অটো লাইকার টোলস কি ?
AUTO LIKER TOOLS শব্দটি অনেকের কাছেই পরিচিত । আবার , অনেকের কাছে ভিন গ্রহের প্রাণী বা এলিয়ান এর মতোই অপরিচিত । ছোটবেলায় আমরা অনেক রুপকথার গল্প শুনেছি । সেখানে ঘটা ঘটনাগুলো স্বপ্নের বা ম্যাজিক রাজ্যের মতোই অদ্ভুত । AUTO LIKER TOOLS এমনি একটি আশ্চর্যজনক টোলস যা আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে জনপ্রিয়তা অর্জনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখে ।
অটো লাইকার টোলস কিভাবে কাজ করে ?
AUTO LIKER TOOLS আমাদের অনেকের কাছেই হয়তো রুপকথার গল্পের মতো অদ্ভুত । তবে প্রকৃতপক্ষে AUTO LIKER TOOLS হচ্ছে একটি বিনিময় পদ্ধতি । এই TOOLS গুলো যারা যারা ব্যবহার করে তারা সবাই AUTO LIKER TOOLS এর USER এবং SERVICE PROVIDER . AUTO LIKER TOOLS SERVICE PROVIDER এখানে USER ~ USER এর মধ্যে সংযোগ সৃষ্টি করে সেতুবন্ধন হিসেবে কাজ করে ।
কিভাবে ? অটো লাইকার টোলস এর সিক্রেট বা রহস্য !
ধরুন আপনি একটি পোস্টে LIKE অথবা REACTION নিতে চাচ্ছেন । সেক্ষেত্রে আপনি যখন আপনার পোস্ট লিঙ্কটি AUTO LIKER TOOLS এপ্লিকেশন বা ওয়েবসাইটে SUBMIT বা জমা করবেন , ঠিক ঐ সময়ে যারা যারা আপনার মতো কোন পোস্ট লিঙ্ক SUBMIT করবে তারা সয়ংক্রিয়ভাবে আপনার পোস্টে এবং আপনি সয়ংক্রিয়ভাবে তাদের পোস্টে LIKE বা REACTION করবেন ।
অনুরুপভাবে , আপনি যখন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এ থাকা একাউন্ট বা পেইজে ফলোয়ার নেওয়ার জন্য আপনার ACCOUNT ID অথবা PAGE ID জমা করবেন , ঠিক ঐ সময়ে যারা যারা আপনার মতো কোন ACCOUNT ID অথবা PAGE ID জমা করবেন তারা সয়ংক্রিয়ভাবে আপনার একাউন্ট বা পেইজে এবং আপনি তাদের একাউন্ট বা পেইজে ফলো করবেন ।
এটাই AUTO LIKER TOOLS এর সিক্রেট বা রহস্য !
অনুরুপভাবে , আপনি যখন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এ থাকা একাউন্ট বা পেইজে ফলোয়ার নেওয়ার জন্য আপনার ACCOUNT ID অথবা PAGE ID জমা করবেন , ঠিক ঐ সময়ে যারা যারা আপনার মতো কোন ACCOUNT ID অথবা PAGE ID জমা করবেন তারা সয়ংক্রিয়ভাবে আপনার একাউন্ট বা পেইজে এবং আপনি তাদের একাউন্ট বা পেইজে ফলো করবেন ।
এটাই AUTO LIKER TOOLS এর সিক্রেট বা রহস্য !
অটো লাইকার টোলস এর সিক্রেট বা রহস্য উদঘাটনের গল্প
এবার চলুন জেনে নিই , আমি কিভাবে এই রহস্য উদঘাটন করেছিলাম । আমি যখন AUTO TOOLS গুলো কার্যকর কিনা তা পরীক্ষা করি তখন আমার কাছেও এটা রহস্যজনক মনে হতো । তখন আমি বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি । সব বিষয় ঘটিয়ে দেখার পরও যখন জানতে ব্যর্থ হলাম তখন আমার মাথায় আসলো ACTIVITY LOG এর কথা । তৎক্ষণাৎ আমি সমস্ত ACTIVITY LOG ঘাঁটাঘাঁটি করে দেখতে পেলাম সেখানে দেখনো হচ্ছে আমার একাউন্ট দ্বারা অন্য একাউন্টের পোস্টে LIKE এবং REACTION করা হচ্ছে । পাশাপাশি অনেককে FOLLOW প্রদান করা হচ্ছে ।
অটো লাইকার টোলস কতটুকু কার্যকর ?
AUTO LIKER TOOLS এপ্লিকেশন বা ওয়েবসাইট গুলোর অধিকাংশ টোলস গুলোই অকার্যকর হওয়া সত্বেও এতে থাকা কিছু টোলস শতভাগ কার্যকর যা সত্যিই আশ্চর্যজনক বিষয় । এর মধ্যে অটো LIKE , REACTION এবং FOLLOW অন্যতম ।
কিছু কিছু AUTO LIKER TOOLS এপ্লিকেশন বা ওয়েবসাইট গুলো এডস বা বিজ্ঞাপন বিহীন যার ফলে অনেকটা বিনামূল্যেই আমরা AUTO LIKER TOOLS এপ্লিকেশন বা ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারি । তবে এতে থাকা সব টোলস গুলো আমাদের আত্মতৃপ্তি দিতে পারে না ।
যেমন ধরুন , আপনি যদি ফেসবুক পোস্টে LIKE অথবা REACTION নিতে চান সেক্ষেত্রে প্রতি পনেরো মিনিট অন্তর একবার শতাধিক LIKE , REACTION নিতে পারবেন । সেটাও আবার কয়েক সেকেন্ড এর মাধ্যমে ( এক ক্লিকে ) । আবার আপনি যদি , ইনস্টাগ্রাম পোস্টে REACTION নিতে চান সেক্ষেত্রে প্রতিবার 10 থেকে 50,000 নিতে পারবেন । এখানে সময়ের কোন সীমাবদ্ধতা নেই ।
অনুরূপভাবে আপনি যদি , ইনস্টাগ্রাম একাউন্টে FOLLOWER নিতে চান সেক্ষেত্রে প্রতিবার 10 থেকে 10,000 জন ফলোয়ার নিতে পারবেন । এখানেও কোন সীমাবদ্ধতা নেই । আবার , ফেসবুক একাউন্টে এক ক্লিকে 4 থেকে 12 জন ফলোয়ার নিতে পারবেন । তবে , অধিকাংশ ক্ষেত্রে AUTO LIKER TOOLS এর AUTO COMMENTS অকার্যকর ।
কিছু কিছু AUTO LIKER TOOLS এপ্লিকেশন বা ওয়েবসাইট গুলো এডস বা বিজ্ঞাপন বিহীন যার ফলে অনেকটা বিনামূল্যেই আমরা AUTO LIKER TOOLS এপ্লিকেশন বা ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারি । তবে এতে থাকা সব টোলস গুলো আমাদের আত্মতৃপ্তি দিতে পারে না ।
যেমন ধরুন , আপনি যদি ফেসবুক পোস্টে LIKE অথবা REACTION নিতে চান সেক্ষেত্রে প্রতি পনেরো মিনিট অন্তর একবার শতাধিক LIKE , REACTION নিতে পারবেন । সেটাও আবার কয়েক সেকেন্ড এর মাধ্যমে ( এক ক্লিকে ) । আবার আপনি যদি , ইনস্টাগ্রাম পোস্টে REACTION নিতে চান সেক্ষেত্রে প্রতিবার 10 থেকে 50,000 নিতে পারবেন । এখানে সময়ের কোন সীমাবদ্ধতা নেই ।
অনুরূপভাবে আপনি যদি , ইনস্টাগ্রাম একাউন্টে FOLLOWER নিতে চান সেক্ষেত্রে প্রতিবার 10 থেকে 10,000 জন ফলোয়ার নিতে পারবেন । এখানেও কোন সীমাবদ্ধতা নেই । আবার , ফেসবুক একাউন্টে এক ক্লিকে 4 থেকে 12 জন ফলোয়ার নিতে পারবেন । তবে , অধিকাংশ ক্ষেত্রে AUTO LIKER TOOLS এর AUTO COMMENTS অকার্যকর ।
অটো টোলস ব্যবহারের নীতিমালা
AUTO LIKER TOOLS এপ্লিকেশন বা ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে জটিল কোন শর্তাবলী নেই ।
অটো লাইকার টোলস এর স্বার্থ
স্বার্থরক্ষা অনুযায়ী AUTO LIKER TOOLS SERVICE PROVIDER দের দুইভাগে বিভক্ত করা যায় । যথা : -
- অর্থ আয় [ 1 ] : AUTO LIKER TOOLS SERVICE PROVIDER সমূহ তাদের এপ্লিকেশন বা ওয়েবসাইটে টোকেনের ব্যবস্থা রাখে যার মাধ্যমে LIKE , REACTION FOLLOWER প্রদান করে থাকে । এক্ষেত্রে চারটি পদ্ধতি অবলম্বন করে টোকেন উপার্জন করা যায় । যথা : -
- অর্থ গ্রহন [ I ] : এক্ষেত্রে তারা AUTO LIKER TOOLS ব্যবহারকারীদের থেকে সরাসরি অর্থ গ্রহন করে এবং টোকেন প্রদান করে । যা ব্যবহার করে LIKE , REACTION , FOLLOWER নিতে হয় ।
- এডস বা বিজ্ঞাপন [ II ] : এক্ষেত্রে AUTO LIKER TOOLS SERVICE PROVIDER রা তাদের এপ্লিকেশন বা ওয়েবসাইটে এডস বা বিজ্ঞাপন যুক্ত করে । যা দেখে টোকেন আয় করতে হয় ।
- GAME অথবা APPS সাজেশনস [ III ] : এক্ষেত্রে AUTO LIKER TOOLS SERVICE PROVIDER দল এডস বা বিজ্ঞাপন যুক্ত GAME বা APPS ডেভেলপমেন্ট কোম্পানি গুলোর সাথে চুক্তিবদ্ধ হয় । এবং তাদের GAME এবং APPS গুলো ইন্সটল এবং দীর্ঘ কয়েক মাস ব্যবহার করার পরামর্শ দেয় ।
- সয়ংক্রিয় বা AUTOMATIC [ IV ] : সয়ংক্রিয় বলতে আমরা চাইলেই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এসিস্ট্যান্ট ব্যবহার করতে পারি । যারা অন্য একাউন্ট গুলোকে ফলো করবে এবং তাদের পোস্ট গুলোতে LIKE বা REACTION প্রদান করবে । যার ফলে আমাদের একাউন্টে টোকেন জমা হবে ।
- নিঃস্বার্থে বা অজ্ঞাত [ 2 ] : এক্ষেত্রে AUTO LIKER TOOLS SERVICE PROVIDER রা নিঃস্বার্থে তাদের সেবা সমূহ প্রদান করে ।
আমরা কিভাবে অটো লাইকার টোলস সেবা ব্যবহার করব ?
আমি রিকোমেন্ড করব আপনি [ 1 ] এর [ IV ] নং এবং [ 2 ] সেবাটি ব্যবহার করুন ।
কিন্তু কেন ?
কারণ , যারা যারা AUTO LIKER TOOLS ব্যবহার করে তারা অনেক সময় LIKE , REACTION তুলে নেয় এবং UNFOLLOW করে দেয় । এক্ষেত্রে AUTO LIKER TOOLS SERVICE PROVIDER রা আমাদের মতো গর্দভদের নিয়ে হাসাহাসি ছাড়া আর কিছুই করতে পারে না ।
তবুও কেন সবাই অটো টোলস ব্যবহার করে ?
আমাদের কাছে লক্ষ - কোটি টাকা থাকলেই কি আমরা LIKE , REACTION বা FOLLOWER নিতে পারি ? না । এখানে AUTO LIKER TOOLS SERVICE PROVIDER আমাদের বিনা পরিশ্রমে LIKE , REACTION , FOLLOWER প্রদান করে অপরিসীম ভূমিকা পালন করে । এক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য ।
আমি কেন অর্থ ব্যয় করে অটো টোলস ব্যবহার করার পরামর্শ দিই না ?
কারণ একটাই । AUTO LIKER TOOLS SERVICE PROVIDER এখানে সেতুবন্ধন হিসেবে কাজ করে । মূলত এর ব্যবহারকারীরাই SERVICE PROVIDER . তাই ব্যবহারকারী যখন ইচ্ছা LIKE , REACTION , FOLLOWER সরিয়ে নিতে পারে । যার ফলে আমরা অর্থ ব্যয় করেও LIKE , REACTION , FOLLOWER পাই না ।
তবে আপনি যদি অর্থ ব্যয় করে LIKE , REACTION , FOLLOWER নিতে চান তাহলে টোলস এর উপর আস্থা না রেখে বিশ্বস্ত কোন SERVICE PROVIDER সমূহের কাছ থেকে LIKE , REACTION , FOLLOWER নিতে পারেন ।
সেক্ষেত্রে AUTO LIKER TOOLS SERVICE PROVIDER এর বিকল্প হিসেবে সাধারণ জনতা অর্থ গ্রহন করে । যা অনেকটাই বিশ্বস্ত ।
তবে আপনি যদি অর্থ ব্যয় করে LIKE , REACTION , FOLLOWER নিতে চান তাহলে টোলস এর উপর আস্থা না রেখে বিশ্বস্ত কোন SERVICE PROVIDER সমূহের কাছ থেকে LIKE , REACTION , FOLLOWER নিতে পারেন ।
সেক্ষেত্রে AUTO LIKER TOOLS SERVICE PROVIDER এর বিকল্প হিসেবে সাধারণ জনতা অর্থ গ্রহন করে । যা অনেকটাই বিশ্বস্ত ।
এক্ষেত্রে কারা সেরা ?
আমি কোন ওয়েবসাইট সাজেস্ট করে তাদেরকে প্রোমোট করব না । মূলত সেলিব্রিটিরা যেখান থেকে SERVICE গ্রহন করে তাদের যেকোন একটি থেকে নিলেই হলো । এ সম্পর্কে গুগল থেকে জেনে নিতে পারেন । অথবা , সহায়তার জন্য যোগাযোগ করুন ।
আমি রিকোমেন্ড করব এসবের পিছনে অর্থ ব্যয় না করাটাই শ্রেয় । কারণ এরা এক হাজার LIKE , REACTION , FOLLOWER এর জন্য 250 থেকে 800 টাকা নেয় । যার মধ্যে অনেক LIKE , REACTION , FOLLOWER সরে যায় ।
[ COMMENTS OR MAIL ]
আমি রিকোমেন্ড করব এসবের পিছনে অর্থ ব্যয় না করাটাই শ্রেয় । কারণ এরা এক হাজার LIKE , REACTION , FOLLOWER এর জন্য 250 থেকে 800 টাকা নেয় । যার মধ্যে অনেক LIKE , REACTION , FOLLOWER সরে যায় ।
অটো লাইকার টোলস কতটা ঝুঁকিপূর্ণ ?
AUTO LIKER TOOLS এপ্লিকেশন বা ওয়েবসাইট ব্যবহারের নেতিবাচক দিকগুলোর মধ্যে একাউন্ট ডিসেবল অন্যতম । অধিকাংশ AUTO LIKER TOOLS এপ্লিকেশন বা ওয়েবসাইটে ইউজার ইনফরমেশন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয় যা শতভাগ ঝুঁকিপূর্ণ একটি কাজ । তবে অনেক AUTO LIKER TOOLS SERVICE PROVIDER সমূহে একাউন্ট লগইনের ঝামেলা নেই ।
কিভাবে অটো লাইকার টোলস ব্যবহার করলে একাউন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা কম ?
ফেসবুক পোস্টে প্রতি পনেরো মিনিট অন্তর একবার এক ক্লিকে শতাধিক LIKE বা REACTION নেওয়া যায় । তাই মনকে তৃপ্ত রাখুন এবং প্রতি এক ঘন্টা অন্তর 100 LIKE বা REACTION নিন ।
ফেসবুকে FOLLOWER নেওয়ার ক্ষেত্রে প্রতি পাঁচ ঘন্টা অন্তর একবার 10 থেকে 30 জন ফলোয়ার নিন ।
ইনস্টাগ্রাম পোস্টে প্রতিবার এক ঘন্টা অন্তর এক ক্লিকে 10 থেকে 50 REACTION নিন এবং মনকে তৃপ্ত রাখুন ।
ইনস্টাগ্রামে FOLLOWER নেওয়ার ক্ষেত্রে প্রতিবার তিন ঘণ্টা অন্তর 10 থেকে 30 জন FOLLOWER নিন এবং মনকে তৃপ্ত রাখুন ।
ফেসবুকে FOLLOWER নেওয়ার ক্ষেত্রে প্রতি পাঁচ ঘন্টা অন্তর একবার 10 থেকে 30 জন ফলোয়ার নিন ।
ইনস্টাগ্রাম পোস্টে প্রতিবার এক ঘন্টা অন্তর এক ক্লিকে 10 থেকে 50 REACTION নিন এবং মনকে তৃপ্ত রাখুন ।
ইনস্টাগ্রামে FOLLOWER নেওয়ার ক্ষেত্রে প্রতিবার তিন ঘণ্টা অন্তর 10 থেকে 30 জন FOLLOWER নিন এবং মনকে তৃপ্ত রাখুন ।
NOTE : প্রতিদিন কয়েকটি করে পোস্ট করাটাও জরুরি । নতুবা কেউ কেন আপনাকে ফলো করবে ? এটা শুধুমাত্র আপনার - আমার চিন্তার বিষয় নয় এটা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে কর্মরত প্রত্যেক EMPLOYEE দের চিন্তার বিষয় । অতএব , সতর্ক থাকুন । বুদ্ধিমত্তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে কর্মরত EMPLOYEE দের থেকে এক ধাপ এগিয়ে নিয়মিত পোস্ট করুন । তবেই একাউন্ট ডিসেবল হওয়ার কোন সম্ভাবনা থাকবে না ।
2 Comments
Very Helpful Brother .
ReplyDeleteThanks .
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .