গুগল ক্রোম গুগল এলএলসির একটি ওয়েব ব্রাউজার । গুগলের সার্ভিস সম্পর্কে আমরা সবাই জানি । গুগল মানেই এডভান্স কিছু । তৎকালীন  গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এমারসন ছয় বছর ধরে একটি ওয়েব ব্রাউজার তৈরির চেষ্টা করছিলেন । তখন গুগল ছিল ছোট একটি কোম্পানি । আর একারণেই এরিক এমারসন ওয়েব ব্রাউজারের প্রতিযোগিতায় গুগলকে আনতে চাননি ।


চিত্র : GOOGLE CHROME

পরে সের্গেই ব্রিন ও ল্যারি পেইজ কে নিয়ে যখন গুগল সফলতার মুখ দেখে তখন তিনি মোজিলা ফায়ারফক্স ওয়েব ডেভেলপারদের মধ্যে থেকে কয়েকজনকে ভাড়া করে আনেন এবং ক্রোম নামে একটি খসড়া ওয়েব ব্রাউজার তৈরি করেন । ব্রাউজারটির ডিজাইন এরিক এমারসনের পছন্দ হওয়ায় তিনি  ব্রাউজারটি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেন ।


চিত্র : GOOGLE CHROME

গুগল ক্রোম 2008 সালে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রকাশ করা হয় । এরপর ক্রমান্বয়ে এটি লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোসহ অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয় ।


চিত্র : GOOGLE CHROME

আজ গুগল ক্রোম সর্বাধিক জনপ্রিয় ওয়েব ব্রাউজার । গুগল ক্রোম জনপ্রিয় হওয়ার বেশ কিছু কারণ আছে । গুগল ক্রোম ম্যালওয়্যার এবং হ্যাকারদের থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে শক্ত ভূমিকা পালন করে । ক্রোম ব্রাউজার সন্দেহজনক সাইটে প্রবেশ এবং ভাইরাস , ম্যালওয়্যার সংক্রামিত ফাইল ডাউনলোড করার আগে সতর্ক বার্তা প্রদান করে । গুগল ক্রোম ব্রাউজার এন্টি - ভাইরাস এবং এন্টি - স্পাইওয়্যার দ্বারা সুরক্ষিত । এছাড়াও গুগল ক্রোম আরো বেশ কিছু  এডভান্স সিকিউরিটি সুবিধা দিয়ে থাকে । যার জন্যই মূলত আজকের বাজারে গুগল ক্রোম ব্রাউজার শক্ত অবস্থানে রয়েছে । গুগল ক্রোম জনপ্রিয় হওয়ার পেছনে আরেক কারণ এন্ড্রয়েড এর উন্নয়ন । বর্তমান স্মার্টফোন বাজারে এন্ড্রয়েড রাজত্ব করছে । এন্ড্রয়েড যেহেতু গুগলের অপারেটিং সিস্টেম তাই প্রতিটি এন্ড্রয়েড ফোনে আগে থেকেই গুগল ক্রোম ইনস্টল ( প্রি ইন্সটল ) করা থাকে । তবে প্রি ইন্সটলের জন্য নয় প্রকৃতপক্ষে সহজ ব্যবহারের জন্যই গুগল ক্রোম এত জনপ্রিয় । গুগল ক্রোম ব্রাউজার সি , সি ++ , জাভা , জাভা স্ক্রিপ্ট এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি । বর্তমানে গুগল ক্রোম 47 টি ভাষায় উপলব্ধ । গুগল ক্রোম ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে যেমন গুগল ক্রোম ব্যবহার করে যেকোনো ওয়েব পেজকে ( উল্লেখ 108 টি ভাষার মধ্যে অন্তর্ভুক্ত ওয়েব পেজকে 1 ক্লিকে ) মাতৃভাষায় রূপান্তর করা যায় । এর ফলে যেকোন ভাষার ওয়েব পেজকে পাঠক সহজেই মাতৃভাষায় রূপান্তর করে পড়তে পারে ।


তবে গুগলে কখনোই অপরাধ সংক্রান্ত তথ্য সার্চ করা উচিৎ নয় । সেক্ষেত্রে টর ব্রাউজার , ডাক ডাক গো কিংবা অন্যান্য প্রাইভেট ব্রাউজার ব্যবহার করা উচিৎ ।


© DEVELOPER SUGGESTION LLC