বর্তমান সময়ে আমাদের ফোনই আমাদের সবচেয়ে কাছের বন্ধু । হাজারো ব্যস্ততার মাঝে আমরা যখন দু'মিনিট সময় ফ্রি থাকি , সেই সময়টা বিশ্রামের পিছনে ব্যয় না করে ব্যয় করি ফোনের পিছনে । একটা সময় ছিল যখন মানুষ চিন্তা করত " আমার যদি কোন কাজ না থাকত তবে আমি খেতাম আর ঘুমুতাম । " সময়ের ব্যবধানে চিন্তা - ভাবনার বড় পরিবর্তন লক্ষণীয় । এখন মানুষ ফোনের সাথে থাকতে থাকতে খাওয়া কিংবা ঘুম যা বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ , সেই খাওয়া কিংবা ঘুমের থেকেই দূরে সরে যাচ্ছে । এখনকার সময়ে আমরা ফোন ব্যবহার করতে করতে অনেক সময় না খেয়ে না ঘুমিয়ে দিন পার করে দিই । যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ।
[ এর পরিপ্রেক্ষিতে বলা যায় , আমরা ফোন ব্যবহার করছিনা , ছলে - বলে - কৌশলে ফোনই আমাদের ব্যবহার করছে । আমরা কখন কি করব তা ঠিক করছে আমাদেরই সাধের ফোন । ]
আমরা প্রতিদিন অনেকের সাথেই চ্যাটিং করি । সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলি । অনেক সময় আমরা অন্যদের নিজের ব্যক্তিগত ডেইটা শেয়ার করি । যেমন - ছবি , টেক্সট , অডিও , ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট ফাইল । মাঝে মধ্যে আমার আমাদের বিভিন্ন একাউন্টের পাসওয়ার্ড ও শেয়ার করি ।
এতে স্পষ্ট এই যে , ফোন আমাদের কতটা কাছের বন্ধু । অন্য কেউ যা জানতে পারল না তা জানতে পারল আমাদের ফোন । অতএব ফোনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ।
কেননা যদি এই ফোন কেউ পেয়ে যায় , তাহলে আপনার গোপনীয়তা নষ্ট হতে পারে । এবং এর জন্য অর্থনৈতিক লোকসান ও গুনতে হতে পারে ।
তবে আমরা যদি এমন কাউকে পাই যে আমাদের ফোনকে চব্বিশ ঘন্টা চোখে চোখে রাখবে তবুও আবার সম্পূর্ণ ফ্রিতে । আর যদি এমনটি হয়ে যে ফোন নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করে তবে কেমন হয় ?
হ্যা এটাই সত্যি । আপনার ফোন কেউ ধরলেই তার ছবি আপনার ফোনে সংরক্ষিত হয়ে থাকবে । এক্ষেত্রে কেউ যতবার আপনার ফোনে ভূল পিন , পাসওয়ার্ড , প্যাটার্ন দিবে ঠিক ততবার তার ছবি আপনার ফোনে সংরক্ষিত হয়ে থাকবে । এই ফিচারটি উপভোগ করতে হলে আমাদের একটি এন্ড্রয়েড এপ্লিকেশন এর সহায়তা নিতে হবে । এই অ্যাপ ব্যবহারের ফলে কেউ আপনার ফোন ধরতেও পারবে না । আর কেউ ধরলেও আপনি সহজেই বুঝতে পারবেন । এইটা অ্যাপ ব্যবহারের জন্য আপনাকে Google Play Store এ গিয়ে Hidden Eye লিখে সার্চ করতে হবে এবং ইন্সটল করে নিতে হবে ।
© DEVELOPER SUGGESTION LLC
2 Comments
It's really awesome sir .
ReplyDeleteVery interesting
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .