এন্ড্রয়েড ব্যবহারের এর আধিক্যতা বেড়েছে চীনাদের স্বল্প খরচে ফোন উৎপাদন এবং উন্নয়নের জন্য । প্রায় সবাই এখন এন্ড্রয়েড ব্যবহার করছে । বলা বাহুল্য এই যে , বর্তমানে এন্ড্রয়েড সর্বাধিক ( সবচেয়ে বেশি ) ব্যবহৃত স্মার্টফোন ।


চিত্র : XIAOMI SMARTPHONE


অনেকেই আছেন যারা নতুন ফোন কিনে যেই এপ্লিকেশন সাজেশনে পান‌ সেটাই ইনস্টল করেন । আবার কেউ কেউ RAM BOOSTER , PHONE CLEANER , LAUNCHER , KEYBOARD , ANTIVIRUS APPLICATION , COMPUTER LAUNCHER AND THEME একাধিক CAMERA , PHOTO EDITOR , VIDEO EDITOR সহ এই ধরনের বিভিন্ন এপ্লিকেশন ব্যবহার করে থাকেন । আসলে একবার ভেবে দেখুন যে কাজটি আপনি একটি এপ্লিকেশনে ব্যবহার করতে পারছেন তার জন্য এতো অ্যাপ ইন্সটল করার কোনো প্রয়োজন আছে ?


চিত্র : APPLICATION


আবার অনেকেই আশ্চর্য কিছু ফিচার উপভোগ করার জন্য সাধের ফোনটি ROOT করার সিদ্ধান্ত নেয় । প্রকৃতপক্ষে ফোনকে কাস্টমাইজ করা ছাড়া ফোন ROOT করার বিশেষ কোন সুবিধা নেই । ফোন ROOT করলে প্রথমত ফোনটি কোম্পানির ওয়ারেন্টি হারায় । তাছাড়া ফোন ROOT অনেক ঝূঁকিপূর্ণ এর ফলে আপনার ফোনটি DIED করতে পারে ( চিরদিনের জন্য বন্ধ ) । ফোন ROOT করলে আপনার ফোনের কোন SECURITY থাকবে না এবং ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে এবং ঠিকভাবে কাজ নাও করতে পারে । তবুও যদি এসব আশ্চর্য ফিচার উপভোগ করতে চান তবে আপনারা VMOS ইন্সটল করে নিতে পারেন । VMOS ( VIRTUAL MACHINE OPERATING SYSTEM ) একটি ROOTED ANDROID OS ( এখানে একসাথে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় ) এই অ্যাপটি ব্যবহার করলে আপনি এমনিতেই ROOTED SUPPORT APPLICATION ব্যবহার করতে পারবেন । তাহলে কেন আপনার ফোন ROOT করতে যাবেন ?


চিত্র : ANDROID ROOT


কম্পিউটার এর দুটি অংশ :


( 1 ) হার্ডওয়্যার : PROCESSOR ( CPU = REGISTER MEMORY , CACHE MEMORY )  , RAM , VIRTUAL MEMORY ( FDD , HDD , SSD , ROM , CD , DVD , PEN DRIVE , FLASH DRIVE ইত্যাদি ) , BATTERY , NETWORK UNIT , POWER SUPPLY UNIT  ইত্যাদির সমন্বয়ে হার্ডওয়্যার গঠিত ( যান্ত্রিক অংশ ) ।

চিত্র : HARDWARE
চিত্র : HARDWARE
চিত্র : HARDWARE
চিত্র : HARDWARE

( 2 ) সফটওয়্যার : হার্ডওয়্যার কে পরিচালনার জন্য প্রয়োজন সফটওয়্যার । ফলে সফটওয়্যার সরাসরি আপনার ফোনের হার্ডওয়্যার ( যন্ত্রাংশ ) এর উপর এক্সেস নেয় । তাই ভুল কোন APPLICATION ব্যবহারের ফলে আপনার ফোনটি ঝূঁকির সম্মুখীনে পরে । তাছাড়া প্রতিটি APPLICATION আপনার ফোনের MEMORY এর একটা অংশ দখল করবে ( RAM + ROM ) . এমনিতেই আজকালকার APPS সামলানোর জন্য বড় ধরনের VIRTUAL MEMORY ( ফোনের ক্ষেত্রে ROM ) এর প্রয়োজন । যেমন 64 GB কিংবা তার চেয়েও বেশি । তাহলে ঐ ( অপ্রয়োজনীয় ) অ্যাপস গুলো আপনার উপকারের বদলে আপনার ক্ষতিই বেশি করছে । এবং ঐ অ্যাপস গুলো আপনার ব্যাটারির দখলও কিন্তু নিচ্ছে । তাছাড়া উক্ত APPLICATION গুলো আপনার PROCESSOR দ্রুত DAMAGE করে দিতে পারে । যার ফলে আপনার ফোনটি DIED করতে পারে । এবং এসব অ্যাপ ব্যবহারের ফলে আপনার ফোন মাঝে মাঝে HANG করতে পারে । তাই অপ্রয়োজনীয় অ্যাপ ইন্সটল থেকে বিরত থাকুন ।


চিত্র : SOFTWARE
চিত্র : SOFTWARE
চিত্র : SOFTWARE
চিত্র : SOFTWARE


বি : দ্র : ফোনের STORAGE SPACE যতটুকু POSSIBLE ফাঁকা রাখুন ( 4 - 6GB ROM ) . কারণ আমাদের ফোনের RAM গুলো আকারে ছোট হয় । এই RAM যখন পরিপূর্ণ হয়ে যায় তখন ROM এর একটা অংশ RAM হিসেবে ব্যবহৃত হয় । আর তখনই ফোন অনেক SLOWLY কাজ করে । কারণ VIRTUAL MEMORY ( ROM ) RAM এর তুলনায় অনেক বেশি ধীরগতির । এজন্যই মূলত একটানা দীর্ঘসময় ফোন USE করলে নতুন ফোন গুলোও ধীরগতিতে কাজ করে , হোক তা APPLE এর আইফোন । আর পারলে প্রতিমাসে একবার আপনার ফোনটি RESET করুন । তবেই আপনি দীর্ঘদিন আপনার ফোনটি ভালো ভাবে ব্যবহার করতে পারবেন ।



© DEVELOPER SUGGESTION LLC