এন্ড্রয়েড এর র‌্যাপিড ডেভেলোপমেন্ট আমাদের এনে দিয়েছে এন্ড্রয়েড 10 ( Q ) . এন্ড্রয়েড 10 এ বেশ কয়েকটি নতুন ফিচার যোগ করা হয়েছে তার মধ্যে Noise বা শব্দ অন্যতম ।


চিত্র : ANDROID 10


এন্ড্রয়েড 10 দিয়ে মনোরম পরিবেশে বিভিন্ন আওয়াজ উপভোগ করা যায় । মনে করুন আপনি কোন বনে গেলেন সেখানে অনেক পশু - পাখির আওয়াজ শুনা যাবে । সব আওয়াজ আপনার পছন্দ হবে না এটাই স্বাভাবিক । সেক্ষেত্রে এন্ড্রয়েড 10 আপনাদের পছন্দের পশু - পাখিদের আওয়াজ শুনতে বিশেষ ভাবে সহায়তা করবে । আপনি কোন শব্দটি শুনতে চাচ্ছেন তা সাউন্ড এম্প্লিফায়ার ( Sound Amplifier ) এর মাধ্যমে পরিষ্কার ভাবে শুনতে পারবেন । আবার চাইলেই যেকোন শব্দকে এড়িয়ে চলতে পারবেন । এই এপ্লিকেশনটি অটোমেটিক মোডেও ব্যবহার করা যায় ।


এই ফিচারটি উপভোগ করতে আমাদের একটি এপ্লিকেশন এর সহায়তা নিতে হবে । এপ্লিকেশনটির নাম সাউন্ড এম্প্লিফায়ার ( Sound Amplifier  ) . এই এপ্লিকেশনটি Google LLC দ্বারা ডেভেলপকৃত . এবং এটি Google Play Store থেকে ইন্সটল করার ব্যবস্থা রয়েছে ।


© DEVELOPER SUGGESTION LLC