এনএফসি এর পূর্ণরূপ Near Field Communication . এনএফসি হলো কিছু স্ট্যান্ডার্ড যা রেডিও সিগন্যাল ব্যবহার করে স্মার্টফোন এবং অন্যান্য পোর্টেবল কিংবা ফিক্সড ডিভাইসগুলোকে যোগাযোগ করতে সাহায্য করে । এনএফসি এর স্ট্যান্ডার্ড ISO/IEC 1443 এবং ISO/IEC 18000-3 . এনএফসি মূলত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID এর মতো কাজ করে , কিন্তু এনএফসি এর যোগাযোগ সীমানা RFID এর থেকে অনেক কম । এনএফসি এ কভারেজ এরিয়া শুধু 4 সে.মি. থেকে 10 সে.মি. পর্যন্ত । দুটি ডিভাইস পাশাপাশি রাখলে এনএফসি ডেইটা আদান - প্রদান করতে পারে ।


চিত্র : NFC

 এনএফসি ডিভাইস সাধারণত দুই প্রকার :

1. এক্টিভ : এটি একটি দ্বিমুখী কমিউনিকেশন ডিভাইস । একটি এক্টিভ ডিভাইস অন্য যেকোনো এক্টিভ কিংবা প্যাসিভ ডিভাইসে কানেক্ট হতে পারে এবং ডেইটা আদান - প্রদান করতে পারে ।

 2. প্যাসিভ : ছোটখাটো ডেইটা ট্রান্সমিটারের ক্ষেত্রে যেসব এনএফসি ডিভাইস এক্টিভ ডিভাইসে ডেইটা ট্রান্সফার করে কিন্তু তাদের কোন প্রকার ব্যাটারি কিংবা অন্য কোন পাওয়ার সাপ্লাই মাধ্যম থাকে না  অর্থাৎ পাওয়ার সাপ্লাই ছাড়াই ডেইটা ট্রান্সফার করে থাকে তাদের প্যাসিভ এনএফসি ডিভাইস বলে । একটি প্যাসিভ এনএফসি ডিভাইস অন্য একটি প্যাসিভ এনএফসি ডিভাইসে কানেক্ট হতে পারে না । এরা কোন প্রকার ডেইটা প্রসেসিং করতে পারে না শুধু অন্য একটি এক্টিভ ডিভাইসে ডেইটা প্রেরণ করতে পারে । এটি একটি একমুখী কমিউনিকেশন ডিভাইস ।


এনএফসি প্রযুক্তির ব্যবহার :

  • দ্রুত ডেইটা ডাউনলোড করার জন্য ।
  • সিকিউরিটি পাথ হিসেবে ।
  • ডেবিট , ক্রেডিট কার্ডে
  • টোল পরিশোধ কার্ডে ।
  • ইলেকট্রনিক হেলথ কার্ডে ।
  • যানবাহনের ভাড়া পরিশোধ কার্ডে ইত্যাদি ।

© DEVELOPER SUGGESTION LLC