শুনতেই অবাক লাগলেও সত্য এই যে , আপনি চাইলেই এখন স্মার্টফোন দিয়ে একসাথে একাধিক উইন্ডো ব্যবহার করতে পারবেন ।
এতদিন হয়তো মাল্টি উইন্ডো চালানোর জন্য গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন LAUNCHER আপনার ফোনে INSTALL করেছেন কিন্তু তার HOME এর ডিজাইনটা মাইক্রোসফট উইন্ডোজ এর মতো হলেও কোন এপ্লিকেশন দিয়েই একাধিক উইন্ডো ব্যবহার করা যায় না । এসব এপ্লিকেশন প্রতারণার জন্যই তৈরি ( অদক্ষ এ্যাপ ডেভেলপাররা নিজেদের আয়ের জন্যই এসব এপ্লিকেশন ডেভেলপ করেছে ) ।
মাইক্রোসফট উইন্ডোজ এর মতো একাধিক উইন্ডো চালানো এন্ড্রয়েড ফোনে পূর্বে সম্ভব ছিল না । কিন্তু সম্প্রতি GOOGLE LLC এন্ড্রয়েড 10 বাজারে ছেড়েছে । সেখানে নতুন অনেক ফিচার যোগ করা হয়েছে । যার মধ্যে মাল্টি টাস্কিং অন্যতম ।
এন্ড্রয়েড 10 এ মাল্টি উইন্ডো চালানোর দুটি পদ্ধতি রয়েছে । একটি এন্ড্রয়েড 10 এর বিল্ড ইন পরিষেবা অন্যটি TASKBAR এপ্লিকেশন । নিম্নে বিল্ড ইন পরিষেবা পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো :
1 . প্রথমে সেটিং ( SETTING ) এ যান তারপর DEVELOPER OPTIONS এ যান । একটু নিচের দিকে যান ।
- FREEFORM WINDOWS চালু করুন ।
- FORCE DESKTOP MODE চালু করুন ।
- FORCE ACTIVITIES TO BE RESIZABLE চালু করুন ।
- যেই এপ্লিকেশনটির উইন্ডো চন তার উপর ট্যাপ করুন ।
- FREEFORM WINDOWS এ ক্লিক করুন ।
[ এটি সর্বপ্রথম DEVELOPER SUGGESTION LLC দ্বারা পরিক্ষিত এবং প্রমাণিত , এবং এটি শতভাগ কার্যকর । ]
© DEVELOPER SUGGESTION LLC
9 Comments
Very Helpful
ReplyDeleteVery Helpful Post
ReplyDeleteIt's really working !
ReplyDeleteVery Helpful tricks sir .
ReplyDeleteধন্যবাদ এই ইউনিক বিষয়টি নিয়ে লেখার জন্য ।
ReplyDeleteThanks for your suggestions .
ReplyDeleteঅনেক ধন্যবাদ ।
ReplyDeleteVery Helpful
ReplyDeleteThanks for this tricks
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .