ইন্টারনেট প্রযুক্তির এই যুগে , আমরা সবাই কোন না কোন ভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত । কেউ হয়তো বিনোদনের মাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহার করছে আবার কেউ ইন্টারনেটের মাধ্যমে নিজেদের বিজনেস সামলাচ্ছেন ।

আমাদের মধ্যে প্রায় সবারই এখন ফেসবুকে পেজ রয়েছে কারো কারো হয়তো ওয়েবসাইটও ( ব্লগ , বিজনেস , পার্সোনাল কিংবা প্রাতিষ্ঠানিক ) রয়েছে । সেই ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজের লোগো ডিজাইন , পোস্টার ডিজাইন এবং এডস ডিজাইনের জন্য মাঝে মধ্যেই প্রফেশনাল ডেভেলপারদের শরনাপন্ন হতে হয় , এবং এসব কাজের জন্য তারা আমাদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা । অথচ আমরা ইচ্ছে করলে Canva এপ্লিকেশন দিয়ে খুব সহজেই নিজের মনের মতো লোগো ডিজাইন , পোস্টার ডিজাইন , এডস ডিজাইন করতে পারি ।

Canva এপ্লিকেশন ডেভেলপাররা এর মধ্যে লক্ষাধিক ডিজাইন করে রেখেছেন । আপনি খুব সহজেই আপনার পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করে কাস্টমাইজ করে নিজের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ব্যবহার করতে পারেন ।



CANVA এপ্লিকেশন দিয়ে কি কি করা যায় ?

  • লোগো ডিজাইন : গ্যামিং লোগো , ফ্যাশন লোগো , এনিমেটেড লোগো , বিউটি লোগো , এডোকেশন লোগো ইত্যাদি ।


  • ফেসবুক : ফেসবুক পোস্ট ডিজাইন , ফেসবুক কভার , ফেসবুক স্টোরি ডিজাইন , ফেসবুক এডস ডিজাইন ইত্যাদি ।


  • ইনস্টাগ্রাম : ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন , ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইন , ইনস্টাগ্রাম এডস ডিজাইন ইত্যাদি ।


  • ইউটিউব : ইউটিউব আইকন , ইউটিউব থাম্বেল , ইউটিউব চ্যানেল আর্ট , ফোড ইউটিউব থাম্বেল , মিউজিক ইউটিউব থাম্বেল , ইউটিউব ইন্ট্রো ইত্যাদি ।


  • কার্ড ডিজাইন : বিজনেস কার্ড , ইনভেটিশন কার্ড , বার্থ ডে কার্ড , ইভেন্ট কার্ড ডিজাইন ইত্যাদি ।


  • এছাড়াও Canva এ্যাপ্লিক্যাশন দিয়ে পোস্টার ডিজাইন , ফোন ওয়েলপেপার ডিজাইন , প্রেজেন্টেশন‌ , ভিডিও ডিজাইন , ইনফোগ্রাফিক্স ডিজাইন , ফ্লাইয়ারস ডিজাইন , মেনো ডিজাইন , মাইন্ড ম্যাপস ডিজাইন করা যায় । এককথায় , আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ডিজাইন প্রয়োজন তার অধিকাংশই Canva এপ্লিকেশন দিয়ে করা যায় ।


[ প্রিমিয়াম সংস্করণের জন্য যোগাযোগ করুন ]


© DEVELOPER SUGGESTION LLC