আমাদের মধ্যে অনেকেই ফেক একাউন্ট থেকে আসা ম্যাসেজের উপর বিরক্ত । আজকাল দৈনন্দিন জীবনের বিনোদনের সময়টুকু কাটে ফেসবুক ব্যবহারের মাধ্যমে । করোনা মহামারীর কারণে এখন মানুষ অনেকটা ফেসবুক নির্ভর হয়ে পড়েছে । লকডাউনে ফেসবুক পেয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা ।
[ ফেসবুক অনেক আগে থেকেই জনপ্রিয় । কিন্তু , করোনা কালীন সময়ে সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তা আকাশ ছোঁয়া জনপ্রিয়তা লাভ করেছে । জনসংখ্যার দ্রুত বর্ধনশীলতা এর অন্যতম কারণ । তাছাড়া প্রতিনিয়ত মানুষ স্মার্টফোন , ট্যাবলেট পিসি , ল্যাপটপ কিংবা ডেস্কটপ ক্রয় করছে । ফলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়ছে । শুধু ফেসবুক নয় সব ক্ষেত্রেই একই অবস্থা । এটাই স্বাভাবিক । ]
করোনা মহামারীতে অনেকেই ফেসবুক গ্রুপ কিংবা পেজে লাইভ ক্লাস করছে , আবার অনেকেই ফেসবুক পেজের মাধ্যমে নিজের বিজনেস সামলাচ্ছে । বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর থেকে কয়েক গুণ বেশি ফেসবুক একাউন্ট রয়েছে । এর মধ্যে কারো কারো হয়তো দুটি একাউন্ট রয়েছে , বাকি সব ফেক একাউন্ট । এক সমীক্ষায় দেখা গেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে মোট 130 কোটি ফেক অ্যাকাউন্ট বন্ধ করেছে । প্রতিষ্ঠানটি জানিয়েছে , প্ল্যাটফর্মটিতে গুজব বা যে কোনও ধরনের ভুল তথ্য প্রচার বন্ধে ৩৫ হাজারেরও বেশি কর্মী দিনরাত পরিশ্রম করছেন ।
ফেসবুক যদিও প্রতিনিয়ত কিছু ফেক একাউন্ট বন্ধ করছে , কিন্তু তা খুবই সীমিত । আর প্রতিদিন তো একাউন্ট তৈরি হচ্ছেই । সব মিলিয়ে আসল একাউন্ট থেকে ফেক একাউন্টের সংখ্যা বেশি । এমন অবস্থায় ফেক একাউন্ট গুলো ম্যাসেজ বার্তা পাঠিয়ে অকারণেই জনসাধারণের মূল্যবান সময় নষ্ট করে , জনসাধারণের সাধারণ জীবনযাপনে ব্যাঘাত ঘটায় । সেক্ষেত্রে ফেক একাউন্ট গুলোকে বন্ধ করার প্রয়োজন পড়ে । কিন্তু আপনার একার রিপোর্ট ফেসবুকের কাছে গ্রহণযোগ্য নয় । এমন অবস্থায় অটো রিপোর্ট টুলস ফেক একাউন্ট গুলোকে বন্ধ করতে বিশেষ ভূমিকা পালন করে ।
© DEVELOPER SUGGESTION LLC
0 Comments
THANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .