লাই - ফাই ( LI - FI ) এর পূর্ণ রূপ Light-Fidelity . প্রোফেসার হারাল্ড হস ২০১১ সালে সর্বপ্রথম লাই - ফাই প্রযুক্তিটি সবার সামনে তুলে ধরেন । তিনি দেখান কিভাবে লাইট এর সাহায্যে যোগাযোগ স্থাপন করা যায় । এখানেই দমে যাননি প্রোফেসার হারাল্ড হস পরবর্তী 7 মাস এ নিয়ে বিষদ গবেষণা করেন এবং প্রমাণ করেন যে লাই - ফাই প্রযুক্তিটি ওয়াই - ফাই এর তুলনায় অনেক বেশি দ্রুতগামী ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি ।
বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় 64% ব্যবহারকারী ওয়াই - ফাই ব্যবহার করে । ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে ওয়াই - ফাই ব্যবহারকারীর সংখ্যাও । তাই দ্রুতগামী ইন্টারনেট নিশ্চিত করতে লাইফাই প্রযুক্তির উদ্ভাবন । লাই - ফাই , ওয়াই - ফাই এর মতোই একটি ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম যা ওয়াই - ফাই এর তুলনায় 100 গুন দ্রুত ইন্টারনেট নিশ্চিত করবে । লাই - ফাই প্রযুক্তিতে তারের কোন প্রয়োজন পরবে না । লাইফাই প্রযুক্তিটি Visible Light Communication ( VLC ) ধারনার উপর কাজ করবে । শুধুমাত্র বাসার লাইটের সুইচ অন করার মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করবে প্রযুক্তিটি । লাই - ফাই এমন একটি ওয়্যারলেস অপটিক্যাল নেটওয়ার্কিং প্রযুক্তি যেটি LED লাইট এর সাহায্যে ডেইটা ট্রান্সমিশন করবে । লাই - ফাই অনেকটা ওয়াই - ফাই এর মতোই কাজ করবে । ওয়াই - ফাই ডেইটা ট্রান্সমিশন করে থাকে রেডিও ওয়েভ এর সাহায্যে আর লাই - ফাই ডেইটা ট্রান্সমিশন করে থাকে লাইট এর সাহায্যে যা কিনা রেডিও ওয়েব থেকে প্রায় হাজার গুণ দ্রুতগতির ।
© DEVELOPER SUGGESTION LLC
1 Comments
Great
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .