লিংক শেয়ারে সতর্কতা :
অনেকেই আছেন যারা নিজেদের সাইটে ( ওয়েবসাইটে ) ভিজিটর বাড়ানোর উদ্দেশ্যে ফেসবুক , টুইটার , ইন্সটাগ্রাম এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেদের সাইটের লিংক শেয়ার করে থাকেন । আপনি হয়তো ভাবছেন ফেসবুক , টুইটার , ইন্সটাগ্রাম এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেহেতু শত শত কোটি ইউজার রয়েছে তাদের মধ্যে অনেকেই হয়তো আপনার শেয়ার করা লিংকে ক্লিক করবে । যদি এরকমটা ভেবে থাকেন তাহলে আপনি ভূল করছেন । কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের কমিউনিটি স্টেন্ডার্ড'স এ এসব গ্রহণযোগ্য নয় । আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনার সাইটের লিংক একাধিকবার শেয়ার করেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনার সাইট চিরকালের জন্য ব্লক করে দেওয়া হবে । তখন আপনি আর কোনদিন আপনার সাইটের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পারবেন না এবং লিংকগুলো ম্যাসেজেও কাউকে প্রেরণ করতে পারবেন না । তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লিংক শেয়ারে সতর্ক হোন ।
কখন আপনার সাইটকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করবে ?
লিংক শেয়ারের নিয়ম :
লিংক শেয়ার করার কিছু নিয়ম রয়েছে । যা মেনে চললে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনার সাইটের লিংক শেয়ার করতে পারেন । আপনি কমপক্ষে প্রতি পাঁচ থেকে ত্রিশ মিনিট অন্তর একটি লিংক শেয়ার করুন তাহলে এরকম সমস্যায় পড়তে হবে না । আপনার সাইটে স্প্যাম , ফিশিং এবং এ জাতীয় পোস্ট করা থেকে বিরত থাকুন । শুধুমাত্র একটি কপিরাইট পোস্টের জন্যও আপনার সাইট ব্লক করা হতে পারে । তাই এ বিষয়ে সতর্ক হোন ।
বি : দ্র :
আজকাল ইউটিউব চ্যানেল , ব্লগ এবং ওয়েবসাইটে বুদ্ধি দাতার অভাব নেই । যারা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাইটের লিংক শেয়ারের মাধ্যমে ভিজিটর বাড়ানোর পরামর্শ দেয় । আমি রিকোমেন্ড করব তাদের থেকে দূরে থাকুন । কারণ আজকাল প্রায় সবারই এক বা একাধিক ইউটিউব চ্যানেল , ব্লগ সাইট , ওয়েবসাইট রয়েছে । এসবে নিয়মিত পোস্ট করার জন্য ভূল তথ্য দিয়ে নিজেদের আয় বাড়ানোই তাদের মূল উদ্দেশ্য । তাই তাদের থেকে দূরে থাকুন ।
© DEVELOPER SUGGESTION LLC
3 Comments
Very Helpful Post
ReplyDeleteGreat ������
ReplyDeleteI face this problem.really , This post is very helpful.
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .