আমরা যদি ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করি তবে আমরা আমাদের পেজে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় সেটা চিন্তা করি । কিন্তু ফলোয়ার বাড়ানো মোটেও সহজ কাজ নয় । এমনিতেই বর্তমান পৃথিবীতে যত ফেসবুক ইউজার আছে তার থেকে অনেক বেশী ফেসবুক একাউন্ট , পেজ রয়েছে ।


তাই আমরা চাইলেও এতগুলো বৃহৎ পেজের মধ্যে আমাদের ছোট পেজকে প্রেজেন্ট করতে পারিনা । পেজে ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে পেজ প্রোমোট এবং পোস্ট বোস্ট করে রিচ বাড়িয়ে ফেসবুক ইউজারদের মন জয় করতে হয় । তারপর কনটেন্টের মানের উপর নির্ভর করে যে পেজে ফলো করবে কিনা !


চিত্র : FACEBOOK PAGE


সেক্ষেত্রে আমরা চাইলে খুব সহজেই আমাদের ফেসবুক প্রোফাইলকে পেজে কনভার্ট করতে পারি । প্রোফাইলকে পেজে কনভার্ট করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনার ফেসবুক প্রোফাইলে যতজন বন্ধু থাকবে তারা সবাই ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে ।


তার মানে পরিশ্রম , টাকা ছাড়াই আপনি পাঁচ হাজার ফলোয়ার পেয়ে যাচ্ছেন । আর আপনি আরো কিছু পেজকে একত্র ( মার্জ করে ) করে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন । এটি প্রত্যেক ফেসবুক ইউজারদের বিশেষ একটি সুবিধা ।


চিত্র : FACEBOOK PROFILE


ফেসবুক প্রোফাইলকে পেজে কনভার্ট করতে এখানে যান PROFILE TO PAGE MIGRATION প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করুন , পোস্ট এবং ফ্রেন্ডগুলোকে মার্ক করুন এবং প্রোফাইলকে পেজে কনভার্ট করুন ।


চিত্র : PROFILE TO PAGE CONVERT


বিশেষ দ্রষ্টব্য : প্রোফাইলকে পেজে কনভার্ট করার সময় লক্ষ্য রাখবেন যেন পোস্ট , ফ্রেন্ডগুলো মার্ক করা থাকে । নতুবা আপনি আপনার পোস্ট এবং ফলোয়ার হারাবেন । অর্থাৎ আপনি যতগুলো পোস্ট এবং ফ্রেন্ডকে মার্ক করবেন ঠিক ততগুলো পোস্ট ( আনমার্ক করা পোস্ট গুলো ডিলিট হয়ে যাবে এবং ফ্রেন্ডগুলো ফলোয়ারে কনভার্ট হবে না ) এবং ফলোয়ার পাবেন ।


আর অবশ্যই মনে রাখবেন প্রোফাইলকে পেজে কনভার্ট করা গেলেও পেজকে প্রোফাইলে কনভার্ট করা যায় না । আর সব প্রোফাইলকে পেজে কনভার্ট করা যায়না । অধিকাংশ প্রোফাইল পেজে কনভার্ট হয় কিন্তু কিছু কিছু প্রোফাইল পেজে কনভার্ট হয় না ।


[ সহায়তার জন্য যোগাযোগ করুন ]


© DEVELOPER SUGGESTION LLC
$$$