ব্লুটুথ এর ইতিহাস


ব্লুটুথ হচ্ছে স্বল্প দূরত্বে ডেইটা আদান - প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত একটি ওয়্যারলেস প্রটোকল । বর্তমান সময়ে ব্লুটুথ অত্যন্ত জনপ্রিয় ওয়্যারলেস যোগাযোগ মাধ্যম । 1994 সালে সুইডিস কোম্পানির টেলিকম জায়েন্ট এরিকসন সর্বপ্রথম ডেইটা ক্যাবলের বিকল্প হিসেবে ব্লুটুথ টেকনোলজি উদ্ভাবন করেন । এরপর 1998 সালে আরো কিছু কোম্পানি একসাথে ব্লুটুথ টেকনোলজি নিয়ে কাজ শুরু করেন । পরবর্তীতে এই কোম্পানিগুলোই BLUETOOTH SPECIAL INTEREST GROUP ( SIG ) নামে একটি সংগঠন গড়ে তুলে যার লক্ষ্য ছিল ব্লুটুথ টেকনোলজির উন্নয়ন করা ।


চিত্র : BLUETOOTH

ব্লুটুথ এর নামকরণ


দশম শতাব্দীতে রাজা হেরল্ড ব্লুটুথ ডেনমার্ক ও নরওয়ের বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়কে এক রাজ্য এবং এক রাজার অধীনে নিয়ে আসে । সেই ধারাবাহিকতায় পরবর্তীতে ডেনমার্কের রাজা হেরল্ড ব্লুটুথ এর নাম অনুসারে এই টেকনোলজির নামকরণ করা হয় ব্লুটুথ ।


চিত্র : BLUETOOTH


ব্লুটুথ টেকনোলজি


ব্লুটুথ একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ( PERSONAL AREA NETWORK - PAN ) . ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি 2.45 GHz এবং এর কভারেজ এরিয়া 3 থেকে 10 মিটার ( 3 - 100 মিটার ) । এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15 . এবং এর ডেইটা ট্রান্সফার রেট 1 MBPS থেকে 25 MBPS . ল্যাপটপ , ডেস্কটপ , স্মার্টফোন , ট্যাবলেট পিসি এবং কম্পিউটারের অন্যান্য ভার্সনে ব্লুটুথ টেকনোলজি ব্যবহৃত হয় । এছাড়াও বর্তমানে মাউস , কি - বোর্ড , হেডফোন , স্পীকার এবং অন্যান্য পোর্টেবল এবং ফিক্সড ডিভাইসে ব্লুটুথ এর উপস্থিতি লক্ষণীয় ।


চিত্র : BLUETOOTH


ভার্সন অনুযায়ী ডেইটা ট্রান্সফার রেট


1.2                0 DBm             1 mW               1 Mbits/S এর কম কিংবা সমান ।  
2.0     4 DBm      2.5 mW        3 Mbits/S
3.0     20 DBm    2100 mw     24 Mbits/S
4.0     N/A N/A 24 Mbits/S এর অধিক ।


ব্লুটুথ কিভাবে কাজ করে ?


ব্লুটুথ সয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায় । ব্লুটুথ নেটওয়ার্কে পিকনোট বলা হয় কারণ এর আওতায় একসাথে আটটি ডিভাইসে ডেইটা আদান - প্রদান করা সম্ভব । এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকি ডিভাইসগুলো স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে ।


ব্লুটুথ টেকনোলজির সুবিধা - অসুবিধা সমূহ :


  • সয়ংক্রিয়ভাবে কনফিগারেশন হয় ।

  • বিদ্যুৎ খরচ কম ।

  • ডিভাইসগুলোর মধ্যে বাধা থাকলেও ডেইটা ট্রান্সফারের ক্ষেত্রে কোন প্রকার সমস্যা হয় না ।

  • আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ( ALTRA HIGH FREQUENCY ) রেডিও ওয়েভ ব্যবহৃত হয় ।

  • ব্যান্ডউইডথ কম ।

  • কভারেজ এরিয়া 1 থেকে 100 মিটার পর্যন্ত বিস্তৃত যার কারণে দূরে থাকা ডিভাইসের সাথে ডেইটা আদান - প্রদান করা সম্ভব হয় না ।

  • ডেইটা আদান - প্রদানের কোন জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেই ।


© DEVELOPER SUGGESTION LLC