আইপি এড্রেস এর পূর্ন নাম হল ইন্টারনেট প্রটোকল এড্রেস । ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটার ডিভাইসকে ( কম্পিউটার , ট্যাবলেট পিসি ,স্মার্টফোন ইত্যাদি ) স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্য যে নির্দিষ্ট একটি নাম বা নাম্বার ব্যবহার করা হয় তাকে আইপি এড্রেস বলে ।
উদাহরণ :
দুজন ব্যক্তির মোবাইল ফোনে কথা বলার প্রক্রিয়া :
প্রথম ব্যক্তি যখন দ্বিতীয় ব্যক্তিকে কল করে তখন প্রথম ব্যক্তির ফোন নাম্বার থেকে দ্বিতীয় ব্যক্তির ফোন নাম্বারে নেটওয়ার্কের মাধ্যমে একটি অনুরোধ সেন্ট হয় এবং দ্বিতীয় ব্যক্তি অনুরোধটি গ্রহণ করলে দুজনের মধ্যে কথোপকথন শুরু হয় । নেটওয়ার্ক কিন্তু কোন মানুষকে চিনে না চিনে শুধু ফোন নাম্বার , যদি ফোন নাম্বার না থাকত তবে নেটওয়ার্ক কার কল কার কাছে পাঠাবে তা বুঝতনা । ঠিক একইভাবে আমাদের কম্পিউটারকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য একটি নাম্বার থাকে তার নাম আইপি এড্রেস ।
0 Comments
THANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .