাস্টম রম ( GEEK ) ইন্সটলের মাধ্যমে ফ্রিতে রুট সুবিধা উপভোগ করা যায় , কিন্তু এর এন্ড্রয়েড সংস্করণ 5 ( LOLLIPOP )  এবং তা পরিবর্তন করতে হলে PREMIUM SUBSCRIPTION ( প্রিমিয়াম কোড দ্বারা আনলক করতে হয় ) এর প্রয়োজন । এছাড়াও ভিমোস প্রো আরো অসাধারণ কিছু ফিচার দিয়ে থাকে ।

© DEVELOPER SUGGESTION LLC