কিভাবে ইমেজ ফরেনসিক এর মাধ্যমে অরিজিনাল ইমেজ শনাক্ত করবেন :
ইমেজ মেটাডাটা চেক করা ইমেজ ফরেনসিক এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । ইমেজ শনাক্ত করার জন্য আপনাকে অবশ্যই ইমেইজ এর মেটাডাটা চেক করতে হবে । এর জন্য বিভিন্ন সাইটের সাহায্য নিতে পারেন । যেমন : METADATA2GO JEFDERY'S METADATA ইত্যাদি । এখানে গিয়ে আপনি সন্দেহকৃত ইমেজটি আপলোড করুন , এবং দেখে নিন ইমেজ এর সকল তথ্য ।
তবে আপনার উদ্দেশ্য যদি এটা জানা হয় যে , ইমেজটি কোন সাইট থেকে ডাউনলোড কিনা তবে আপনি GOOGLE IMAGE ওয়েবসাইটির সাহায্য নিতে পারেন । সন্দেহকৃত ইমেজটি কোন কোন ওয়েবসাইটে রয়েছে তা GOOGLE IMAGE এর মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন ।
ইমেজ মেটাডাটার মাধ্যমে কি কি জানতে পারবেন ?
আপনি ইমেজ মেটাডাটার মাধ্যমে ইমেজ এর সকল তথ্য জানতে পারবেন । যথা :
- ইমেজটি কোন ক্যামেরায় তোলা / গ্রাফিক্স ডিজাইন দিয়ে তৈরি
- ইমেজটি কোন ডিভাইস দ্বারা তোলা / কোন সফটওয়্যার দ্বারা তৈরি
- ইমেজ এর অন্যান্য সকল তথ্য ( শত শত তথ্য )
কেন ইমেজ মেটাডাটা জরুরী ?
আজকাল ইন্টারনেটে সত্য - মিথ্যার প্রচার একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে । দেখা গেল কেউ একজন নকল একটি ইমেজ দিয়ে ক্যাপশনে কিছু একটা লিখে দিলে সেটাও ভাইরাল হয়ে যায় । বর্তমানে কিছু কিছু সাংবাদিক আছেন যাদের মূল হচ্ছে সবার আগে পাবলিকের কাছে সংবাদ পৌঁছে দেওয়া । কিন্তু এই তারাহুরার কারণে অনেকেই সত্য - মিথ্যে যাচাই না করেই নিজস্ব সংবাদ মাধ্যমে আলোচ্য সংবাদটি প্রচার করে দেয় । এতে করে সংবাদ মাধ্যম হয়ে উঠে হাসাহাসির কারণ ।
কিছুদিন আগেও গ্রাফিক্স দ্বারা তৈরি একটি ইমেজ ইন্টারনেটে আপলোড করা হয় এবং ক্যাপশনে লিখা হয় আজগুবি কিছু কথা । যা ভাইরাল হওয়ার কারণে দেশে উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ( ক্যাপশনটি আমি লিখছি না ) ।
এর উদাহরণস্বরূপ গলা কাটার আজগুবি গল্প সম্পর্কে বলা যায় । দেশে প্রতি বছর গলা কাটা নিয়ে মিথ্য সংবাদ প্রচারিত হয় । যা নিয়ে ভয়ে থাকে সমগ্র বাংলাদেশ । এমন অবস্থায় অনেকে বাড়ি থেকে বের হতে চাই না । সাধারণত এরকম মিথ্যে সংবাদ প্রচারিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে । নকল ইমেজ দিয়ে ক্যাপশনে লিখে দেয় আজ চন্ডীপুরে এক শিশুর মাথাবিহীন লাশ উদ্ধার ( উদাহরণস্বরূপ ) । যা পরবর্তীতে দেশের শৃঙ্খলতা নষ্ট করে । দেশের শৃংখলতা বজায় রাখার জন্য দেশের সরকার , সংবাদ মাধ্যম , জনগণ সবারই সচেতনতা অবলম্বন করা উচিত ।
6 Comments
Amazing
ReplyDeleteGreat
ReplyDeleteVery Helpful Post .
ReplyDeleteVery Helpful Post
ReplyDeleteVery Helpful Post
ReplyDeleteI learned a lot about Image Forensic
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .