আমাদের মধ্যে অনেকেই এখন ইউটিউবার । কিছু কিছু ইউটিউবার ইউটিউবকে প্রফেশন হিসেবে গ্রহণ করেছেন । যাই হোক , ইউটিউবার হলেই তো হবে না ইউটিউবে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের ভিডিও তৈরি করতে হবে । কারণ ইউটিউবে বৃহৎ চ্যানেল গুলোর মধ্যে আপনার ভিডিওকে বিশেষভাবে প্রেজেন্ট করার মাধ্যমে ইউটিউবে শক্তভাবে জায়গা করে নিতে হবে । অনেকেরেই ভালো কোন ল্যাপটপ , ডেস্কটপ নেই । সেক্ষেত্রে স্মার্টফোন দিয়ে ভিডিও এডিটিং , তৈরি করতে হয় । আপনি যদি স্মার্টফোন দিয়ে ভিডিও তৈরি , এডিটিং এর কাজ করতে চান তবে আপনাকে ভালো কোন এপ্লিকেশনের সহায়তা নিতে হবে । নতুবা ভিডিও তৈরি আপনার জন্য সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে এবং ভালো মানের ভিডিও তৈরি করতে ব্যর্থ হবেন ।
চিত্র : VIDEO EDITING
ভিডিও এডিটিং এর জন্য বেস্ট কিছু এপ্লিকেশনের মধ্যে উল্লেখযোগ্য : ইনসুট , ভি - ইমেজ , এন্ড্রো ভিট , নি মাস্টার ইত্যাদি । আপনি যদি ভিডিও তৈরি , এডিটিং এর ক্ষেত্রে এই এ্যাপ্লিকেশগুলো ব্যবহার করেন , তাহলে দ্বিতীয় কোন এপ্লিকেশনের প্রয়োজন হবে না ।
ইনসুট ( InShot ) : স্মার্টফোন দিয়ে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ইনসুট হচ্ছে বেস্ট এ্যাপ্লিকেশন । এর মাধ্যমে আমার খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারি । এছাড়াও ইনসুট এর বিশেষত্ব হলো এই এ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে ভিডিও তৈরিও করা যায় । ফ্রি সংস্করণে ইনসুট দিয়ে আকর্ষণীয় ভিডিও এডিটিং করা যায় । তবে , সবগুলো ফিচার উপভোগ করতে হলে এর প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করতে হবে । আপনি চাইলে খুব সহজেই ইনসুট এ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন । ইনসুট অ্যাপ ডেভেলপাররা এর মধ্যে অসাধারণ কিছু ফিচার যোগ করেছে । এই এ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি ইনস্টাগ্রাম , ফেসবুক , টুইটার এবং ইউটিউব এর জন্য ভিডিও তৈরি করতে পারবেন । আপনি যদি একটি এ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং এর কাজ করতে চান তাহলে ইনসুট আপনার জন্য আবশ্যক ।
ভি - ইমেজ ( VIMAGE ) : সাধারণত ভিডিওতে বিভিন্ন প্রকার 3D ইফেক্ট যোগ করার জন্য ভি ইমেজ এ্যাপ্লিকেশনটি ব্যবহৃত হয় । ফলে ভি ইমেজ ব্যবহারের মাধ্যমে আপনি স্মার্টফোন দিয়ে খুব সহজেই প্রফেশনাল এডিটরদের মতো ভিডিও এডিটিং করতে পারেন । তবে এই এপ্লিকেশনটি সহায়ক এ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করাই শ্রেয় । কারণ ভি ইমেজ দিয়ে 1 মিনিটের ভিডিও তৈরি করা যায় । আর এই এ্যাপ্লিকেশনটিকে আপনি ইফেক্ট যোগ করার জন্য ব্যবহার করলেই ভালো হয় । ভি - ইমেজে এপ্লিকেশন এর সমস্ত ফিচার উপভোগ করতে প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করা অত্যাবশ্যক ।
এন্ড্রো ভিড ( AndroVid ) : এন্ড্রো ভিড ভিডিও এডিটিং এর জন্য ব্যবহৃত অতি পরিচিত একটি এন্ড্রয়েড এ্যাপ্লিকেশন । আপনি যদি ভিডিওতে আকর্ষণীয় ফিল্টার যোগ করতে চান তাহলে এন্ড্রো ভিট এ্যাপ্লিকেশনটি আপনার জন্য । এন্ড্রো ভিট এপ্লিকেশন দিয়ে খুব সহজেই ভিডিওতে প্রফেশনাল লোক যোগ করা যায় । এছাড়াও এই এ্যাপ্লিকেশনটির আরো অনেক আকর্ষণীয় কিছু ফিচার রয়েছে ।
নি মাস্টার ( KineMaster ) : আপনি যদি কখনো ভিডিও এডিটিং করে থাকেন অথবা একজন ইউটিউবার হন তবে অবশ্যই আপনি নি মাস্টার এ্যাপ্লিকেশনটির সাথে পরিচিত । কারণ নি মাস্টার ইউটিউবারদের কাছে একটি পরিচিত নাম । নি মাস্টার দিয়ে আপনি খুব সহজেই ভিডিওতে ইন্ট্রো যোগ করতে পারেন । এছাড়াও নি মাস্টার দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করা যায় । এর মধ্যে রয়েছে বেশ কিছু টোলস যা ভিডিও এডিটরদের বিশেষভাবে সহায়তা প্রদান করে । এই এ্যাপ্লিকেশনটি দিয়েও আপনি ইনস্টাগ্রাম , ফেসবুক , টুইটার এবং ইউটিউব এর জন্য ভিডিও তৈরি করতে পারবেন ।
[ প্রিমিয়াম সংস্করণের জন্য যোগাযোগ করুন ]
© DEVELOPER SUGGESTION LLC
0 Comments
THANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .