সুরক্ষার ক্ষেত্রে পাসওয়ার্ড কতটুকু গুরুত্বপূর্ণ ?

সুরক্ষার‌ ক্ষেত্রে পাসওয়ার্ড একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ । আপনি যদি সুরক্ষিত থাকতে চান তবে অবশ্যই আপনাকে ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে । কারণ দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা আর পাসওয়ার্ড ব্যবহার না করা একই । জেনে অবাক হবেন যে , ২৬% এর বেশি ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড ছাড়াই লগইন করা যায় । যার প্রধান কারণ দুর্বল পাসওয়ার্ড এর ব্যবহার । দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ফলে আপনার একাউন্ট যেকোন সময় হ্যাক হতে পারেন । ইন্টারনেট জগতে এমনিতেই সুরক্ষিত থাকা প্রায় অসম্ভব তার পরও দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করাটা সত্যিই বোকামি । তাই অবশ্যই আপনাকে ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ।


চিত্র : PASSWORD
চিত্র : LOCK


টু - ফ্যাক্টর অথেনটিকেশন  কতটা গুরুত্বপূর্ণ :

টু - ফ্যাক্টর অথেনটিকেশন একটি এডভান্স সিকিউরিটি সিস্টেম । সুরক্ষিত থাকার জন্য টু - ফ্যাক্টর অথেনটিকেশন এর ভূমিকা অপরিসীম । টু - ফ্যাক্টর অথেনটিকেশন কে মাস্টার পাসওয়ার্ড বললেও ভূল হবে না । কারণ এটি মাস্টার পাসওয়ার্ড এর মতোই কাজ করে । ব্যাংকে যেমন কনজামার কি এর পাশাপাশি একটি মাস্টার কি থাকে অনুরূপভাবে টু - ফ্যাক্টরও এখানে মাস্টার কি এর নামান্তর । ব্যাংকে যেমন কনজামার কি এবং মাস্টার কি দুটো সিকিউরিটি সিস্টেম দ্বারা লকার আনলক করতে হয় , তেমনি পাসওয়ার্ড এবং টু - ফ্যাক্টর অথেনটিকেশন এর কোড ( ওয়ান টাইম পাসওয়ার্ড ) দ্বারা আপনাকে আপনার একাউন্টে প্রবেশ করতে হবে । ফলে আপনি ছাড়া অন্য কেউ আপনার একাউন্টে প্রবেশ করতে পারবে না ।


চিত্র : TWO FACTOR AUTHENTICATION


ফেসবুক একাউন্টে নাম্বার যোগ করা কতটুকু জরূরি ?

অনেকেই বলে থাকেন ফেসবুক একাউন্টে কন্টাক্ট নাম্বার নয় শুধুমাত্র ই - মেইল যোগ করুন , এবং নাম্বার যোগ করা থেকে বিরত থাকুন । কিন্তু কখনো যদি কোন কারণে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক একাউন্ট লক করে দেয় , তখন আপনার একাউন্টে যদি কন্টাক্ট নাম্বার যোগ করা না থাকে তাহলে আপনি আপনার একাউন্টটি আনলক করতে পারবেন না । ফলে আপনাকে আপনার ফেসবুক একাউন্টটি চিরদিনের জন্য হারাতে হবে । এজন্য ফেসবুক একাউন্টে নাম্বার যোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।


চিত্র : PHONE


ফেসবুক একাউন্টে ই - মেইল যোগ করা কতটুকু গুরুত্বপূর্ণ ?


ফেসবুক একাউন্টে কন্টাক্ট নাম্বার যোগের পাশাপাশি আপনাকে অবশ্যই একটি ই - মেইল এড্রেস যোগ করতে হবে । কারণ যখন কারো ফেসবুক একাউন্ট ডিসেবল করে দেওয়া হয় তখন ই - মেইল এড্রেস ছাড়া একাউন্টি ভেরিফিই করা যাবে না । তাই কন্টাক্ট নাম্বারের পাশাপাশি আপনাকে অবশ্যই একটি ই - মেইল এড্রেস যোগ করে নিতে হবে ।


চিত্র : E-MAIL
চিত্র : MAIL


নাম ব্যবহারে সতর্কতা :

অনেকেই আছেন যারা ফেসবুক একাউন্টে আজগুবি নাম ব্যবহার করেন , আবার অনেকেই স্টাইলেস ফ্রন্ট ব্যবহার করে নাম তৈরি এবং ব্যবহার করেন । আমি রিকোমেন্ড করব অবশ্যই শুদ্ধ ইউ.এস.এ ইংলিশে লিখা নাম ব্যবহার করুন । কারণ ঐসব আজগুবি একাউন্ট ফেসবুক কর্তৃপক্ষ যেকোন সময় সরিয়ে ফেলতে পারে ।


চিত্র : NAME


গোপনীয়তা সেটিং সেটআপ  :

  •  আপনার ডেট অফ বার্থ
  • আপনার অবস্থান
  • কন্টাক্ট নাম্বার
  • ই - মেইল এড্রেস

ইত্যাদি এর গোপনীয়তা অবশ্যই অনলি মি করে রাখবেন । তবেই আপনি অনেকটা সুরক্ষিত থাকতে পারবেন ।



চিত্র : PRIVACY


© DEVELOPER SUGGESTION LLC