এন্ড্রয়েড রুট করার সুবিধা সমূহ ।
কাস্টম রম : এন্ড্রয়েড ডিভাইস রুট করলে আপনি ফোনে কাস্টম রম ইন্সটল করার সুবিধা পাবেন । রম হচ্ছে Read Only Memory যার মধ্যে সিস্টেম ফাইল , আপনার ইনস্টল করা সফটওয়্যার , প্রয়োজনীয় ফাইল সংরক্ষিত থাকে । কাস্টম রম ইন্সটল করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফোনের পারফরম্যান্স তুলনামূলকভাবে বাড়িয়ে দিবে । কাস্টম রম ডেভেলপারদের মধ্যে Cyanogen Mod , Team Rouge , Team EOS , MIUI অধিক জনপ্রিয় ।
কাস্টম থিম : রুট করার পর আপনি আপনার ফোনে কাস্টম থিম ব্যবহারের সুযোগ পাবেন । কাস্টম থিম ব্যবহার করে ফোনের সৌন্দর্য বৃদ্ধি করে ফোনকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন ।
লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন : অনেকেই আছেন যারা পুরনো এন্ড্রয়েড ভার্সন নিয়ে নিজের মনকে সামলাতে পারছেন না । যেখানে আশেপাশের সবাই এন্ড্রয়েড ৯ , ১০ কিংবা এন্ড্রয়েড ১১ ব্যবহার করছে সেখানে আপনি এন্ড্রয়েড ৫ কিংবা ৬ নিয়ে সুখী নন । সেক্ষেত্রে আপনাকে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ফোনটিকে রুট করতে হবে ।
কাস্টম কার্নেল : অ্যান্ড্রয়েড ডিভাইস তার কমান্ড বা নির্দেশের উপর ভিত্তি করে কার্য সম্পাদন করে থাকে । আপনি ফোনের টাচ স্ক্রিনের কোথায় টাচ করছেন তার নির্দেশ গিয়ে পৌঁছায় কার্নেলের উপর । কার্নেল তখন সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনকে টাচ অনুযায়ী কাজ করার নির্দেশ দেয় । ফোনের কার্নেল আপডেটের মাধ্যমে ফোনের পারফরম্যান্স বৃদ্ধি করা সম্ভব ।
ব্যাকআপ তৈরি : রুট করার সব চাইতে বড় সুবিধা হচ্ছে ব্যাকআপ তৈরি করা । রুট করার পর আপনি আপনার ফোনের সবকিছুর ব্যাকআপ নিতে পারবেন । আপনি যদি ফোনে কাস্টম রম ইন্সটল করেন তখন যদি রমটি আপনার ভালো না লাগে তখন ব্যাকআপ ইনস্টল করার মাধ্যমে আপনি চাইলে সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসতে পারবেন । আবার ইচ্ছে করলেই ব্যাকআপ করা কাস্টম রম ইন্সটল করে আগের অবস্থায় ফিরে ফিরে আসতে পারবেন । অর্থাৎ যে অবস্থার ব্যাকআপ ইনস্টল করবেন সম্পূর্ণ সেই অবস্থায় ফিরে আসতে পারবেন । প্রত্যেকটি অ্যাপ সেই অবস্থায় ফিরে পাবেন এবং প্রত্যেকটি ফাইলও ।
মেমোরি ম্যানেজমেন্ট : রুট করার পর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার রেখে অপ্রয়োজনীয় সফটওয়্যার আপনার ফোন থেকে সরিয়ে ফেলতে পারবেন , কাস্টম অ্যাপ SD কার্ডে সরিয়ে ফেলতে পারবেন যার ফলে রম বৃদ্ধি পাবে । আর আমরা সবাই জানি ফোনের পারফরম্যান্স ফোনের স্টোরেজ এর উপর নির্ভরশীল ।
© DEVELOPER SUGGESTION LLC
0 Comments
THANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .