আমাদের ফোনের ব্যাটারিগুলো সাধারণত দুই ধরনের হয় ( 1 ) LI-ON ( লিথিয়াম আয়ন ) এবং ( 2 ) LI-PO ( লিথিয়াম পলিমার ) । বর্তমান বাজারের ফোনগুলো SLIM DESIGN হওয়ার ফলে এমনিতেই ব্যাটারিগুলো অনেক দুর্বল হয়ে থাকে । ফলে এসব ফোনের ব্যাটারিগুলো একটু অযত্নের ফলেই DAMAGE হয়ে যেতে পারে ।


চিত্র : SLIM DESIGN SMARTPHONE


তাই ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে নিম্নোক্ত বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করা অত্যন্ত জরূরি :


১. চার্জার


সবসময় আপনার ফোনের সাথে দেওয়া চার্জারটি ব্যবহার করুন । অনেকেই মনে করেন ফোন ম্যানুফেকচার প্রতিষ্ঠান নিজেদের আয় বাড়ানোর জন্যই ফোনের সাথে দেওয়া চার্জারটি ব্যবহার করতে বলেন । প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন ফোনের জন্য ভিন্ন ভিন্ন ওয়াটের চার্জার দেওয়া হয় । তাই কখনোই এক ফোনের চার্জার দিয়ে অন্য ফোন চার্জ দেওয়া উচিৎ নয় , এতে আপনার ফোনের ব্যাটারি দ্রুত DAMAGE হয়ে যেতে পারে । আবার অনেকেই আছেন যারা সস্তা চীনা চার্জার ব্যবহার করে থাকেন যা আপনার ফোনের ব্যাটারি DAMAGE করার জন্য অনেক সময় দায়ী । সাধারণত এসব চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করলে চার্জ কম সময় টিকে থাকে ।


চিত্র : MOBILE CHARGER

২. ব্যাটারি


আমাদের ফোনের ব্যাটারিগুলো সাধারণত 4 - 6 RECYCLE এর মধ্যে হয়ে থাকে তা বছরে রূপান্তর করলে প্রায় 2 - 2.5 বছর । অর্থাৎ , নিয়মমাফিক ফোনের BATTERY চার্জ করলে 2 - 2.5 বছর আপনার ব্যাটারি ভালো ভাবেই PERFORM করবে । এরপর নিয়ম মানলেও আপনার ফোনের ব্যাটারির PERFORMANCE খারাপ হবে এটাই স্বাভাবিক ।


চিত্র : LI - ON BATTERY
 
চিত্র : LI - PO BATTERY

৩. চার্জ


আমরা সাধারণত দিনের বেশিরভাগ সময় বাইরে থাকি এবং একটানা ফোন USE করি । এক্ষেত্রে প্রায়ই আমাদের ফোনের ব্যাটারি 0% ( শূন্যে ) তে নেমে আসে । এমনাবস্থায় সারারাত একটানা ফোন চার্জ দিই , এটা ঠিক নয় । আবার অনেকেই আছেন যারা ব্যাটারিতে 80 - 95% থাকা স্বত্বেও খাওয়া , গোসল কিংবা অন্যান্য কাজের সময় ফোনের BATTERY অল্প সময়ের জন্য চার্জ দিই । ব্যাটারি 80 - 95% থাকাকালীন কখনোই ফোনের ব্যাটারি চার্জ দেওয়া উচিৎ নয় । ব্যাটারি 70% এর নিচে নেমে আসলে 20 - 30 মিনিট চার্জ করে নিতে পারেন ।


[ সর্বশেষ : বর্তমান সময়ের ফোনগুলো 50 মিনিট - 70 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় । সেক্ষেত্রে ব্যাটারিতে 80% চার্জ হয়ে গেলেই ফোনটি চার্জার থেকে খুলে রাখতে হবে । ]


আবার , অনেকেই ব্যাটারি 25% এ নেমে আসলেও ফোনের BATTERY চার্জ না দিয়েই ফোন USE করেন । আসলে LI-ON কিংবা LI-PO এই টাইপের ব্যাটারিগুলো এসব একদম সহ্য করতে পারে না । আপনার ব্যাটারি 25% এ নেমে আসলে একটানা 85% পর্যন্ত ফোনের ব্যাটারি চার্জ করে নিন । ফোন কখনোই 100% ( FULL ) চার্জ করা উচিৎ নয় ।


চিত্র : CHARGING MOBILE

 

৪. অ্যাপস


অনেকেই মনে করেন আমার কাছে যদি GOOGLE PLAY STORE এর সমস্ত অ্যাপ থাকতো ? তবে... ! তবে কি হতো ? আমি হয়তো সব ধরনের কাজ মোবাইল দিয়েই করতে পারতাম ।


চিত্র : APPLICATION

অবিশ্বাস্য হলেও সত্য এই যে , আজকাল GOOGLE PLAY STORE এর অনেক এপ্লিকেশনই FACK . ( অদক্ষ অ্যাপ ডেভেলপারদের তৈরি । এসব শুধুমাত্র প্রতারণা জন্যই তৈরি । এ্যাপস কাজ করুক কিংবা না করুক , গুগলের এডস দেখিয়ে আয় করাই তাদের মূল বা একমাত্র উদ্দেশ্য । ) আর যেগুলো ORIGINAL তার রয়েছে শতাধিক CLONE . জেনে অবাক হবেন যে প্রত্যেকটি APPS ই আপনার BATTERY এর উপর ভাগ বসায় ( এ্যাপস গুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা ব্যাটারি এবং ডেইটাপ্যাকে ভাগ বসায় )  । ফলে ফোনের ব্যাটারি ভালো ভাবে PERFORM করতে পারে না ।


চিত্র : GOOGLE PLAY STORE

চিত্র : APPLE APP STORE


অনেকেই আছেন যারা BATTERY SAVER এপ্লিকেশন ব্যবহার করেন , এখনকার সব ফোনেই BATTERY SAVER দেওয়া থাকে তাহলে এসব এপ্লিকেশনের কি প্রয়োজন ? আবার কেউ কেউ FIRST CHARGING , RAM BOOSTER , PHONE CLEANER , ANTIVIRUS APPLICATION , CPU COOLER ইত্যাদি এইধরনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকেন । এসব আপনার উপকার নয় , ক্ষতিই বেশি করে । অতএব , এই ধরনের অপ্রয়োজনীয় অ্যাপ ইন্সটল এবং ব্যবহার থেকে বিরত থাকুন ।


এন্টি ভাইরাস প্রয়োজন হলে AVIRA , AVAST কিংবা AVG ইত্যাদি এই ধরনের এন্টি ভাইরাস এন্ড্রোয়েড এপ্লিকেশন ব্যবহার করতে পারেন ।


৫. অন্যান্য


ফোনের ব্যাটারি ভালো রাখতে ফোনের LOCATION বন্ধ রাখুন , BRIGHTNESS 10 - 75% এর মধ্যে রাখুন । কখনোই BRIGHTNESS LEVEL 100% করা যাবে না । সবচেয়ে ভালো হয় যদি BRIGHTNESS LEVEL অটোমেটিক করে রাখেন । WI-FI , BLUETOOTH , NFC , MOBILE DATA এবং GESTURE এর মতো ফিচার গুলো প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন । FIRST CHARGER ব্যবহার থেকে বিরত থাকুন ( যদি আপনার ফোন ফার্স্ট চার্জার সাপোর্ট করে তাহলে ব্যবহার করতে পারেন ) । প্রতি 4 মাস অন্তর ফোনের ব্যাটারি 0 ( শূন্য )  করে শতভাগ ( FULL CHARGE ) করে নিন ( এটা শুধু 4 মাস অন্তর একবার করুন , এটি আপনার ফোনের ব্যাটারি RECYCLE হতে সহায়তা করবে ) । সম্ভব হলে ফোন বন্ধ করে চার্জ করুন । চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকুন ।


উক্ত বিষয়গুলো ঠিক থাকলে আপনি আপনার ফোনটি দীর্ঘদিন সাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারবেন । কারণ উক্ত বিষয়গুলোই ফোনের ব্যাটারি ভালো রাখা এবং দীর্ঘস্থায়ী করার একমাত্র কার্যকরী উপায় ।



© DEVELOPER SUGGESTION LLC