ফটো এডিটিং এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ । অনেক সময় গ্রাফিক্স ডিজাইন ভালো হওয়া সত্ত্বেও শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড এর কারণে ফটোতে প্রফেশনাল লোক দেওয়া সম্ভব হয়না ।


চিত্র : GRAPHICS DESIGN


ফটো এডিটিং এর ক্ষেত্রে অনেক সময়ই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় । আজকাল প্রায় প্রত্যেকেই আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে আগ্রহী । ল্যাপটপ কিংবা ডেস্কটপে যত সহজে এবং নিখুঁতভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় স্মার্টফোন দিয়ে ততটা নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় না । আবার অনেকেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন না ।

স্মার্টফোন দিয়ে ফটো এডিটিং এর কাজ করতে চাইলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে রিমুভ.ভিজি ( remove.bg ) ওয়েবসাইট বা এপ্লিকেশনের  সহায়তা নিতে হবে । রিমুভ.ভিজি এমন একটি ওয়েবসাইট  বা এ্যাপ ( ওয়েব এ্যাপ সংস্করণ ) যার মাধ্যমে এক ক্লিকে সম্পূর্ণ ইমেজের ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলা যায় , এবং সেখানে আকর্ষণীয় কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে যা তাৎক্ষণিকভাবে ( এক ক্লিকে ) ইমেজে যোগ করা যায় ।


চিত্র : SMARTPHONE


প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ । যেমন : পোস্টার ডিজাইনের ক্ষেত্রে ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা বাঞ্ছনীয় । সেক্ষেত্রে ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা ছাড়া দ্বিতীয় কোন উপায় থাকে না । আজকাল সেলিব্রিটি থেকে জনসাধারণ সবাই ফটো এডিটিং এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ফটো শেয়ার করে । এবং এদের মধ্যে অধিকাংশ লোকই ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন ।

ইন্টারনেটের দুনিয়ায় আজকাল স্মার্টফোন দিয়ে করা যায় না এমন কোন কাজই নেই ( ল্যাপটপ , ডেস্কটপ কম্পিউটারের   70 শতাংশ কাজ স্মার্টফোন দিয়ে করা যায় ) । মোবাইল কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আমাদেরকে এনে দিয়েছে স্মার্টফোন যা খুব সহজেই বহন করা যায় । স্মার্টফোন মোবাইল কম্পিউটারের একটি আধুনিক এবং সর্বশেষ সংস্করণ [ বর্তমান সময়ে স্মার্টফোনকে সর্বশেষ সংস্করণ বলা যাবে না ] । 
স্মার্টফোন টেকনোলজি আবিষ্কারের পর সবাই স্মার্টফোন দিয়েই অধিকাংশ কাজ সম্পাদন করে থাকে । যেমন :  গান শোনা , বই পড়া , সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ব্যবহার , ব্রাউজিং , ভিডিও স্ট্রিমিং  ইত্যাদি । এছাড়াও ছবি তোলা থেকে শুরু করে বেশিরভাগ কাজের ক্ষেত্রেই আজকাল স্মার্টফোন ব্যবহৃত হয় ।


© DEVELOPER SUGGESTION LLC