কালি লিন্যাক্স একটি ডেবিয়ান লিনাক্স ডিস্ট্রিবিউশন যা Offensive Security Ltd দ্বারা ডেভেলপকৃত । কালি লিন্যাক্সে বেশ কিছু প্রয়োজনীয় টুলস বিল্ট ইন দেওয়া থাকে ।
কলি লিনাক্স ( ব্যাকট্রেক - কালি লিনাক্সের প্রথম ভার্সন ) ডিজিটাল ফরেনসিক এবং পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য ডিজাইন করা হলেও বর্তমানে এই টুলস গুলো পেমেন্টেশন টেস্টিং , সিকিউরিটি রিসার্চ, কম্পিউটার ফরেন্সিকস এবং রিভারস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বহুল ব্যবহৃত ।
সর্বপ্রথম লিনাস টরভাল্ড 1991 সালে লিনাক্স অপারেটিং সিস্টেম কার্নেলটি তৈরি করেন । লিনাক্স শুরু থেকেই একটি উনমুক্ত অপারেটিং সিস্টেম । যা বর্তমানে লিনাক্স মেনফ্রেম কম্পিউটার এবং বড় বড় সার্ভারে বহুল ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম ।
প্রকৃতপক্ষে , কালি লিনাক্স ব্যাকট্রেক লিনাক্সের একটি উন্নত সংস্করণ , যা 20 সেপ্টেম্বর 2017 তে অবমুক্ত করা হয় । যেখানে ব্যাকট্রেকের চেয়ে বেশি টুল যুক্ত করা হয়েছে ।
কালি লিনাক্স দিয়ে ওয়েবসাইট হ্যাক করা , সার্ভার থেকে তথ্য হাইজ্যাক করা , ইন্টারনেটের সাথে যুক্ত যেকোনো জিনিস অ্যাক্সেস করা , পেনিট্রেশন টেস্টিং করা , ওয়েবসাইটে ত্রুটি খোঁজা ইত্যাদি করা যায় ।
কালি লিনাক্সে 300 টিরও অধিক ( বেশি ) পেনিট্রেশন টেস্টিং সফটওয়্যার প্রি - ইন্সটল থাকে । যার ফলে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ও হ্যাকারদের কাছে এই অপারেটিং সিস্টেম অত্যাধিক ব্যবহৃত এবং জনপ্রিয় । কিন্তু , সাধারন ব্যবহারকারী কিংবা গেমার , ওয়েব ডেভেলপার , এ্যাপ ডেভেলপারদের জন্য কলি লিনাক্স আদর্শ প্ল্যাটফর্ম নয় ।
কালি লিনাক্সের আগে ছিল ব্যাকট্র্যাক নামে একটি ডিস্ট্রিবিউশন , যা মাতি আহরণী এবং ডেভন কয়ার্নসের তৈরি । পর্যায়ক্রমে ব্যাকট্রেক 2 , ব্যাকট্রেক 3 , ব্যাকট্রেক 4 এবং ব্যাকট্রেক 5 নামে এর আরও কয়েক টি ভার্সন অবমুক্ত হয় ।
কালি লিনাক্সে 600 টিরও বেশি হ্যাকিং টুলস রয়েছে । কালি লিনাক্স সম্পূর্ণরূপে পরিবর্তনযোগ্য । এর কার্নেল খুব সহজে পরিবর্তন করা যায় । এটি ARM ভিত্তিক হার্ডওয়্যারেও পরিচালনা করা যায় ।
© DEVELOPER SUGGESTION LLC
3 Comments
অসাধারণ
ReplyDeleteIt's really awesome
ReplyDeleteNice
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .