অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনাকারী কতকগুলি কম্পিউটার প্রোগ্রামের সমষ্টি । অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর থেকে ইনপুট নেয় এবং বিভিন্ন কাজ ও কম্পিউটারে অভ্যন্তরীণ সিস্টেমকে পরিচালনা করে ব্যবহারকারী ও অন্যান্য প্রোগ্রামকে পরিষেবা দেয় ।


চিত্র : OPERATING SYSTEM


ব্যবহারকারী যখন কম্পিউটার দ্বারা নির্দিষ্ট কোন কাজ করার জন্য নির্দিষ্ট কোন একটি এপ্লিকেশনে ক্লিক করে তখন তা চলে যায় অপারেটিং সিস্টেমের কাছে । অপারেটিং সিস্টেম তখন এপ্লিকেশনটিকে স্থায়ী মেমোরি ( HDD , FDD , SSD , ROM ) থেকে নিয়ে RAM এ RUN করায় ।


অপারেটিং সিস্টেম ছাড়া কোনও অ্যাপ্লিকেশন RUN হবে না । অপারেটিং সিস্টেম মূলত কম্পিউটারের হার্ডওয়্যার গুলো পরিচালনা করে থাকে । তাই অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি তৈরি করা হয় ।


নির্দিষ্ট একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নির্দিষ্ট একটি অপারেটিং সিস্টেমের উপরই ভিত্তি করে চলে । তবে আজকাল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি এমন ভাবে তৈরি করা হয় যেন তা সব অপারিটং সিস্টেমই চলে ।


সাধারণত ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে WINDOWS , LINUX , MAC , UBUNTU নামের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় । তেমনি স্মার্টফোন GOOGLE LLC এর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে চলে । স্মার্টফোনের আরও বেশ কিছু অপারেটিং সিস্টেম রয়েছে । যেমন : নোকিয়ার সিম্বিয়ান , অ্যাপলের আইওএস , মাইক্রোসফটের উইন্ডোজ ইত্যাদি ।



চিত্র : WINDOWS
চিত্র : KALI LINUX
চিত্র : BAC TRACK


অপারেটিং সিস্টেম ছাড়া কখনো কম্পিউটার ব্যবহার করা সম্ভব নয় । কারণ অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার , সফটওয়্যার এবং কম্পিউটার ব্যবহারকারীর মধ্যে সংযোগ সৃষ্টি করে । অতএব , পরিশেষে বলা যায় অপারেটিং সিস্টেম কম্পিউটারের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তা ছাড়া কম্পিউটার অচল ।


© DEVELOPER SUGGESTION LLC