মজিলা ফায়ারফক্স হচ্ছে একটি ওয়েব ব্রাউজার এবং ফিড রিডার । ব্লেক অ্যারন রস একজন আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনি ডেভ হায়াটের সাথে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ডেভেলপ করেন ।
23 সেপ্টেম্বর , 2002 সালে ফায়ারফক্স এর প্রথম ভার্সন প্রকাশিত হয় । বেটা অবস্থায় অবস্থায় থাকাকালীন ফায়ারফক্সের গতি , নিরাপত্তা ও এড - অনের জন্যে টেস্টারদের থেকে বেশ প্রশংসা কুড়োয় ।
নভেম্বর 2004 সালে মুক্তি পাওয়া মজিলা ফায়ারফক্স 9 মাসে 60 লক্ষবার ডাউনলোডের মাধ্যমে এটি ইন্টারনেট এক্সপ্লোরারের রাজত্বে হানা দেয় ।
2009 সালের শেষের দিকে ফায়ারফক্সের ব্যবহারকারী 32% এ উপনীত হয় , এবং ক্ষণিকের জন্যে এটা স্থান করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারের মধ্যে ।
যদিও গুগল ক্রোমের সাথে প্রতিযোগিতায় মজিলা ফায়ারফক্স স্থানচ্যুত হয় । স্ট্যাটকাউন্টারের পরিসংখ্যানে মার্চ 2018 এর হিসাব অনুযায়ী , ফায়ারফক্সের 11.59 শতাংশ অংশ আছে ডেস্কটপ ব্রাউজারে , যেটি এটাকে দ্বিতীয় জনপ্রিয় ব্রাউজারে পরিণত করেছে । কিউবায় এবং ইরিট্রেয়ায় ফায়ারফক্স এখনও সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার । মোজিলার মতে , ডিসেম্বর 2014 এর হিসাব অনুযায়ী , বিশ্বব্যাপী 50 কোটি ফায়ারফক্স ব্যবহারকারী ছিলো । 2009 সালে গুগল ক্রোম বাজারে আসার পর মজিলা ফায়ারফক্স এর ব্যবহারকারী ক্রমান্বয়ে কমতে থাকে । এরপর থেকে মজিলার ভাগ্য বদলাতে শুরু করে । বর্তমানে গুগলের ক্রোম ব্রাউজার সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার । ফোন ও ট্যাবলেটের ক্ষেত্রে মজিলাকে একেবারেই সরিয়ে দিয়েছে গুগল । ক্রোমের সঙ্গে টক্কর বেশ কয়েক বছর ধরে ফায়ারফক্স কোয়ান্টাম নিয়ে কাজ করছে মজিলা । তবে 2018 - 2019 এ ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের গোপনীয়তা সংক্রান্ত তথ্য প্রকাশ হওয়ায় ক্রোম ব্যবহারকারীরা আবার মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার শুরু করে ।
বর্তমানে মজিলা ফায়ারফক্স জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার এবং এর সিকিউরিটি সিস্টেম একটু এডভান্স । মজিলা ফায়ারফক্স ম্যালওয়্যার এবং হ্যাকারদের থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করে । মজিলা ফায়ারফক্স ব্রাউজার সন্দেহজনক সাইটে প্রবেশ এবং ভাইরাস , ম্যালওয়্যার সংক্রামিত ফাইল ডাউনলোড করার আগে সতর্ক বার্তা প্রদান করে । মজিলা ফায়ারফক্স ব্রাউজার এন্টি - ভাইরাস এবং এন্টি - স্পাইওয়্যার দ্বারা সুরক্ষিত । এছাড়াও মজিলা ফায়ারফক্স আরো বেশ কিছু এডভান্স সিকিউরিটি সুবিধা দিয়ে থাকে । মজিলা ফায়ারফক্স অনেকটা আকর্ষণীয় বিশেষ করে এর ফ্রন্ট এবং আইকনের জন্য । মজিলা ফায়ারফক্স সি++ , জাভাস্ক্রিপ্ট , এইচটিএমএল , সি , রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডেভেলপ করা হয়েছে । মজিলা ফায়ারফক্স বর্তমানে 91 টিরও বেশি ভাষায় উপলব্ধ । বলতেই হবে , মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীর নিরাপদ ব্রাউজিং নিশ্চিত করে । শুরু থেকেই মজিলা ব্যবহারকারীদের বিশ্বস্ততা রক্ষা আসছে ।
© DEVELOPER SUGGESTION LLC
0 Comments
THANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .