আমাদের মধ্যে প্রায় সবারই ফেসবুক একাউন্ট রয়েছে । কারো কারো হয়তো ফেসবুক পেজও রয়েছে । অনেক সময় দেখা যায় ফেসবুক পেজের নামে ভূল রয়েছে , পেজের নামটি আকর্ষণীয় হয়নি অথবা আগের পেজটি দিয়ে নতুন আরেকটি বিজনেস শুরু করার প্রয়োজন পড়লো । এমন অবস্থায় আপনাকে ফেসবুক পেজটির নাম পরিবর্তন করতে হবে । কিন্তু ফেসবুক অ্যাপ থেকে ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় না ।
চিত্র : FACEBOOK PAGE
[ সর্বশেষ : ফেসবুক এপ্লিকেশন দিয়েও পেজের নাম পরিবর্তন করা যায় ]
তবে এমনটা নয় যে , ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় না ।
অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করতে পারবেন । তবে ফেসবুক অ্যাপের মাধ্যমে নয় , ওয়েব ব্রাউজার ব্যবহারের মাধ্যমে ( গুগল ক্রোম , মজিলা ফায়ারফক্স , অপেরা মিনি , সাফারি , মাইক্রোসফট এজ ইত্যাদি ) ।
চিত্র : FACEBOOK
ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য ওয়েব ব্রাউজার দিয়ে ফেসবুক লগইন করুন এবং পরিবর্তন করুন আপনার ফেসবুক পেজের নাম । তবে পেজের নাম পরিবর্তনের ক্ষেত্রে ফেসবুক একটি সুবিধা দিয়ে থাকে । যেমন ফেসবুক প্রোফাইলের নাম প্রতি ষাট দিন অন্তর একবার পরিবর্তন করা যায় , কিন্তু ফেসবুক পেজের ক্ষেত্রে এমন কোন নিয়ম নেই । অর্থাৎ আপনি চাইলেই যেকোনো সময় আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন ( সাতদিন অন্তর একবার ) ।
বিশেষ দ্রষ্টব্য : ফেসবুক পেজের নাম পরিবর্তন করলে পেজের সব ঠিক থাকবে কিন্তু আপনার পেজের রেটিং শূন্য হয়ে যাবে । এছাড়া কোন প্রকার সমস্যা হবে না ।
© DEVELOPER SUGGESTION LLC
0 Comments
THANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .