উবুন্টু একটি জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেম ও লিনাক্স ডিস্ট্রিবিউশন যেটি ডেবিয়ান লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । উবুন্টুর তিনটি দাপ্তরিক সংস্করণ রয়েছে : পিসির জন্যে উবুন্টু ডেস্কটপ , ক্লাউড ও সার্ভারের জন্যে উবুন্টু সার্ভার এবং ইন্টারনেট অফ থিংসের জন্যে উবুন্টু কোর । অনেকেই লিনাক্স ডিস্ট্রিবিউশন নাম শুনলেই মনে করেন এর ব্যবহার হয়তো খুব জটিল কিন্তু জেনে অবাক হবেন যে , উবুন্টুতে সর্বাধিক গুরুত্ব দেয়া হয় এর সহজ ব্যবহারযোগ্যতার উপর , এবং এই অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য হলো এতে খুব সহজেই ভাইরাস প্রবেশ করতে পারে না ।
উবুন্টু হল ওপেন সোর্স কম্পিউটার অপারেটিং সিস্টেম । অর্থাৎ উবুন্টু অপারেটিং সিস্টেমের কোড যে কেউ দেখতে পারবে , এবং প্রয়োজনে অনুসারে কাস্টমাইজও ( পরিবর্তন এবং পরিবর্ধন ) করতে পারবে । উবুন্টু লিনাক্স কার্নেলের ওপর ভিত্তি করে ডেভেলপ করা হয়েছে । এই মুহুর্তে উবুন্টু পৃথিবীর অন্যতম জনপ্রিয় ( লিনাক্স নির্ভর ) অপারেটিং সিস্টেম ।
উবুন্টু 4.10 , উবুন্টুর প্রথম সংস্করণ যা 20 অক্টোবর 2004 সালে প্রকাশিত হয়েছিলো । প্রতি ছয় মাস অন্তর উবুন্টুর নতুন সংস্করণ প্রকাশ করা হয় এবং প্রতিটি সংস্করণ 9 মাস বিনামূল্যে সাপোর্ট পায় । ভবিষ্যতেও উবুন্টুর সংস্করণ ক্রম নির্ধারণ ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা হবে । নির্ধারিত সময়ে কোন কারণে উবুন্টুর নতুন ভার্সন প্রকাশিত না হলে এর সংস্করণ ক্রমও সয়ংক্রিয় ভাবে পরিবর্তন হয়ে যাবে । বর্তমানে দীর্ঘ সমর্থিত সংস্করণগুলো প্রতি দুই বছর অন্তর প্রকাশিত হয় আর সাপোর্ট পায় পাঁচ বছরের জন্য ।
বর্তমানে ডেস্কটপ , ল্যাপটপ , মুঠোফোন , বিশ্বব্যাপী বিভিন্ন সার্ভার , সুপার কম্পিউটার , ইন্টারনেট অফ থিংগস ( IoT ) এবং এম্বেডেড সিস্টেমে ( মাইক্রোওয়েভ ওভেন , টিভি , গাড়ি , ক্যালকুলেটর ইত্যাদি ) উবুন্টু অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় । এছাড়াও প্রতিরক্ষা ব্যবস্থাপনা , বিভিন্ন সরকারি কাজে , গবেষণায় এমনকি গুগল ও টেসলা গাড়িগুলোর অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় ।
বর্তমানে উবুন্টুর প্রধান অর্থায়নকারী হল ক্যানোনিকেল । 8 জুলাই , 2005 সালে মার্ক শাটলওয়ার্থ এবং ক্যানোনিকাল লিমিটেড এর পক্ষ থেকে উবুন্টু ফাউন্ডেশন প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় । এবং চালু হওয়ার সময় প্রাথমিকভাবে 10 মিলিয়ন ডলার মূলধন দেওয়া হয় । ভবিষ্যতে উবুন্টুর সকল ধরনের উন্নয়ন এবং সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই ফাউন্ডেশনটি তৈরি করা হয় । মার্ক শাটলওয়ার্থ এই মূলধনকে একটি জরুরী তহবিল হিসাবে আখ্যায়িত করেছেন । কোন সময় যদি ক্যানোনিকেল এর সহযোগীতা বন্ধ হয়ে যায় সেই সময় থেকে উবুন্টুর উন্নয়নের ক্ষেত্রে এই ফান্ড ব্যবহার করা হবে ।
© DEVELOPER SUGGESTION LLC
3 Comments
Very Helpful Post Sir .
ReplyDeleteIt's amazing
ReplyDeleteVery Helpful
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .