ফিশিং কি ?
কারো গুরুত্বপূর্ণ তথ্য হাতানোর উদ্দেশ্যে বিশ্বস্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহারকে ফিশিং বলা হয় । ফিশিং এক ধরনের প্রতারণা । এক্ষেত্রে বিশ্বস্ত প্রতিষ্ঠানের লগিন পেইজকে নকল করে একটি ফেইক পেইজ তৈরি করে তা ভিক্টিমকে প্রেরণ করা হয় । এবং ভিক্টিম সেই পেইজকে আসল মনে করে ইউজার ( একাউন্ট ) ইনফরমেশন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলে ভিক্টিম এর একাউন্ট ইনফরমেশন এবং পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে যায় । এর ফলে হ্যাকার খুব সহজেই ভিক্টিম এর এক্সেস নিতে পারে ।
চিত্র : PHISHING
চিত্র : PHISHING
ফিশিং কেন করা হয় ?
ভিক্টিম এর এক্সেস নেওয়ার জন্য ফিশিং করা হয় । ফিশিং এর মাধ্যমে হ্যাকাররা আপনার সকল তথ্য জানতে পারে । যেমন :
- ব্যাংক এর তথ্য
- ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড এর তথ্য
- সামাজিক যোগাযোগ মাধ্যম এর তথ্য
- বিভিন্ন একাউন্ট এর তথ্য ইত্যাদি
কিভাবে ফিশিং থেকে বাঁচবেন ?
- কেউ কোন লিংক শেয়ার করলে তাতে কখনোই একাউন্ট ইনফরমেশন এবং পাসওয়ার্ড দিবেন না ।
- ইউ.আর.এল চেক করুন । যেমন : (i) facebook.com / faceb00k.com (ii) google.com / g00gle.com (iii) microsoft.com / micr0s0ft.com
- ওয়েবসাইটির সকল তথ্য চেক করুন । যেমন : (i) ওয়েব সাইটটি কবে কোন লোকেশন থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে (ii) ওয়েব সাইটটি কি আসল অথবা নকল (iii) ওয়েবসাইট এর প্রধান এর মেইল এড্রেস , ফোন নাম্বার এবং অন্যান্য তথ্য । ওয়েবসাইট এর তথ্য জানতে DOMAIN BIG DATA - তে যান । এখানে পৃথিবীর সকল সাইট এর সকল তথ্য জানতে পারবেন ( অধিকাংশ ) ।
বি : দ্র : কম্পিউটারে ওয়েবসাইট এর ইউ.আর.এল স্পষ্ট বোঝা গেলেও মোবাইল ফোনে ইউ.আর.এল স্পষ্ট বোঝা যায় না । হ্যাকাররা এর সুযোগ নিয়ে ব্যাংক একাউন্ট , ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড , সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য একাউন্ট এর লগিন পেজ তৈরি করে যা দেখতে আসল ওয়েবসাইটের মতোই । তাই এসব অনেকই না বুঝেই একাউন্ট ইনফরমেশন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে যার ফলে হ্যাকার খুব সহজেই ভিক্টিম এর এক্সেস নিতে পারে । এক্ষেত্রে প্রয়োজন একটু সতর্ক নজরদারি । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়েব সাইটটির সকল ইনফরমেশন । যা DOMAIN BIG DATA থেকে খুব সহজেই জানতে পারবেন ।
0 Comments
THANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .