গুগল অথেন্টিকেটর ( Google Authenticator ) হল গুগল এলএলসি দ্বারা ডেভেলপকৃত একটি প্রমাণীকরণকারী এপ্লিকেশন যা টাইম - ভিত্তিক ওয়ান - টাইম পাসওয়ার্ড অ্যালগরিদম এবং এইচএমএসি ভিত্তিক ওয়ান - টাইম পাসওয়ার্ড অ্যালগরিদম ব্যবহার করে দ্বি - পদক্ষেপ যাচাইকরণের ( টু - ফ্যাক্টর অথেনটিক্যাশন ) ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
20 সেপ্টেম্বর 2010 এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় । এই এ্যাপ্লিকেশটি ব্যবহার করলে আপনি ইন্টারনেটে অনেকটা সুরক্ষিত থাকতে পারবেন । এই এপ্লিকেশন ব্যবহারের ফলে খুব সহজেই কেউ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টগুলো হ্যাক করতে পারবে না ।
টু - ফ্যাক্টর অথেন্টিকেশন একটি এডভান্স সিকিউরিটি সিস্টেম । সুরক্ষিত থাকার জন্য টু - ফ্যাক্টর অথেন্টিকেশন এর ভূমিকা অপরিসীম । টু - ফ্যাক্টর অথেন্টিকেশন কে মাস্টার পাসওয়ার্ড বললেও ভূল হবে না । কারণ এটি মাস্টার পাসওয়ার্ড এর মতোই কাজ করে । ব্যাংকে যেমন কনজামার কি এর পাশাপাশি একটি মাস্টার কি থাকে অনুরূপভাবে টু - ফ্যাক্টরও এখানে মাস্টার কি এর নামান্তর । ব্যাংকে যেমন কনজামার কি এবং মাস্টার কি দুটো সিকিউরিটি সিস্টেম দ্বারা লকার আনলক করতে হয় , তেমনি পাসওয়ার্ড এবং টু ফ্যাক্টর অথেনটিকেশন এর কোড ( ওয়ান টাইম পাসওয়ার্ড ) দ্বারা আপনাকে আপনার একাউন্টে প্রবেশ করতে হবে । ফলে আপনি ছাড়া অন্য কেউ চাইলেও আপনার একাউন্টে প্রবেশ করতে পারবে না ।
আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেসবুক , টুইটার , ইনস্টাগ্রাম , স্নাপচ্যাট ইত্যাদি ) সাইটগুলোর একাউন্ট সুরক্ষার ক্ষেত্রে গুগল অথেন্টিকেটর এপ্লিকেশন ব্যবহার করতে পারেন । গুগল অথেন্টিকেটরের এন্ড্রয়েড , আই.ও.এস এবং ব্লাকবেরি অপারেটিং সিস্টেমের জন্য আলাদা সংস্করণ রয়েছে । শুরুতে এর সংস্করণগুলি ওপেন সোর্স ছিল , তবে ২০১৩ সাল থেকে প্রকাশগুলি ( ক্লোজ , ভার্জিত সংস্করণ প্রকাশ করা হয় ) মালিকানাধীন ।
আপনি অবশ্যই এই এপ্লিকেশনের সাথে সিম ভেরিফিকেশন ( টেক্সট ম্যাসেজ কোড দ্বারা টু - ফ্যাক্টর অথেন্টিকেশন ) চালু রাখবেন । নতুবা কখনো যদি আপনি ভূলে এই এপ্লিকেশনটি ফোন থেকে আন - ইন্সটল করে দেন তখন আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টগুলোর সম্পূর্ণ এক্সেস হারাবেন । কারণ গুগল সুরক্ষার ক্ষেত্রে সবসময় এক ধাপ এগিয়ে । তাই গুগল অথেন্টিকেটর এপ্লিকেশনের সাথে সিম ভেরিফিকেশন দ্বারা টু - ফ্যাক্টর অথেন্টিকেশন ফিচারটি উপভোগ করুন এবং ইন্টারনেটে আপনার সুরক্ষা নিশ্চিত করুন ।
0 Comments
THANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .