শুনতেই অবাক লাগলেও সত্য এই যে , আপনি চাইলেই এখন স্মার্টফোন দিয়ে একসাথে একাধিক উইন্ডো ব্যবহার করতে পারবেন ।


চিত্র : MULTI WINDOWS

এতদিন হয়তো মাল্টি উইন্ডো চালানোর জন্য গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন LAUNCHER আপনার ফোনে INSTALL করেছেন কিন্তু তার HOME এর ডিজাইনটা মাইক্রোসফট উইন্ডোজ এর মতো হলেও কোন এপ্লিকেশন দিয়েই একাধিক উইন্ডো ব্যবহার করা যায় না । এসব এপ্লিকেশন প্রতারণার জন্যই তৈরি ( অদক্ষ এ্যাপ ডেভেলপাররা নিজেদের আয়ের জন্যই এসব এপ্লিকেশন ডেভেলপ করেছে ) ।


মাইক্রোসফট উইন্ডোজ এর মতো একাধিক উইন্ডো চালানো এন্ড্রয়েড ফোনে পূর্বে সম্ভব ছিল না । কিন্তু সম্প্রতি GOOGLE LLC এন্ড্রয়েড 10 বাজারে ছেড়েছে । সেখানে নতুন অনেক ফিচার যোগ করা হয়েছে । যার মধ্যে মাল্টি টাস্কিং অন্যতম ।


এন্ড্রয়েড 10 এ মাল্টি উইন্ডো চালানোর দুটি পদ্ধতি রয়েছে । একটি এন্ড্রয়েড 10 এর বিল্ড ইন পরিষেবা অন্যটি TASKBAR এপ্লিকেশন । নিম্নে বিল্ড ইন পরিষেবা পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো :


1 . প্রথমে সেটিং ( SETTING ) এ যান তারপর DEVELOPER OPTIONS এ যান । একটু নিচের দিকে যান ।


  • FREEFORM WINDOWS চালু করুন ‌‌।

  • FORCE DESKTOP MODE চালু করুন ।

  • FORCE ACTIVITIES TO BE RESIZABLE চালু করুন ।


আপনার কাজ শেষ । এখন আপনি চাইলেই আপনার স্মার্টফোন দিয়ে মাল্টি উইন্ডো উপভোগ করতে পারবেন ।


এবার



2 . মাল্টি উইন্ডো পরিষেবা উপভোগ করার জন্য রিসেন্ট এপস ( RECENT APPS ) এ যান ।

  • যেই এপ্লিকেশনটির উইন্ডো চন তার উপর ট্যাপ করুন ।

  • FREEFORM WINDOWS এ ক্লিক করুন ।

এবার দেখুন আপনার ফোনের স্ক্রিনের ছয় ভাগের এক ভাগ জায়গায় এপ্লিকেশনটির উইন্ডো তৈরি হয়েছে । এবার আপনি চাইলে উইন্ডোগুলো ছোট বড় করতে পারবেন । এবং একই সাথে একাধিক উইন্ডো ব্যবহার করতে পারবেন ।

[ এটি সর্বপ্রথম DEVELOPER SUGGESTION LLC দ্বারা পরিক্ষিত এবং প্রমাণিত , এবং এটি শতভাগ কার্যকর । ]


© DEVELOPER SUGGESTION LLC