LAST UPDATE - JANUARY 2022
SITEMAP কি ?
একটি ব্লগে যখন হাজার হাজার ব্লগ প্রকাশ করা হয় তখন ওয়েবসাইটের HOME PAGE থেকে অতি গুরুত্বপূর্ণ ব্লগ গুলো খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে । কেননা পাঠক এই হাজার হাজার ব্লগ হতে নিশ্চয় ব্লগ খুঁজতে চাইবে না । এমনাবস্থায় আপনার মাথায় হয়তো সার্চ ইঞ্জিনের ( INCLUDING WEBSITE ) কথা আসবে । কিন্তু পাঠক কিভাবে জানবে আপনি আপনার ব্লগে কোন কোন বিষয়ের উপর ব্লগ প্রকাশ করেছেন ? তবে যদি এমনটি হয় যে , আমাদের ব্লগ গুলোর লিস্ট এবং লিংক একটি ওয়েবপেইজে লিপিবদ্ধ থাকবে । জ্বি হ্যাঁ , এটি অবশ্যই সম্ভব । ব্লগ ওয়েবসাইটের সকল ব্লগ গুলোকে একটি HTML বা XML ( অধিকাংশ ক্ষেত্রে XML ব্যবহৃত হয় ) CODE দিয়ে একটি পেইজে লিপিবদ্ধ করার পদ্ধতিকে উক্ত ওয়েবসাইটের SITE MAP বলা হয় । অন্যভাবে বলা যায় , ওয়েবসাইটের ব্লগ লিস্ট এবং লিংক গুলো একটি পেইজে লিপিবদ্ধ করে যে ভার্চুয়াল ম্যাপ তৈরি করা হয় তাকে উক্ত ওয়েবসাইটের সাইট ম্যাপ বলা হয় ।

চিত্র : SITEMAP
চিত্র : SITEMAP
WORDPRESS ব্লগের জন্য SITEMAP PLUGIN
WORDPRESS এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর PLUGIN . সাধারণত BLOGGER আর WORDPRESS দিয়ে একই কাজ করা গেলেও WORDPRESS এ সবকিছু PLUGIN INSTALL এর মাধ্যমেই করা যায় , যেখানে ব্লগারে CODING এর মাধ্যমে সবকিছু করতে হয় । যা অনেকটাই কষ্টসাধ্য , অনেকাংশে দুস্কর । এক্ষেত্রে যাদের ওয়েব ডিজাইন সম্পর্কিত জ্ঞান কম তাদের ক্ষেত্রে BLOGGER দিয়ে অত্যাধুনিক WEBSITE DESIGN করা অসম্ভব । তবে BLOGGER বেশ কিছু ছাড়ের ব্যবস্থা থাকার কারণে অনেকেই BLOGGER PLATFORM এ ব্লগ ওয়েবসাইট তৈরি করে ।
WORDPRESS ব্লগে SITEMAP তৈরি করতে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন ।
WORDPRESS ব্লগে SITEMAP তৈরি করতে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন ।
- প্রথমে USERNAME এবং PASSWORD দিয়ে ADMIN PANEL এ লগ ইন করুন ।
- PLUGINS এ ক্লিক করুন ।
- ADD NEW তে ক্লিক করুন ।
- SIMPLE SITEMAP লিখে সার্চ করুন ।
- PLUGIN টি INSTALL করুন
- PLUGIN টি ACTIVE করুন ।
- ADMIN PANEL এর HOME এ যান
- PAGE এ যান
- ADD NEW তে ক্লিক করুন
- PAGE নেইম SITEMAP সিলেক্ট করুন
- VISUAL তে ক্লিক করুন
- [simple-sitemap] লিখে প্রকাশ করুন
BLOGGER ব্লগের জন্য SITEMAP GENERATOR
যেহেতু BLOGGER এ PLUGIN এর সুব্যবস্থা নেই , সেহেতু CODING এর মাধ্যমে SITEMAP GENERATE করতে হবে ।
BLOGGER এ SITEMAP GENERATE করতে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন ।
BLOGGER এ SITEMAP GENERATE করতে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন ।
- প্রথমে USERNAME এবং PASSWORD দিয়ে ADMIN PANEL এ লগ ইন করুন ।
- PAGES এ যান
- CREATE NEW PAGE অথবা + আইকনে ক্লিক করুন ।
- PAGE নেইম SITEMAP সিলেক্ট করুন
- HTML VIEW তে ক্লিক করুন
- নিচের CODE টুকু COPY করুন
- PAGE প্রকাশ করুন
SITEMAP তৈরিতে অন্যান্য POWERFUL TOOLS
আমরা চাইলে খুব সহজেই SITEMAP GENERATOR ব্যবহার করে SITEMAP তৈরি করতে পারি । কিন্তু এসব TOOLS ব্যবহারের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে নিয়মিত SITEMAP UPDATE করতে হয় । অর্থাৎ , নতুন ব্লগ প্রকাশ করার পর পরই আপনাকে SITEMAP UPDATE করতে হবে । উল্লেখযোগ্য POWERFUL SITEMAP GENERATOR TOOLS গুলো হলো : XML SITEMAPS , BLOGGER XML SITEMAP , SITEMAP GENERATOR , SMALL SEO TOOLS প্রভৃতি ।
ওয়েবসাইটে SITEMAP ব্যবহারের সুবিধা
SITEMAP আমাদের ব্লগ গুলোকে সার্চ ইঞ্জিনে INDEX হতে সহায়তা করে । যার ফলে অজস্র কোটি ওয়েবসাইটের মধ্যেও আমাদের ব্লগ ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে RANK করে এবং সার্চ ইঞ্জিনের TOP 10 প্রাসঙ্গিক ফলাফল এর মধ্যে অবস্থান করে ।
এক্ষেত্রে , SEARCH CONSOLE TOOLS গুলো আমাদের ব্লগ ওয়েবসাইটের SITEMAP গুলো INDEX করে আমাদের ব্লগ গুলোকে KEYWORD এর সামঞ্জস্যতার উপর ভিত্তি করে প্রদর্শন করায় । অতএব স্পষ্টত এই যে , ওয়েবসাইটের ব্লগ গুলোকে সার্চ ইঞ্জিনে RANK করার ক্ষেত্রে SITEMAP এর ভূমিকা অপরিসীম ।
এক্ষেত্রে , SEARCH CONSOLE TOOLS গুলো আমাদের ব্লগ ওয়েবসাইটের SITEMAP গুলো INDEX করে আমাদের ব্লগ গুলোকে KEYWORD এর সামঞ্জস্যতার উপর ভিত্তি করে প্রদর্শন করায় । অতএব স্পষ্টত এই যে , ওয়েবসাইটের ব্লগ গুলোকে সার্চ ইঞ্জিনে RANK করার ক্ষেত্রে SITEMAP এর ভূমিকা অপরিসীম ।
© DEVELOPER SUGGESTION LLC
0 Comments
THANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .