অটোফিল পরিষেবা কি ?


আমরা কোন ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনে কিছু খুঁজতে গেলে সার্চ ইঞ্জিনে KEYWORD লেখার সময় সেখানে সার্চ করা আমাদের পূর্ববর্তী সার্চ গুলো সাজেশন হিসেবে দেখায় । যা আমাদের দ্রুত KEYWORD লিখে ফলাফল গুলো পেতে সহায়তা করে । যা একটি AUTO FILL পরিষেবা ।

KEYWORD না লিখে , দ্রুত সার্চ করে ফলাফল পাওয়ার ক্ষেত্রে AUTO FILL পরিষেবা এর ভূমিকা অপরিসীম । কিন্তু AUTO FILL কিছু সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় । যেমন :

  • [ 1 ] আপনি গুগলে যা সার্চ করেন তা হয়তো সব সাইটে সার্চ করবেন না । আপনি কোন সাইটে কি সার্চ করেছেন সেই অনুযায়ী AUTO FILL পরিষেবা কাজ করে না । মূলত AUTO FILL পরিষেবা আমাদের KEYWORD গুলো সংরক্ষণ করে এবং তা সার্চ ইঞ্জিনে KEYWORD লেখার সময় সাজেশন হিসেবে দেখায় । উদাহরণ : ধরুন আপনি গুগলে সার্চ করেছিলেন " কিভাবে সুস্থ থাকবো ? " অতঃপর আমাদের ওয়েবসাইট তথা DEVELOPER SUGGESTION এর সার্চ ইঞ্জিন এ প্রবেশ করলেন । AUTO FILL পরিষেবা সেখানে হয়তো আপনাকে সাজেস্ট করল " কিভাবে সুস্থ থাকবো ? " এটি সত্যিই বিরক্তির । কারণ এটি একটি TECH BLOG NETWORK , MEDIA AND ONLINE MAGAZINE . এখানে আপনি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবেন , স্বাস্থ্য সম্পর্কে নয় ।

  • [ 2 ] যেহেতু AUTO FILL পরিষেবা আমাদের সমস্ত KEYWORD সংরক্ষণ করে তাই অনেক সময় AUTO FILL পরিষেবা আমাদের প্রয়োজনীয় KEYWORD গুলোর পরিবর্তে অপ্রাসঙ্গিক KEYWORD সাজেশন হিসেবে দেখায় যা সত্যিই বিরক্তিকর । উদাহরণ : পূর্বে আপনি DEVELOPER SUGGESTION ওয়েবসাইটে সার্চ করেছিলেন " কম্পিউটার আবিষ্কারের সঠিক ইতিহাস • ডার্ক ওয়েব অভিযান • ডিসপ্লে বা মনিটর কি কিংবা স্মার্টফোন কেনার সময় কিসের প্রতি অধিক গুরুত্বারোপ করা জরুরি । " এখন হয়তো আসনি জানতে চাইছেন " কপিরাইট ফ্রি ইমেইজ এর জন্য সেরা কিছু ওয়েবসাইট । " কিন্তু AUTO FILL পরিষেবা আপনাকে পূর্ববর্তী KEYWORD গুলো সাজেশন হিসেবে দেখাচ্ছ যা বিরক্তকর ।

AUTO FILL পরিষেবা বন্ধ করার পদ্ধতি


GOOGLE CHROME :
  • CHROME এর মেনুতে যান ( THERE DOT এ ক্লিক করুন )
  • SETTING এ প্রবেশ করুন
  • ADDRESS AND MORE OR AUTO FILL এ ক্লিক করুন
  • AUTO FILL পরিষেবা বন্ধ করুন


MOZILLA FIREFOX :
  • FIREFOX এর মেনুতে যান ( TREE LINE এ ক্লিক করুন )
  • SETTING এ প্রবেশ করুন
  • PRIVACY AND SECURITY তে যান
  • FROMS AND AUTO FILL পরিষেবা বন্ধ করুন


MICROSOFT EDGE :
  • MICROSOFT EDGE এর মেনুতে যান
  • MICROSOFT EDGE এর SETTING AND MORE এ যান
  • SETTING এ যান
  • PROFILE এ যান
  • YOUR PROFILE থেকে AUTO FILL পরিষেবা বন্ধ করুন ।
    • PAYMENT INFO

    • PASSWORDS



SAFARI
  • SAFARI এর মেনুতে যান
  • PREFERENCE এ যান
  • AUTO FILL এ যান
  • UNCHECK " USING INFO FROM MY CONTACTS CARD / ADDRESS BOOK CARD " AND " OTHER FORMS "
  • CLICK DONE