আপনাকে যদি প্রশ্ন করা হয় " আপনি কিভাবে ভাইরাস আক্রান্ত ফাইলকে চিহ্নিত করবেন ? " আপনি নিশ্চয়ই এন্টিভাইরাস এর কথা বলবেন !
চিত্র : ANTIVIRUS
চিত্র : ANTIVIRUS
কিন্তু আসলেই কি এন্টিভাইরাস আমাদের ফাইলে থাকা ভাইরাসকে শনাক্ত করতে পারে ? হ্যা পারে , কিন্তু এন্টিভাইরাস আমাদের পুরোপুরি সুরক্ষা দিতে পারে না । কারণ :
- প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস তৈরি করা হচ্ছে ।
- এন্টিভাইরাস এ সকল প্রকার ভাইরাস অন্তর্ভুক্ত নয় । যেসব ভাইরাস সম্পর্কে এন্টিভাইরাস নির্মাতা দল অবগত , শুধুমাত্র সেসব ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারবে আপনার এন্টিভাইরাস ।
তাহলে কিভাবে ভাইরাস থেকে সুরক্ষিত থাকবেন ?
- অবশ্যই এন্টিভাইরাস ব্যবহার করতে হবে , কিন্তু সব ধরনের এন্টিভাইরাস আপনার ডিভাইসটিতে রাখতে হবে ।
কিন্তু এটা কিভাবে সম্ভব এতে যে পরিমাণ স্টোরেজ এর প্রয়োজন হবে তাতো অকল্পনীয় ।
তাহলে ?
- আপনার কম্পিউটার ডিভাইসে থাকা ফাইলকে সকল প্রকার এন্টিভাইরাস দ্বারা SCAN করতে আপনাকে সকল প্রকার এন্টিভাইরাস ইনস্টল করতে হবে না । আপনি শুধুমাত্র VIRUS TOTAL এ ভিজিট করে সব ধরনের এন্টিভাইরাস দ্বারা আপনার ফাইলকে SCAN করতে পারবেন । এক্ষেত্রে আপনি শুুধু আপনার সন্দেহজনক ফাইলকে VIRUS TOTAL ওয়েবসাইটটিতে আপলোড করবেন , তারা সকল প্রকার এন্টিভাইরাস দ্বারা আপনার আপলোডকৃত ফাইলকে SCAN করবে , এবং ভাইরাস শনাক্ত করবে ।
2 Comments
Amazing
ReplyDeleteVery Helpful Post .
ReplyDeleteTHANKS FOR YOUR FEEDBACK .
STAY WITH US .
© DEVELOPER SUGGESTION LLC
FROM YRI FOUNDATION .