উইন্ডোজ মাইক্রোসফট কর্পোরেশনের ডেভেলপকৃত একটি ক্লোজড বা ভাজিত সোর্স কম্পিউটার অপারেটিং সিস্টেম ( কালি লিনাক্স , উবুন্টু কিংবা অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশন অপারেটিং সিস্টেমের মতো ওপেন সোর্স নয় ) ।


চিত্র : MICROSOFT WINDOWS


গ্রাফিকাল অপারেটিং সিস্টেমের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহের প্রেক্ষিতে 1985 খ্রিষ্টাব্দের 20 নভেম্বর মাইক্রোসফট তাদের ডিস্ক অপারেটিং সিস্টেম  ( DOS ) এর বাড়তি সুবিধা হিসেবে উইন্ডোজ 1.0 বাজারে আনে , যা ম্যাক প্রযুক্তির গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ধারণার ওপর ভিত্তি করে তৈরি ।


কিন্তু মাইক্রোসফট যে ধরনের সাড়া আশা করেছিল তা পেতে ব্যর্থ হয় । পরবর্তীতে 1987 খ্রিষ্টাব্দের 9 ডিসেম্বর মাইক্রোসফট উইন্ডোজ 2.0 সংস্করণটি বাজারে ছাড়ে যা তুলনামূলক অধিক উন্নত এবং আকর্ষণীয় । এর পরও মাইক্রোসফট প্রত্যাশিত সারা পেতে ব্যর্থ হয় । 1990 খ্রিষ্টাব্দের 22 মে মাসে বাজারে ছাড়া মাইক্রোসফট উইন্ডোজ 3.0 সংস্করণটি অ্যাপেল ইনকর্পোরেশনের ম্যাকিনটোশ এবং কমোডর আমিগিয়ার অপারেটিং সিস্টেমের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় ( এটিই ছিল মাইক্রোসফটের প্রথম সাফল্য ) ।


উইন্ডোজ ( সবচেয়ে বড় ) সাফল্য লাভ করে উইন্ডোজ NT 3.1 সংস্করণের এর মাধ্যমে  । পর্যায়ক্রমে উইন্ডোজ 95 , উইন্ডোজ 98 , উইন্ডোজ ME , উইন্ডোজ 2000 , উইন্ডোজ এক্সপি , উইন্ডোজ ভিস্তা সংস্করণের মাধ্যমে মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের বাজারের প্রায় সবটাই দখলে নিতে সক্ষম হয় । পরে মাইক্রোসফট কর্পোরেশন পর্যায়ক্রমে উইন্ডোজ 7 , উইন্ডোজ 8 , উইন্ডোজ 8.1 এবং সর্বশেষ উইন্ডোজ 10 সংস্করণ প্রকাশ করে ।


[ UPDATE : মাইক্রোসফট সর্বশেষ 2021 খ্রিষ্টাব্দে উইন্ডোজ 11 সংস্করণ প্রকাশ করে । ]


চিত্র : MICROSOFT WINDOWS


উইন্ডোজ 10 মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ যা 14 সেপ্টেম্বর 2014 খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় । বর্তমানে উইন্ডোজ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবসা সফল কম্পিউটার অপারেটিং সিস্টেম ।


মূলত আকর্ষণীয় গ্রাফিকাল ডিজাইন , আইকন ভিত্তিক অপারেটিং সিস্টেম এবং সহজতর ব্যবহারের জন্যই উইন্ডোজ আজ এতো এগিয়ে ।


মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনসের তথ্য অনুযায়ী , 2018 খ্রিষ্টাব্দের ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী উইন্ডোজ 10 এর দখলে রয়েছে 39.22 শতাংশ ব্যবহারকারী এবং উইন্ডোজ 7 এর দখলে রয়েছে 36.9 শতাংশ ব্যবহারকারী । আর এক পরিসংখ্যানে বলা হয়েছে বিশ্বের প্রায় 85 শতাংশ কম্পিউটার ব্যবহারকারীই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে ।


চিত্র : WINDOWS 95

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণ :

  • উইন্ডোজ 1.0           ( 1985 - 2001 )
  • উইন্ডোজ 2.0.          ( 1987 - 2001 )
  • উইন্ডোজ 3.0           ( 1990 - 2001 )
  • উইন্ডোজ NT 3.1     ( 1992 - 2001 )
  • উইন্ডোজ 95            (1995 - 2001 )
  • উইন্ডোজ 98            ( 1998 - 2006 )
  • উইন্ডোজ ME           ( 1998 - 2006 )
  • উইন্ডোজ 2000        ( 2000 - 2010 )
  • উইন্ডোজ এক্সপি       ( 2001 -2010 )
  • উইন্ডোজ ভিস্তা         ( 2006 -2012 )
  • উইন্ডোজ 7               ( 2009 - 2015 )
  • উইন্ডোজ 8               ( 2012 - 2018 )
  • উইন্ডোজ 8.1            ( 2013 - 2018 )
  • উইন্ডোজ 10             ( 2014 - PRESENT )
  • উইন্ডোজ 11              ( 2021 - PRESENT )

চিত্র : WINDOWS 7


ডেস্কটপ এবং ল্যাপটপের পাশাপাশি টাচস্ক্রীন ডিভাইসগুলিতেও উইন্ডোজ 10 খুব সহজেই ব্যবহার করা যায় । মাইক্রোসফট তাদের এক বিবৃতিতে বলে , উইন্ডোজ 10 এর পর মাইক্রোসফট নতুন কোন অপারেটিং সিস্টেম তৈরী করবে না , আপগ্রেড প্রদানের মাধ্যমে উইন্ডোজ 10 এর উন্নয়ন করবে ।


[ সর্বশেষ : মাইক্রোসফট এই বিষয়টি নিশ্চিত করলেও সময়ের ব্যবধানে তারা তাদের  মত পাল্টে ফেলেছে , এবং উইন্ডোজ 11 নিয়ে কাজ করছে । ]


চিত্র : WINDOWS 11


[ সর্বশেষ : খুব শীঘ্রই মাইক্রোসফট উইন্ডোজ 10 ব্যবহারকারীরা আপডেটের মাধ্যমে উইন্ডোজ 11  উপভোগ করতে পারবে । ]


চিত্র : ট্যাবলেট পিসিতে MICROSOFT WINDOWS


© DEVELOPER SUGGESTION LLC