কি - বোর্ড কতটুকু এক্সেস নিতে পারে ?


আমরা কি - বোর্ড সফটওয়্যার দ্বারা যা লিখি তার সবই আমাদের ব্যবহৃত কি - বোর্ড সফটওয়্যার প্রোভাইডার দল খুব সহজেই জানতে পারে । এক্ষেত্রে আমরা কার সাথে কি বার্তা প্রেরণ করছি অথবা গ্রহণ করছি তার সবই উক্ত সফটওয়্যার প্রোভাইডার দল জানতে পারে । যার ফলে আমাদের গোপনীয়তা নষ্ট হয় ।



চিত্র : KEYBOARD


আমরা কি - বোর্ড সফটওয়্যার ব্যবহার করে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং পাসওয়ার্ড ( ব্যাংক একাউন্ট , ক্রেডিট কার্ড , ডেবিট কার্ড , সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য একাউন্ট ইনফরমেশন  এবং পাসওয়ার্ড ) লিখি তার সবই আমাদের ব্যবহৃত কি - বোর্ড সফটওয়্যার প্রোভাইডার দল জানতে পারে । যার ফলে উক্ত কি - বোর্ড সফটওয়্যার প্রোভাইডার দল খুব সহজেই আপনার একাউন্ট এর এক্সেস ( হ্যাক করতে ) নিতে পারে ।


চিত্র : KEYBOARD


কোন প্রতিষ্ঠানের কি - বোর্ড সফটওয়্যার ব্যবহার করা উচিৎ


আমাদের ফোন ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান আমাদের একটি কি - বোর্ড সফটওয়্যার প্রি - ইনস্টল করে দেয় । আমি রিকোমেন্ড করব আপনি ফোনে ইন্সটল করা কি-বোর্ড সফটওয়্যারটি ব্যবহার করুন ( স্যামসাং , শাওমি , অপো , ভিভো , রিয়েলমি ইত্যাদি ) । আর আপনি যদি এন্ড্রয়েড ইউজার হন তবে আপনার ফোনে অবশ্যই গুগলের Gboard ইন্সটল করা থাকবে , সেক্ষেত্রে আপনি Gboard ব্যবহার করতে পারেন ।


অনেকেই আছেন যারা বাংলা টাইপিং করতে এক্সটারনাল কি - বোর্ড সফটওয়্যার ব্যবহার করেন । Gboard , স্যামসাং , শাওমি , অপো ভিভো প্রত্যেকটি কি - বোর্ড এর মাধ্যমে বাংলা লিখা যায় । আমি রিকোমেন্ড করব Gboard ব্যবহার করুন । কারণ Gboard দ্বারা বাংলা লিখা সবচেয়ে সহজ এবং আমার মতে বাংলা লিখার জন্য Gboard এর চেয়ে সহজ কোন কি - বোর্ড নেই । আপনি যদি Gboard দিয়ে বাংলা লিখতে চান তবে আপনাকে যেতে হবে  Setting > System > Language And Input > Language এবং বাংলা এড করে নিতে হবে ।


আবার অনেকেই আছেন যারা আকর্ষণীয় থিম ব্যবহার করতে এক্সটারনাল কি - বোর্ড সফটওয়্যার ব্যবহার করে । আপনি Gboard এও আকর্ষণীয় থিম ব্যবহার এবং কাস্ট থিম ডিজাইন করতে পারবেন ।


Gboard কি সুরক্ষিত ?


আপনি যদি এন্ড্রয়েড ইউজার হন তবে গুগল এমনিতেই আপনার এক্সেস নিতে পারবে । কারণ এন্ড্রয়েড গুগলের নির্মিত অপারেটিং সিস্টেম । আর এন্ড্রয়েড ফোনে যে সফটওয়্যার গুলো ইন্সটল করা থাকে তার বেশীরভাগই গুগলের সফটওয়্যার । তো গুগলের ফোন ব্যবহার করে যদি গুগলকে অবিশ্বাস করেন তবে সেটা সত্যিই হাস্যকর । গুগল এমনিতেই খুব ভালো সার্ভিস দেয় । তবে কোন কারণে গুগল ক্রোম ব্যবহারকারীদের কিছু গোপনীয় তথ্য প্রকাশিত হওয়ার কারণে গুগলের নাম খারাপ হয়েছিল । তবে আমি মনে করি গুগল অন্য সার্ভিস প্রোভাইডারদের থেকে অনেক নিরাপদ ।


চিত্র : GBOARD

এক্সটারনাল কি - বোর্ড সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্যণীয় বিষয় :


আপনি যদি এক্সটারনাল কি - বোর্ড সফটওয়্যার ব্যবহার করে কমফোর্টেবল অনুভব করেন তবে ব্যবহারের সময় কি - বোর্ড সফটওয়্যারটির কোন কোন পারমিশন এলাও করছেন তা লক্ষ্য করুন । তবেই আপনি কিছুটা সুরক্ষিত থাকতে পারবেন ।