রুট শব্দটি এসেছে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের থেকে । লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের মধ্যে যাদের রুট প্রিভিলেজ বা সুপার ইউজার পারমিশন আছে তাদেরকে রুট ইউজার বলে ।
আমরা জানি এন্ড্রয়েড তৈরি করা হয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে । এন্ড্রয়েড ডিভাইসে সিস্টেম ফাইলকে পরিবর্তন , পরিবর্ধন করার অনুমতি আদায়কে এন্ড্রয়েড ডিভাইস রুট বলে । এককথায় ফোনকে ইচ্ছেমতো কাস্টমাইজ করার অনুমতি আদায়কে এন্ড্রয়েড ডিভাইস রুট বলে ।
রুট করার অর্থ এই যে আপনি ইচ্ছে করলে সিস্টেম ফাইলকেও পরিবর্তন , পরিবর্ধন করতে পারবেন , অপ্রয়োজনীয় সফটওয়্যার ডিলিট করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন , স্টোরেজ বাড়িয়ে আপনি আপনার ফোনকে সুপার ফাস্ট করতে পারবেন ।
আপনি হয়তো ভাবছেন কেন অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন আদায় করে নিতে হবে ? কেন আপনার ফোনকে আপনি ইচ্ছেমতো কাস্টমাইজ করতে পারবেন না ? ফোন ম্যানুফ্যাকচাররা আপনাকে অনেক কিছু করার পারমিশন দিলেও কিছু পারমিশন তারা দেয় না ( কিছু অনুমতি লক করে দেয় ) । এটা করা হয় আপনার ভালোর জন্যই । কারণ আপনাকে যদি আগে থেকেই রুট পারমিশন দেওয়া হয় তাহলে আপনি হয়তো ভূলবশত গুরুত্বপূর্ণ একটি সিস্টেম ফাইল ডিলিট করে দিতে পারেন , যার ফলে আপনার ফোনের সিস্টেম রান ( অকেজো হয়ে যেতে পারে ) নাও করতে পারে ।
আপনি হয়তো আশ্চর্য কিছু ফিচার উপভোগ করার জন্য সাধের ফোনটি রুট করার সিদ্ধান্ত নিলেন । প্রকৃতপক্ষে , ফোনকে ইচ্ছেমতো কাস্টমাইজ করা ছাড়া রুট করার বিশেষ কোন সুবিধা নেই । ফোন রুট করলে প্রথমত আপনি কোম্পানির ওয়ারেন্টি হারাবেন। তাছাড়া ফোন রুট অনেক ঝূঁকিপূর্ণ এর ফলে আপনার ফোনটি Died করতে পারে ( চিরদিনের জন্য বন্ধ ) । ফোন রুট করলে ফোনের কোন Security থাকবে না , ম্যালওয়্যার ভাইরাস খুব সহজেই ডুকে পড়বে । এবং ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে এবং ঠিকভাবে কাজ নাও করতে পারে । তাই আমি রিকোমেন্ড করব ফোন রুট করা থেকে বিরত থাকুন ।
© DEVELOPER SUGGESTION LLC
0 Comments
THANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .