শুনতেই অবাক লাগলেও সত্য এই যে , আপনি চাইলেই এখন স্মার্টফোন দিয়ে একসাথে একাধিক উইন্ডো ব্যবহার করতে পারবেন ।


চিত্র : ANDROID 10 LOGO


এতদিন হয়তো মাল্টি উইন্ডো চালানোর জন্য গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন Launcher আপনার ফোনে Install করেছেন কিন্তু তার Home এর ডিজাইনটা মাইক্রোসফট উইন্ডোজ এর মতো হলেও কোন এপ্লিকেশন দিয়েই একাধিক উইন্ডো ব্যবহার করা যায় না । এসব এপ্লিকেশন প্রতারণার জন্যই তৈরি ( অদক্ষ এ্যাপ ডেভেলপাররা নিজেদের আয়ের জন্যই এসব এপ্লিকেশন ডেভেলপ করেছে ) ।


মাইক্রোসফট উইন্ডোজ এর মতো একাধিক উইন্ডো চালানো এন্ড্রয়েড ফোনে পূর্বে সম্ভব ছিল না । কিন্তু সম্প্রতি Google LLC এন্ড্রয়েড 10 বাজারে ছেড়েছে । সেখানে নতুন অনেক ফিচার যোগ করা হয়েছে । যার মধ্যে মাল্টি উইন্ডো চালানো অন্যতম ।



এন্ড্রয়েড 10 এ মাল্টি উইন্ডো চালানোর দুটি পদ্ধতি রয়েছে । একটি এন্ড্রয়েড 10 এর বিল্ড ইন পরিষেবা অন্যটি Task Bar এপ্লিকেশন । নিম্নে TASK BAR এপ্লিকেশন পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো :


প্রথমে গুগল প্লে স্টোর থেকে যন Task Bar এপ্লিকেশনটি ইন্সটল করুন । এই এপ্লিকেশনটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ফোন Rooted হতে হবে । নতুবা আপনি Task Bar এপ্লিকেশনটি ইন্সটল করার পরও আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে মাল্টি উইন্ডো পরিষেবা উপভোগ করতে পারবেন না ।


তবে যদি আপনি আপনার স্মার্টফোন Rooted না হয়ে থাকে এমন অবস্থায় এই ফিচারটি উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে VMOS এপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে । কারণ Task Bar এপ্লিকেশনটি শুধুমাত্র Rooted এন্ড্রয়েড ফোনেই ব্যবহার করা যায় । Task Bar সহ সমস্ত Rooted Support এপ্লিকেশন ব্যবহার করার জন্য আপনি VMOS অ্যাপটির সাহায্য নিতে পারেন । VMOS হচ্ছে Rooted Android OS . ফলে VMOS ইন্সটল করা থাকলে আপনি যেকোন Rooted Support এপ্লিকেশন আপনার এন্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন ।


আপনি যদি Task Bar এপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে মাল্টি উইন্ডো পরিষেবা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনি VMOS এপ্লিকেশনটি ইনস্টল করুন । আমার মতে ফোন Root না করাই শ্রেয় । কারণ ফোন রুট করা ঝূঁকিপূর্ণ ।


© DEVELOPER SUGGESTION LLC