ভিপিএন কি ?


ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভিপিএন । ভিপিএন ইন্টারনেটে আপনার ও অন্য একটি নেটওয়ার্কের মাঝে সিকিউর কানেকশন তৈরী করে । অধিকাংশ মানুষ অঞ্চলভিত্তিক ব্লক সাইটগুলোতে ভিজিট করতে , তথ্যের গোপনীয়তা রক্ষার্থে এবং সেনসিটিভ কন্টেন্ট ব্রাউজ করার সময় ট্রেস করা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ভিপিএন ব্যবহার করে । বর্তমানে ভিপিএন এর ব্যবহার খুবই জনপ্রিয় । ভিপিএন মূলত তৈরি করা হয়েছিল ব্যবসা ও বাণিজ্যিক প্রাইভেট নেটওয়ার্কগুলোকে নিরাপদে সংযুক্ত করার জন্য । ভিপিএন আপনার নেটওয়ার্ক ট্রাফিককে অন্য নেটওয়ার্কের মাধ্যমে ফরোয়ার্ড করে দেয় । প্রায় সব অপারেটিং সিস্টেমেই বিল্ট ইন ভিপিএন সাপোর্ট আছে ।

চিত্র : VPN

ভিপিএন কিভাবে আপনাকে সুরক্ষা দেয় ?


আপনি যখন আপনার কম্পিউটার ডিভাইসটিকে ভিপিএনে সংযুক্ত করেন তখন আপনার ডিভাইসটি অন্য একটি কম্পিউটারে সংযুক্ত হয় এবং VPN ইন্টারনেটে আপনার আলাদা একটি আইডেনটিটি তৈরি করে । তখন আপনার Internet Service Provider ডিফল্ট আইডেনটিটির উপস্থিতি বুঝতে পারলেও আপনার আইডেনটিটি ট্রেস করতে পারে না । ভিপিএন ব্যবহারের সময় ডেটা Encrypted হয়ে স্থানান্তরিত হয় । ফলে আপনি কোন সাইটে ভিজিট করছেন কিংবা কি ডেটা আদান-প্রদান করছেন তা আপনার Internet Service Provider জানতে পারে না ।


কেন ভিপিএন ব্যবহৃত হয় ?


জিও রেস্ট্রিক্টেড কন্টেন্ট ব্রাউজ : ভিডিও ও অডিও স্ট্রিমিং সাইটগুলোতে নির্দিষ্ট দেশের জন্য স্পেসিফিক কন্টেন্টগুলো যে কোন দেশ থেকেই ভিপিএন ব্যবহারের মাধ্যমে ব্রাউজ করতে পারবেন ।

তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে : ভিপিএন ব্যবহার করলে আপনার ডাটা Encrypted হয়ে স্থানান্তরিত হয় ফলে আপনি আপনার তথ্য বাইপাসের ক্ষেত্রে সুরক্ষিত থাকতে পারেন ।

অবস্থান গোপন রাখতে : ভিপিএন আপনার প্রকৃত অবস্থানের গোপনীয়তা সুনিশ্চিত করে । ফলে আপনাকে কেউ ট্রেক করতে পারে না ।


চিত্র : LOCATION


টরেন্ট ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার্থে : টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করার সময় ভিপিএন আপনাকে ট্রেস করা থেকে সুরক্ষা দেয় ।


ভিপিএন কি নিরাপদ ?


ইন্টারনেট জগতে কেউ পুরোপুরি সুরক্ষিত নয় । ভিপিএন ব্যবহার করলে আপনি অনেকটা সুরক্ষিত থাকবেন যদি আপনার ব্যবহৃত ভিপিএন সার্ভিস প্রোভাইডার আপনার সাথে বিশ্বাসঘাতকতা না করে । ভিপিএন এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ভিপিএন হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ । তাই বিশ্বস্ত ভিপিএন সার্ভার ব্যবহার করুন ।


চিত্র : DATE SECURITY


ভিপিএন ব্যবহার করার অসুবিধা :


আপনি যখন কোন সাইটে প্রবেশ করেন তখন শুধুমাত্র আপনার আইএসপি ( ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ) আপনার এক্টিভিটি লগ সম্পর্কে জানতে পারে । অন্যকেউ আপনার এক্টিভিটি লগ সম্পর্কে জানতে পারবে না । কিন্তু ভিপিএ ব্যবহার করলে আপনার সমস্ত এক্টিভিটি লগ এর ইতিহাস ভিপিএন কর্তৃপক্ষ এর কাছে সংরক্ষিত হয়ে থাকে । ফলে আপনি ঝুঁকির সম্মুখীন হতে পারেন । তাই আমার পরামর্শ কোনো সাইটে প্রবেশ করলে ভিপিএন ছাড়াই প্রবেশ করূন ।

আপনি হয়তো লক্ষ করেছেন আপনি যে সাইটে যত বেশি ভিজিট করেন আপনার সামনে সেই সাইটের বিজ্ঞাপন তত বেশি আসে । এর প্রধান কারণ ভিপিএন আপনার এক্টিভিটি লগ আপনার ভিজিটকৃত সাইট কর্তৃপক্ষের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দেয় ( এর অন্যান্য কারণ হলো ভার্চুয়াল এসিস্ট্যান্ট ) ।


সতর্কতা :


আপনাদের মধ্যে যারা ডার্ক ওয়েবে প্রবেশ করেন তারা কখনো ভিপিএন ব্যবহার করবেন না । কারণ , পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ নেটওয়ার্ক সিস্টেম হচ্ছে টর নেটওয়ার্ক ।

টর নেটওয়ার্ক সিস্টেম এ ভিপিএন এর মত তিনটি সিকিউরিটি সিস্টেম থাকে যার ফলে এক সিকিউরিটি সিস্টেম অপর সিকিউরিটি সিস্টেম এর তথ্য জানতে পারে না । আপনি লক্ষ করবেন টর নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে টর নেটওয়ার্ক কানেক্ট করতে হয় । এটি একটি শক্তিশালী ভিপিএন সিস্টেম । তো যারা ডার্ক ওয়েবে ভিজিট করেন তারা কখনো ভিপিএন ব্যবহার করবেন না ।


চিত্র : DARK WEB এ মাদকদ্রব্য


© DEVELOPER SUGGESTION LLC