আমাদের ফোন অনেক সময় গুগল দ্বারা লক হয়ে যায় যাকে গুগল FRP লক বলা হয় । তখন আমাদের ফোনে ব্যবহৃত পুরনো গুগল একাউন্ট দ্বারা লগইন করার মাধ্যমে গুগল FRP আনলক করতে হয় ।
চিত্র : SMARTPHONE
আমাদের দেশের অধিকাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে । কিন্তু তাদের বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত জ্ঞানের অভাব থাকার কারণে অনেকে গুগল একাউন্ট তৈরি করতে পারে না । সেক্ষেত্রে অন্য কেউ আমাদের গুগল একাউন্ট তৈরি করে দেয় । ফলে আমরা জানতে পারি না আমাদের জিমেইল ঠিকানা ( এড্রেস ) কি ? আবার অনেকে গুগল একাউন্ট নিজে তৈরি করা সত্ত্বেও জিমেইল ঠিকানা মনে রাখতে পারে না । আবার অনেকে জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড এবং একাউন্ট তৈরির সময় ব্যবহার করা ব্যাক্তিগত তথ্য গুলো ( ফোন নাম্বার , নাম , জন্মদিন ) মনে রাখতে পারে না ।
এমনাবস্থায় আমরা আমাদের ফোনের গুগল FRP আনলক করতে ব্যর্থ হই । কারণ জিমেইল ঠিকানার পাশাপাশি ফোন নাম্বার অথবা নাম জানা না থাকলে পাসওয়ার্ড রিসেট করার সম্ভব হয় না ।
সেক্ষেত্রে আমরা আমাদের ফোন ব্যবহার করতে পারিনা । তখন ফোন ব্যবহার করার জন্য গুগল FRP আনলক করার কোন বিকল্প থাকে না ( আমরা ধারণা করি ) । তবে আমরা চাইলে খুব সহজেই গুগল FRP বাইপাস করার মাধ্যমে ফোনের গুগল FRP আনলক করতে পারি ।
তবে আপনি যদি গুগল একাউন্ট তৈরির সময় ব্যবহৃত তথ্য গুলো জেনে থাকেন তাহলে আপনি একাউন্টটি রিকোভার করে ( পাসওয়ার্ড রিসেট করে ) করে খুব সহজেই গুগল FRP রিমোভ করতে পারবেন । এক্ষেত্রে নতুন ফোন সেট আপ করার মতো সেট আপ করে নিন ।
গুগল FRP রিমোভ করলে আপনার ফোন নতুন ফোনের মতোই কাজ করবে । তবে একাউন্ট রিকোভার করতে ব্যর্থ হলে গুগল FRP বাইপাস করার কোন বিকল্প নেই ।
এজন্য নিম্নের নির্দেশনা অনুসরণ করুণ ( ফোন ফ্যাক্টরি ডেইটা রিসেটের পর থেকে ) । নিম্নে কয়েকটি পদ্ধতি দেখানো হলো । কারণ একেক ফোনের বাইপাস পদ্ধতি একেক রকমের ।
পদ্ধতি - 1
- প্রথমে " GET START " বাটনে ক্লিক করুন ।
- " SET UP AS NEW " তে ক্লিক করুন ।
- " CONNECT WITH WI-FI NETWORK " অথবা " USE CELLULAR NETWORK FOR SETUP "
- " GMAIL OR PHONE " এ ট্যাপ করুন ।
- কি - বোর্ড আসার পর " @ " এ ট্যাপ করে ফোন সেটিং এর আইকনে ক্লিক করুন ।
- " DISPLAY " সেটিং এ যান ।
- " WALLPAPER " এ যান
- একটি WALLPAPER সিলেক্ট ( নির্বাচন ) করুন ।
এবার আপনি আপনার ফোন LAUNCHER HOME তে প্রবেশ করবে । এখন আপনার ফোন ব্যবহারে জন্য তৈরি । তবে HOME BUTTON এ ক্লিক করলে অথবা ফোন POWER OFF করলে আবার পুনরায় সেট আপ ( SET UP ) করতে হবে । এবং আপনি গুগলের সার্ভিস গুলো ব্যবহার করতে পারবেন না । আপনি ফোনের ডেইটা বন্ধ করতে পারবেন না । এছাড়া তেমন কোন সমস্যা হবে না ।
[ অসম্পূর্ণ - খুব শীঘ্রই ব্লগটি সম্পূর্ণ করা হবে ]
© DEVELOPER SUGGESTION LLC
4 Comments
I have been looking for this trick for a long time. Thanks for presenting this topic nicely.
ReplyDeleteIt's really working
ReplyDeleteThanks for this article
ReplyDeleteVery interesting
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .