আমরা কোনো প্রকার কম্পিউটার ডিভাইস ( মাইক্রো কম্পিউটার বা মোবাইল কম্পিউটার : DESKTOP , LAPTOP , TABLET PC , SMARTPHONE ) কেনার সময় সবার প্রথমে সেখানে র‍্যাম কত GB আছে সেটার দিকেই নজর দিই । RAM এর উপর ভিত্তি করেই আমরা ডিভাইসটি ক্রয় করি ।


চিত্র : SMARTPHONE , TABLET PC , DESKTOP & LAPTOP

কিন্তু RAM এর কাজ কি ? RAM কিভাবে কাজ করে সেটা অনেকেই জানিনা । তো চলুন জেনে নিই RAM কি ? RAM এর কাজ কি ? RAM কিভাবে কাজ করে ?


RAM কি ?


RAM কম্পিউটার ডিভাইস এ থাকা এক প্রকার STORAGE DEVICE . RAM হচ্ছে রেনডম এক্সেস মেমোরি ( RANDOM ACCESS MEMORY ) এর সংক্ষিপ্ত রূপ । সাধারণত RAM মাদারবোর্ড এর সঙ্গে সংযুক্ত থাকে , এটি  সুপার ফাস্ট ( SUPER-FAST ) অস্থায়ী মেমোরি যা কম্পিউটার ডিভাইস চালু অথবা বন্ধ থাকার উপর নির্ভরশীল ।


অর্থাৎ , কম্পিউটারের পাওয়ার ওফ করলে RAM এর কাজ বন্ধ হয়ে যায় এবং RAM এর মধ্যে থাকা সব ইনফরমেশন বা তথ্য মুছে যায় । আবার কম্পিউটার অন করলে RAM এ  থাকা সমস্ত তথ্য ফিরে আসে ।


চিত্র : RAM


চিত্র : DDR4 RAM

‌RAM এর কাজ কি ?


আপনি যখন কোন এপ্লিকেশন এ প্রবেশ করার জন্য কম্পিউটারকে কমান্ড করবেন তখন সেই  কমান্ড প্রথমে প্রসেসর এর কাছে পৌঁছবে । প্রসেসর সেই কমান্ডকে RAM এর কাছে পৌঁছে দিবে তখন RAM সেই অ্যাপ্লিকেশন কে ইন্টার্নাল স্টোরেজ ( HDD , FDD , SSD , ROM ) থেকে নিয়ে RUN করাবে তখন আপনার এপ্লিকেশনটি অপেন হবে ।


আপনি যখন কোনো অ্যাপ কম্পিউটার এর মধ্যে ইনস্টল করেন তখন সেটি ইন্টারনাল মেমোরিতে ( ROM , SSD , HDD , FDD )  ইন্সটল হয় কিন্তু RUN হয় RAM এ ।


RAM এর প্রকারভেদ :


স্ট্যাটিক RAM : স্ট্যাটিক RAM সুপার ফাস্ট মেমোরি তবে এটি ক্রয় করা ব্যয়বহুল , এটি সাধারণত প্রসেসর এর ক্যাশ ( CACHE ) মেমোরি হিসাবে ব্যবহার করা হয় ।


ডায়নামিক RAM : আমরা কম্পিউটারে যে RAM ব্যবহার করি সেটাই ডায়নামিক RAM । ডায়নামিক RAM , স্ট্যাটিক RAM এর তুলনায় সস্তা এবং ধীরগতির হয় ।


বি : দ্র :


আমাদের কম্পিউটার ডিভাইস এর মধ্যে থাকা RAM এর আকার খুবই কম । RAM এর স্মৃতি পরিপূর্ণ হয়ে গেলে কম্পিউটার OPERATING SYSTEM ইন্টার্নাল স্টোরেজ কে RAM হিসেবে ব্যবহার করতে দেয় । আর ইন্টার্নাল স্টোরেজ ( SSD , HDD , FDD , ROM ) RAM এর তুলনায় অনেক বেশী ধীরগতির হয় এজন্য তখন আমাদের কম্পিউটার ডিভাইস গুলো SLOW কাজ করে এবং মাঝে মাঝে HANG করে ।


চিত্র : HDD
চিত্র : FDD
চিত্র : SSD
চিত্র : ROM


© DEVELOPER SUGGESTION LLC