ইমেইজ এবং ভিডিও ওয়েবসাইটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ । বিশেষ করে ব্লগ ওয়েবসাইটের জন্য ইমেইজ বাঞ্ছনীয় ।


ইমেইজ পাঠকদের ব্লগ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেয় ।



অনেক সময় দেখা যায় , পাঠক ব্লগ পরে কিছুই বুঝতে পারেননি । এর অন্যতম প্রধান কারণ হলো ভাষা । অঞ্চলভেদে বিভিন্ন ভাষার উৎপত্তি এবং ব্যবহার মানুষকে আলাদা আলাদা জাতিতে পরিণত করেছে । এছাড়াও অঞ্চলভেদে একটি ভাষার বিভিন্ন আঞ্চলিক রুপ থাকে যা অন্য অঞ্চলের মানুষের কাছে দুর্বোধ্য ।


[ ব্লগ বা ভিডিও দেখে অনেক সময় কিছুই বুঝা যায় না । এর অন্যতম প্রধান কারণ হলো আঞ্চলিক ভাষার ব্যবহার । আমরা সবাই জানি এক অঞ্চলের মানুষের ভাষা অন্য অঞ্চলের মানুষের কাছে অনেকটা কুকুর - বিড়ালের ভাষার মতোই অদ্ভুত । ]


তাই একজন ব্লগারের ( কনটেন্ট ক্রিয়েটর কিংবা ভিডিও টিউটরিয়াল ক্রিয়েটর - ইউটিউবার ) উচিৎ ব্লগে আঞ্চলিক ভাষার ব্যবহার না করে ভাষার প্রমিত রুপ ব্যবহার করা । আর এটাই একজন আদর্শ ব্লগারের বৈশিষ্ট্য ।


অতএব , স্পষ্টত এই যে ইমেইজ ব্লগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ ।


কিন্তু , ইমেইজ তৈরি করা অত্যন্ত কঠিন কাজ । আর সবাই ইমেইজ তৈরি করতে পারে না । সেক্ষেত্রে অনেকেই সার্চ ইঞ্জিনে ইমেইজ সার্চ করে এবং উক্ত ইমেইজ গুলো ডাউনলোড করে নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করে । যা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ ।


[ ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফটো কিংবা ইমেইজ গুলো ফটো কপিং হিসেবে গণ্য করা হবে ]


চিত্র : COPYRIGHT

ইন্টারনেটে যেসব ইমেইজ পাওয়া যায় তার অধিকাংশই ফটোগ্রাফারের তুলা এবং এসব তাদের সম্পত্তি । এসব ফটো তুলতে তাদের অনেক পরিশ্রম করতে হয় । বাকী ফটোগুলো যারা তৈরি করেছে তারা অনেক সময় ব্যয় করে , অনেক পরিশ্রম করে ইমেইজ গুলো তৈরি করেছে ।


আমি প্রথমেই বলেছি ইমেইজ তৈরি করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ । আপনার কাছে যেমন ব্লগ লিখা কষ্টসাধ্য তেমনি , একজন ফটোগ্রাফার কিংবা একজন গ্রাফিক্স ডিজাইনারের কাছেও তার কাজ কষ্টসাধ্য ।


আপনি যেমন আয়ের উদ্দেশ্য ব্লগ লিখছেন তেমনি তারাও আয়ের উদ্দেশ্যেই ফটো তুলে কিংবা গ্রাফিক্স ডিজাইন করে তৈরি করে । তাই কপিরাইট থেকে বিরত থাকুন ।


চিত্র : STOP COPYRIGHT

তবে মজার ব্যাপার হচ্ছে তারা একটি ফটো কিংবা ইমেইজ এর জন্য যে পরিমাণ অর্থ গ্রহণ করে তা আমাদের দেশের সাধারণ মানুষের কয়েক মাসের বেতনের সমান ।


প্রতিটি ফটো কিংবা ইমেইজ এর জন্য তারা $ 20 USD থেকে $ 1000 USD গ্রহণ করে । তবে আমরা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট গুলোর কাছে থেকে যেই ফটো কিংবা ইমেইজ গুলো ক্রয় করি তার মধ্যে একেক ওয়েবসাইট একেক পদ্ধতিতে ফটো কিংবা ইমেইজ বিক্রি করে । যেমন :

  • প্রতিটি ইমেইজ এর মূল্য $ 2 USD থেকে $ 1000 USD

  • প্রতি মাসে € 7.99 EURO + VAT এর বিনিময়ে আনলিমিটেড ইমেইজ অথবা ফটো ডাউনলোড ( শর্ত প্রযোজ্য - 1 YEAR SUBSCRIPTION )

  • প্রতি মাসে € 9.99 EURO + VAT এর বিনিময়ে আনলিমিটেড ইমেইজ অথবা ফটো ডাউনলোড ( শর্ত প্রযোজ্য )

  • প্রতিটি ফটো কিংবা ইমেইজ এর জন্য $ 4 USD করে 10 টি ফটো কিংবা ইমেইজ এর জন্য $ 40 USD

  • প্রতিটি ইমেইজ কিংবা ফটোর জন্য $ 12 USD


তবে অনেক ওয়েবসাইট ফ্রিতে ফটো কিংবা ইমেইজ ডাউনলোড করে ওয়েবসাইটে ব্যবহার করতে দেয় । এসব মূলত কপিরাইট ফ্রি ইমেইজ যা সবাই ব্যবহার করতে পারে ।


চিত্র : COPYRIGHT


নিম্নে কপিরাইট ফ্রি ইমেইজের জন্য সেরা কিছু ওয়েবসাইট সমূহ তুলে ধরা হলো :



Freerange ব্লগারদের জন্য সেরা একটি কপিরাইট ফ্রি স্টক ইমেইজ ওয়েবসাইট । বিশেষ করে ব্লগারদের কাছে এর অত্যাধিক জনপ্রিয়তা রয়েছে । দেশ - বিদেশের অনেকেই এই ওয়েবসাইটের ফটো কিংবা ইমেইজ গুলো নিজেদের ব্লগ ওয়েবসাইটে ব্যবহার করে থাকে ।



Canva ব্লগারদের কাছে অতি পরিচিত একটি নাম । ক্যানভা ডট কম বিশ্বের শীর্ষ ( টপ ) 50 ওয়েবসাইট গুলোর মধ্যে অবস্থান করছে ) । ক্যানভা এর বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়েবসাইটের সাহায্যে ফটো তৈরি করা যায় । এছাড়াও স্টক ইমেইজ গুলো কাস্টমাইজ করে নিজেদের ওয়েবসাইটে ফ্রিতে ব্যবহার করা যায় । এর অপব্যবহার করে অনেকেই Canva এর স্টক ইমেইজ গুলো কাস্টমাইজ করে সাধারণ মানুষের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে । আপনি চাইলে Canva এর স্টক ইমেইজ গুলো কাস্টমাইজ করে খুব সহজেই নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন ।



Unsplash হাই রেজুলেশনের ফটো কিংবা ইমেইজ ডাউনলোড করার সুবিধা দিয়ে থাকে । এবং কপিরাইট ফ্রি স্টক ইমেইজ ডাউনলোড করার জন্য এটি বেস্ট ওয়েবসাইট । এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেইজ পাওয়া যায় । এছাড়াও উক্ত সাইট থেকে আপনি যেকোনো ডিভাইসের জন্য হাই রেজুলেশনের ওয়েলপেপার ডাউনলোড করতে পারবেন ।



ফ্রিতে ইমেইজ , ফটো , অডিও কিংবা ভিডিও ডাউনলোড করার জন্য Pixabay হচ্ছে বেস্ট কপিরাইট ফ্রি স্টক ইমেইজ ওয়েবসাইট । এবং এখান থেকে ফ্রি ডেইটা ডাউনলোড করার ক্ষেত্রে একাউন্ট তৈরির প্রয়োজন পড়ে না ।



কপিরাইট ফ্রি ইমেইজ ডাউনলোড করার জন্য Pexels অত্যন্ত জনপ্রিয় একটি ফ্রি স্টক ওয়েবসাইট । আপনি খুব সহজেই এখান থেকে বিভিন্ন ধরনের ইমেইজ কিংবা ভিডিও ডাউনলোড করে নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন । কপিরাইট ফ্রি স্টক ইমেইজ ডাউনলোডের ক্ষেত্রে Pixels অনেক জনপ্রিয় ব্লগার এবং ইউটিউবারের প্রথম পছন্দ । এবং এখান থেকে ফ্রি ডেইটা ডাউনলোড করার ক্ষেত্রে একাউন্ট তৈরির প্রয়োজন পড়ে না ।



কপিরাইট ফ্রি ফটো কিংবা ইমেইজ এর পাশাপাশি আপনি যদি কপিরাইট ফ্রি ভেক্টর গ্রাফিক্স এবং ইলাস্ট্রেশনের ফ্রি বিপুল সম্ভার চান তাহলে Freepik ওয়েবসাইটটি আপনার জন্য । আপনি খুব সহজেই এখান থেকে বিভিন্ন ধরনের ইমেইজ কিংবা ভিডিও ডাউনলোড করে নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন ।


এছাড়াও কপিরাইট ফ্রি স্টক ইমেইজ ডাউনলোডের ক্ষেত্রে Stocksnap , Flickr , Life of Pix , Wikimedia , Burst , KaboomPics , Vintage Stock Photos , Gratisography , Libreshot , Negative Space এবং Reshot প্রভৃতির জনপ্রিয়তা উল্লেখযোগ্য ।


[ অসম্পূর্ণ - DEVELOPER SUGGESTION LLC এই ব্লগটি অসম্পূর্ণ হিসেবে গণ্য করছে । এবং দ্রুত এটি সম্পূর্ণ করতে কাজ করছে ]

© DEVELOPER SUGGESTION LLC